বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ।। একাদশ শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা বিভাগের অন্তর্গত বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ।। একাদশ শ্রেণি বাংলা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির নতুন পাঠ্যক্রম অনুসারে সেমিষ্টার ১ এ এই বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্নের উত্তরগুলি তৈরি করতে হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ।। একাদশ শ্রেণি বাংলাঃ
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্নের উত্তরঃ
১) সারা পৃথিবীতে ভাষার সংখ্যা প্রায়- তিন হাজার
২) ভাষাবিদ শুলৎস হলেন- জার্মানির অধিবাসী
৩) ভাষাবিদ ক্যারদ্যুও ছিলেন- ফরাসি ভাষাবিদ
৪) উইলিয়াম জোন্স্ কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রেখেছিলেন- ১৭৮৬ খ্রিঃ
৫) পৃথিবীর ভাষাকে বর্গীকরণ করা হয়- ছয়রকম পদ্ধতিতে
৬) একই বংশজাত ভাষাগুলিকে বলা হয়- সমগোত্রজ ভাষা
৭) পৃথিবীর বেশিরভাগ ভাষাই যে-কটি ভাষা পরিবারের বর্গীভূত হয়েছে- ২৫-২৬টি
৮) যে ভাষাকে শ্রেণিভুক্ত করা সম্ভব হয় নি, তাকে বলে- অগোষ্ঠীভূত ভাষা
৯) পৃথিবীর বিভিন্ন ভাষাবংশগুলির মধ্যে অন্যতম হল- ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ
১০) ইন্দো-ইউরোপীয় শাখাটি- দুটি শাখায় বিভক্ত
১১) ইন্দো-ইউরোপীয় ভাষাভাষী মূল আর্যজাতি মূলত ছড়িয়ে পড়েছিল- ভারতবর্ষে
১২) ইন্দো-ইউরোপীয় ভাষার একটি প্রাচীন শাখা হল- ইন্দো-ইরানীয়
১৩) ইন্দো-ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে- ভারতীয় আর্য
১৪) ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি- ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের
১৫) ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ রচিত- গ্রিক ভাষায়
১৬) ইতালীয় শাখার প্রধান ভাষা- ল্যাটিন
১৭) কেলতিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সম্মৃদ্ধ ভাষা- আইরিশ
১৮) ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন- জেন্দ আবেস্তা
১৯) বাইবেলের ওল্ড টেস্টামেন্ট রচিত- হিব্রু ভাষায়
২০) সাইবেরিয়ার মেরু অঞ্চলের ভাষা- সাময়েদ
২১) মায়া ও আজতেক সভ্যতা ছিল- উত্তর আমেরিকার
২২) ‘পিজিন ইংলিশের’ উদ্ভব ঘটেছে- ব্যবসায়ীক কারণে
২৩) ‘পিজিন’ দীর্ঘস্থায়ী হলে জন্ম নেয়- ক্রেওল
২৪) পিজিন ইংলিশের ‘পিজিন’ শব্দটি এসেছে ইংরেজি ‘বিজনেস’ শব্দের- চিনীয় উচ্চারণ থেকে
২৫) ‘ভোলাপুক’ নামক কৃত্রিম ভাষাটি তৈরি করেন- যোহান মার্টিন শ্লেইয়ার
২৬) প্রতিষ্ঠিত বিশ্বভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষা হল- এস্পেরেন্তো
২৭) কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা প্রথম চিন্তা করেছিলেন- দেকার্ত
২৮) আন্তর্জাতিক ভাব্বিনিময়ের জন্য ব্যবহৃত হয়- এস্পেরেন্তো ভাষা
২৯) এস্পেরেন্তো ভাষার ব্যাকরণের মোট নিয়ম- ১৬ টি
৩০) এস্পেরেন্তো ভাষার শব্দ সংখ্যা- ৬০০০ এর বেশি
৩১) এস্পেরেন্তো ভাষা মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়- এক হাজার মানুষের
৩২) এস্পেরেন্তো ভাষায় বর্তমানে কথা বলেন- কুড়ি লক্ষ মানুষ
৩৩) অঙ্গসঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষার নাম- প্যারা ল্যাঙ্গুয়েজ
৩৪) সাংকেতিক ভাষা বা Sign Language এর উদ্ভব ঘটে- ১৭৭৫ খ্রিঃ
৩৫) পৃথিবীর প্রধান ভাষাবংশের সংখ্যা- ১২টি
৩৬) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ভাষাগোষ্ঠীর সংখ্যা- ৯টি
৩৭) ফরাসি ভাষা যে শাখার অন্তর্গত- ইতালীয়
৩৮) ইংরেজি যে ভাষা থেকে এসেছে- পশ্চিম জার্মানিক
৩৯) ইন্দো-ইরানীয় শাখাটি যে’কটি ভাগে বিভক্ত- ২টি
৪০) আবেস্তীয় ভাষায় যে ধর্মগ্রন্থ রচিত হয়েছে- জেন্দ আবেস্তা
৪১) জেন্দ আবেস্তার লেখক হলেন- জরথুস্ট্র
৪২) ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে প্রাচীন শাখার সৃষ্টি হয়েছে- ১০টি
৪৩) ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে- প্রাচীন পারস্যে
৪৪) বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যে ভাষায় রচিত- হিব্রু
৪৫) ইজরায়েল দেশের সরকারি ভাষা হল- আধুনিক হিব্রু
৪৬) সেমীয়-হামীয় ভাষাবংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠী- হাঙ্গেরীয়-বান্টু
৪৭) মজর যে দেশের ভাষা- হাঙ্গেরি
৪৮) ‘সাময়েদ’ ভাষা প্রচলিত- সাইবেরিয়ার মরু অঞ্চলে
৪৯) অ্যানটিলিশ হল একটি- দ্বীপপুঞ্জ
৫০) আরাওয়াক ভাষাবংশের ভাষাগুলি ছড়িয়ে পড়েছিল- অ্যানটিলিশ পর্যন্ত
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে MCQ TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ TEST 1
শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবাররা নিম্নের লিঙ্কগুলিতে ক্লিক/টাচ করে আরো MCQ প্রশ্নের উত্তর দেখতে পারবেঃ
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন-উত্তর সেট ২
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন-উত্তর সেট ৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন-উত্তর সেট ৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ প্রশ্ন-উত্তর সেট ৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
…… এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইট। আর নিয়মিত লক্ষ্য রাখো শিক্ষালয় ওয়েবসাইটে।
একাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ