পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টার পেজে তাদের ভূগোল (Geography) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
পৃথিবীর অভ্যন্তরভাগ MCQ ।। একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারঃ
১) নিফেসিমা নামে পরিচিত – অন্তঃকেন্দ্রমন্ডল
২) সর্বাপেক্ষা হালকা ভূস্তর হল – সিয়াল
৩) সর্বাপেক্ষা ভারী ভূস্তর হল – কেন্দ্রমন্ডল
৪) ভূ-অভ্যন্তরের স্বল্প গতিবেগসম্পন্ন অঞ্চল – বহিঃগুরুমন্ডল
৫) কেন্দ্রমন্ডলের প্রধান দুটি উপাদান হল – নিকেল ও লোহা
৬) P তরঙ্গ প্রবাহিত হয় – সকল ভূস্তরের মধ্য দিয়ে
৭) পৃথিবীর যে অংশ দিয়ে S তরঙ্গ চলাচল করতে পারে না – বহিঃকেন্দ্রমন্ডল
৮) ভূত্বক গঠনকারী প্রধান ভৌত উপাদানটি হল – অক্সিজেন
৯) ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পৃথিবীর গড় ব্যাসার্ধ হল – ৬৩৭১ কিমি
১০) বিশ্বের গভীরতম স্বর্ণখনি যে দেশে অবস্থিত – দক্ষিণ আফ্রিকা
১১) কেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব হল – ১৩ গ্রাম/ঘনসেমি
১২) সিমা গঠনকারী মূল উপাদান দুটি হল – সিলিকা ও ম্যাগনেশিয়াম
১৩) পৃথিবীর কেন্দ্রে গড় উষ্ণতা হল – ৫১৫০ ডিগ্রি সেঃ
১৪) কেন্দ্রমন্ডলের গড় গভীরতা হল – ৩৪৮০ কিমি
১৫) শিলামন্ডলের গড় গভীরতা হল – ৩৩ কিমি
১৬) গুরুমন্ডলের গড় গভীরতা হল – ২৮৯১ কিমি
১৭) মহাদেশগুলি মূলত যে শিলায় গঠিত – গ্রানাইট
১৮) মহাসাগরীয় ভূত্বক মূলত যে শিলায় গঠিত – ব্যাসাল্ট
১৯) পৃথিবীর মোট আয়তনের যত শতাংশ গুরুমন্ডল অধিকার করে – ৮৩%
২০) পৃথিবীর মোট ভরের যত শতাংশ গুরুমন্ডল অধিকার করে – ৬৮%
২১) পৃথিবীর মোট আয়তনের যত শতাংশ কেন্দ্রমন্ডল অধিকার করে – ১৮%
২২) অ্যাসথেনোস্ফিয়ার নামকরণটি করেছিলেন – ব্যারেল
২৩) যে ভূকম্পীয় তরঙ্গ আলোক তরঙ্গের মতো গমন করে – S তরঙ্গ
২৪) পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত প্রাচিনতম মতবাদটি হল – বুফনের মতবাদ
২৫) পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিক তত্ত্ব হল – বিগ ব্যাং তত্ত্ব
২৬) “Seismic Intensity’ শব্দটি প্রথম ব্যবহার করেন – গুটেনবার্গ ও রিখটার
২৭) সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা হয় – ১৬ কিমি
২৮) কোলা উপদ্বীপের খনন কার্যটি করা হয়েছিল – ১৯৭০ খ্রিঃ
২৯) ভূকম্প কেন্দ্র থেকে আগত যে তরঙ্গ সর্বপ্রথম ভূপৃষ্ঠে লিপিবদ্ধ হয় – P তরঙ্গ
৩০) ভারতে প্রথম Seismological Station যেখানে স্থাপিত হয়েছে – লাটুর (মহারাষ্ট্র)
৩১) বর্তমানে ভারতে মোট Seismological Station রয়েছে – ১১৫টি
৩২) একটি বড়ো ভূমিকম্পের আগে ঘটতে পারে এমন ছোট ছোট কম্পনকে বলা হয় – ফোর সক
৩৩) যে ধরণের ভূমিকম্প তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ও স্থায়িত্ব বেশি হয় – L তরঙ্গ
৩৪) L তরঙ্গকে বলা হয় – পৃষ্ঠ তরঙ্গ
৩৫) যে অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় – ভূমিকম্পের কেন্দ্রের উপরের পৃষ্ঠে
৩৬) গৌণ তরঙ্গ শিলাকে যেভাবে আন্দোলিত করে – অনুভূমিকভাবে
৩৭) ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে যেটি সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ – P তরঙ্গ
৩৮) যে ভূমিকম্প তরঙ্গ পৃথিবীর কেন্দ্রমন্ডলে প্রবেশ করতে পারে না – S তরঙ্গ
৩৯) ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে পদার্থসমূহের ঘনত্ব – বৃদ্ধি পায়
৪০) সিয়াল ও সিমা স্তর যে বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে – কনরাড বিযুক্তি
৪১) কেন্দ্রমন্ডলকে বলা হয় – নিফে
৪২) পৃথিবীর গড় ঘনত্ব হল – ৫.৫ গ্রাম/সেমি কিউব
৪৩) ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে যে বিযুক্তিরেখা দেখা যায় – মোহো বিযুক্তিরেখা
৪৪) বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডলের মাঝে দেখা যায় যে বিযুক্তিরেখা – লেম্যান
৪৫) সর্বাধিক দ্রুতগতিসম্পন্ন তরঙ্গ হল – P তরঙ্গ
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ