লালন শাহ ফকিরের গান – লালন শাহ ।। একাদশ শ্রেণি বাংলা

লালন শাহ ফকিরের গান – লালন শাহ ।। একাদশ শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য লালন শাহ ফকিরের গান – লালন শাহ ।। একাদশ শ্রেণি বাংলা প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই লালন শাহ ফকিরের গান – লালন শাহ ।। একাদশ শ্রেণি বাংলা পাঠ করে নিম্নে দেওয়া প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

লালন শাহ ফকিরের গান- লালন শাহ ।। একাদশ শ্রেণি বাংলাঃ 

লালন শাহ ফকিরের গান – লালন শাহ

মানুষ ভজলে সোনার মানুষ হবি

মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি।।

দ্বি-দলের মৃণালে

সোনার মানুষ উজ্জ্বলে

মানুষ-গুরু কৃপা হ’লে

                                     জানতে পাবি।।

এই মানুষে মানুষ গাথা

দেখনা যেমন আলেক লতা

জেনে শুনে মুড়াও মাথা

                                        জাতে তরবি।।

মানুষ ছাড়া মন আমার

পড়বি রে তুই শুন্যকার

লালন বলে, মানুষ-আকার

                                           ভজলে তরবি।।

লালন শাহ ফকিরের গান- লালন শাহ ।। একাদশ শ্রেণি বাংলা – আলোচনাঃ 

লালন শাহ ফকিরের গান পড়বার পরে আমারা জেনে নেবো যে, বাউল কারা এবং বাউল সাধক লালন শাহ ফকিরের জীবনী সম্পর্কে। নিম্নে সংক্ষেপে লালন শাহ ফকির সম্পর্কে আলোচনা করা হলো- 

বাউলঃ

প্রচলিত মতানুসারে ‘বাউল’ শব্দটির উদ্ভব ‘বাতুল’ বা ‘ব্যাকুল’ শব্দ থেকে। এর অর্থ ‘ঈশ্বরপ্রেমে যারা পাগল’। আবার অনেকে মনে করেন ‘আউল’ না ‘বাউর’ শব্দ থেকে ‘বাউল’ কথার উৎপত্তি ঘটেছে। তবে সকল বিতর্কের উর্দ্ধে বলা যায়, জাতি-ধর্ম-বর্ণ ও ধর্মীয় সংকীর্ণতামুক্ত ঈশ্বরপ্রেমিক এক সম্প্রদায় বাউল নামে পরিচিত। 

লালন ফকিরের পরিচয়ঃ

আনুমানিক ১৭৭৫ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে কুষ্ঠিয়ার ভাঁড়রা গ্রামে এক হিন্দু কায়স্থ পরিবারে তাঁর জন্ম হয়। যৌবনকালে তীর্থ করতে গিয়ে তিনি বসন্তরোগে আক্রান্ত হবার পর তাঁর সাথীরা তাকে পথেই ফেলে চলে গেলে এক নিষ্ঠাবান মুসলমান দম্পতি তাঁকে সেবাযত্ন করে সুস্থ করে তোলেন। কিন্তু মুসলমান সান্নিদ্ধ লাভ করার অভিযোগে তাঁকে হিন্দুসমাজ পরিত্যাগ করলে তিনি ফকির সম্প্রদায়ে যোগদান করে লালন শাহ ফকির নামে পরিচিত হন। তিনি একশো ষোলো বছর জীবিত ছিলেন বলে মনে করা হয়।

কবিপ্রতিভাঃ  

জাতপাতের উর্দ্ধে লালন ফকিরের গান হয়ে উঠেছে হিন্দু বাউল ও সুফি সম্প্রদায়ের মিলন সঙ্গীত। রধা-কৃষ্ণ ও গৌর-নিতাইয়ের প্রতি তাঁর ভক্তিভাবের পরিচয় পাওয়া যায় তাঁর বিবিধ গানে।

ঈশ্বরকে তিনি অভিহিত করেছেন ‘মনের মানুষ’ বলে। আর এই মনের মানুষে সাক্ষাৎ লাভের জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন-

“কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে।

হারায়ে মানুষ দেশে বিদেশে বেড়াই ঘুরে।”

   নিজের জাত সম্পর্কে নানা প্রশ্নে জর্জরিত লালন ফকির নির্লিপ্তভাবে লিখতে পেরেছেন-

“সব লোকে কয় লালন কী জাত সংসারে

লালল কয় জাতের বিচার দেখলাম না এ নজরে।”

   আর তাই তো তিনি দৃঢ় কন্ঠে বলতে পারেন-

“ভক্তি দ্বারে বাঁধা আছেন সাঁই।

হিন্দু কি যবন বলে

তার কাছে জাতের বিচার নাই।”

বাউল সাধনার তত্ত্বকথাকে তিনি রহস্যময়ভাবে পরিবেশন করেছেন তাঁর বিবিধ গানের মধ্য দিয়ে-

“খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়

ধরতে পারলে মনোবেরি দিতেম পাখির পায়।”

তাই লালল ফকিরের অবদান সম্পর্কে বলতে গিয়ে মুহম্মদ আবদুল হাই যথার্থই বলেছেন, “লালন শাহের গানের মধ্যে জীবন-স্পন্দন পাওয়া যায় এবং গানগুলি আনন্দদায়ক।”

লালন গীতিঃ 

লালনের গান লালনগীতি বা লালন সংগীত হিসেবে পরিচিত। লালন তার সমকালীন সমাজের নানান কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সামাজিক বিভেদ ইত্যাদির বিরুদ্ধে তার রচিত গানে তিনি একই সাথে প্রশ্ন ও উত্তর করার একটি বিশেষ শৈলী অনুসরণ করেছেন। এছাড়া তার অনেক গানে তিনি রূপকের আড়ালেও তার নানান দর্শন উপস্থাপন করেছেন। 

আত্মতত্ত্ব,দেহতত্ত্ব,গুরু বা মুর্শিদতত্ত্ব, প্রেম-ভক্তিতত্ত্ব,সাধনতত্ব,মানুষ-পরমতত্ত্ব, আল্লাহ্-নবীতত্ত্ব, কৃষ্ণ-গৌরতত্ত্ব এবং আরও বিভিন্ন বিষয়ে লালনের গান রয়েছে। লালনের কয়েকটি উল্লেখযোগ্য গান নিম্নরূপঃ 

  • আমি অপার হয়ে বসে আছি
  • সব লোকে কয় লালন কি জাত সংসারে
  • কে বোঝে সাঁইয়ের লীলাখেলা
  • জাত গেলো জাত গেলো বলে
  • খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
  • আপন ঘরের খবর লে না
  • আমারে কি রাখবেন গুরু চরণদাসী
  • মন তুই করলি একি ইতরপনা
  • এই মানুষে সেই মানুষ আছে
  • যেখানে সাঁইর বারামখানা
  • বাড়ির কাছে আরশিনগর
  • আমার আপন খবর আপনার হয় না
  • দেখ না মন,ঝকমারি এই দুনিয়াদারী
  • ধর চোর হাওয়ার ঘরে ফান্দ পেতে
  • সব সৃষ্টি করলো যে জন
  • সময় গেলে সাধন হবে না
  • আছে আদি মক্কা এই মানব দেহে
  • তিন পাগলে হলো মেলা নদে এসে
  • এসব দেখি কানার হাট বাজার
  • মিলন হবে কত দিনে
  • কে বানাইলো এমন রঙমহল খানা

 

লালন শাহ ফকিরের গান প্রশ্ন-উত্তরঃ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?