পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার

পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার

একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার দিতে চলা শিক্ষার্থীদের জন্য ‘পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার’ প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই ‘পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার’ অনুশীলনের মধ্য দিয়ে তাদের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ইতিপূর্বে শিক্ষালয় ওয়েবসাইটে পুঁইমাচা গল্পটি এবং এই গল্পের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এখানে ‘পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার’ আলোচনাটি প্রদান করা হলো। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণ ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারঃ 

১) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে _____ সঞ্চার হইল’ – ভীতির

২) তুমি কি সমাজের মাথ, না একজন ________ লোক? – মাতব্বর

৩) সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি ________ বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। – কাঁসার

৪) তাহার হাতে _______ পুঁইশাক। – একবোঝা

৫) কালীময়ের _________ সেদিন বৈকালবেলা সহায়হরি ডাক পড়িল। – চন্ডীমন্ডপে

৬) ওই ও পাড়ার __________ চোউকিদার রোজই বলে। – ময়শা 

৭) শুনলাম _____ বনের মধ্যে কি সব খুপ্‌ খুপ্‌ শব্দ। – বরোজ পাতার 

৮) মায়ের ডাক শুনিয়া ________ মুখ শুকাইয়া গেল। – ক্ষেন্তির 

৯) খুব ______ পড়িয়াছে। – শীত 

১০) ক্ষেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্যে বাড়ী হইতে ______ কুড়াইয়া আনিল। – গোবর 

১১) ________ নিলে নাকি পাটিসাপটা হয় না। – ক্ষীর 

১২) পাত্রটির বয়স _________ খুব বেশি কোনোমতেই হইবে না। – চল্লিশের 

১৩) ও পাড়ার ________ বলিলেন, তোর বাবা তোর বাড়ী যাবে কেন রে। – ঠানদিদি 

১৪) আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে ________ মাসে দেখতে গেলাম। – পৌষ 

১৫) তারপর _______ মাসেই তার বসন্ত হলো। – ফাল্গুন 

পুঁইমাচা গল্পের আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

উপরের প্রশ্নের উত্তরগুলি অনুশীলনের জন্য নিম্নের MCQ TEST -টি প্রদান করো 

পুঁইমাচা MCQ TEST 1 

পুঁইমাচা MCQ TEST 2 

নিম্নে প্রদান করা প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ১ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৪ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৬ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৭ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

…… এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইট। আর শিক্ষালয় ওয়েবসাইটের সব আপডেট লাভ করতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইটটি। 

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page