চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তর শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে এখানে প্রদান করা হলো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার দিতে চলা শিক্ষার্থীরা এই চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারঃ
চৈতন্য ও চৈতন্য জীবনী কাব্য MCQ প্রশ্ন-উত্তরঃ
১) শ্রীচৈতন্যদেবের জন্ম হয়েছিল- ১৪৮৬ খ্রিঃ
২) চৈতন্যদেবের মাতার নাম হল- শচীদেবী
৩) কাটোয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন- কেশবভারতী
৪) গয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন- ঈশ্বরপুরী
৫) চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল- ১৫৩৩ খ্রিঃ
৬) চৈতন্যদেব প্রচার করেছিলেন- ভক্তিধর্ম
৭) যাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে- শ্রীচৈতন্যদেব
৮) “বাঙালির হীয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া” বলেছেন- সত্যেন্দ্রনাথ দত্ত
৯) ‘অমৃতাভ’ কাব্যের রচয়িতা হলেন- নবীনচন্দ্র সেন
১০) ‘শ্রীচৈতন্যলীলা’ নাটকটির রচয়িতা হলেন- গিরিশ ঘোষ
১১) ‘চন্ডালোহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ’ কথাটির অর্থ হল- হরিভক্ত চন্ডাল হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ
১২) বৈষ্ণব পদাবলী ধারাকে বিভক্ত করা হয়- তিনটি ধারায় (চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য সমসাময়ীক ও চৈতন্যত্তর)
১৩) বাংলায় বৈষ্ণব পদাবলী ধারার সূচনা ঘটে- পঞ্চদশ শতাব্দীতে
১৪) বাংলায় বৈষ্ণব পদাবলী ধারার বিকাশ ঘটেছিল- সপ্তদশ শতাব্দীতে
১৫) চৈতন্যদের প্রভাবে বাংলা বৈষ্ণব পদাবলী ধারায় আগমন ঘটে- গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার
১৬) মুরারি গুপ্ত রচিত চৈতন্য জীবিনী গ্রন্থের নাম হল- শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম
১৭) শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম গ্রন্থে সর্গ রয়েছে- ৭৮টি
১৮) প্রবোধচন্দ্রোদয় নাটকটির রচয়িতা- কৃষ্ণমিশ্র
১৯) চৈতন্যচন্দ্রোদয় নাটকটির রচয়িতা- কর্ণপুর
২০) চৈতন্যভাগবত গ্রন্থটির রচয়িতা- বৃন্দাবনদাস
২১) শ্রীচৈতন্যচরিতামৃতম গ্রন্থটির রচয়িতা- কৃষ্ণদাস কবিরাজ
২২) চৈতন্যলীলার ব্যাস বলা হয়- বৃন্দাবনদাসকে
২৩) চৈতন্যভাগবত গ্রন্থের পূর্বনাম ছিল- চৈতন্যমঙ্গল
২৪) লোচনদাস যার শিষ্য ছিলেন- নরহরি সরকার
২৫) লোচনদাসের চৈতন্যমঙ্গল বিভক্ত- ৪টি খন্ডে
২৬) কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থে খন্ড আছে- ৬২টি
২৭) গৌরাঙ্গবিজয় গ্রন্থটির রচয়িতা হলেন- চূড়ামণি দাস
২৮) পদকল্পতরু গ্রন্থটির রচয়িতা হলেন- গোকুলানন্দ সেন
২৯) মহাপ্রভুর দাক্ষিণাত্য ও পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যায় যে গ্রন্থে- গোবিন্দদাসের কড়চা
৩০) রসিকমঙ্গল গ্রন্থটির রচয়িতা হলেন- গোপীবল্লভ দাস
আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ