নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন প্রদান করা হলো। নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন সমাধানের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন শিক্ষার্থীদের জন্য সহায়ক হয়ে উঠবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন :
প্রশ্নমানঃ ১
১) ইউরোপে শক্তি সমবায় কবে গঠিত হয়?
২) সেডানের যুদ্ধে কারা জয়ী হয়েছিল?
৩) ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ কে ছিলেন?
৪) ত্রিশক্তি আঁতাত কবে স্বাক্ষরিত হয়েছিল?
৫) রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থার নাম কী?
৬) রিসর্জিমেন্টো কথার অর্থ কী?
৭) কোন গ্রন্থকে ‘সমাজতন্ত্রের বাইবেল’ বলা হয়?
৮) জুলাই বিপ্লবের পরে ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন?
৯) প্যারিসের শান্তি সম্মেলন কবে হয়েছিল?
১০) হেটাইরিয়া ফিলিকে কী?
১১) সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন?
১২) শিল্পবিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন?
১৩) ‘অন্ধকারাছন্ন মহাদেশ’ কাকে বলা হত?
১৪) ইয়ং ইতালি দল কে গঠন করেছিলেন?
১৫) ‘ইউরোপের রুগ্ন মানুষ’ কোন দেশকে বলা হত?
১৬) উন্মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেছিলেন?
১৭) বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
১৮) কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়?
১৯) ‘কূটনীতির জাদুগর’ কাকে বলা হত?
২০) স্পিনিং জেনি কে আবিষ্কার করেন?
২১) প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
২২) বলশেভিক দলের নেতা কে ছিলেন?
২৩) ‘এপ্রিল থিসিস’ কে ঘোষণা করেন?
২৪) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে হয়েছিল?
২৫) কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে?
২৬) মহামন্দা চলাকালীন আমেরিকার রাষত্রপতি কে ছিলেন?
২৭) ‘বিশ্বের কারখানা’ কোন দেশকে বলা হত?
২৮) পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন?
২৯) ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন?
৩০) জোলভেরাইন কী?
৩১) গ্যারিবল্ডির অনুগামীরা কি নামে পরিচিত?
৩২) কে কার্লসবার্ড ডিক্রি জারি করেন?
৩৩) রাশিয়ার আইনসভার নাম কি ছিল?
৩৪) জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন?
৩৫) লাল কোর্তা বাহিনী কে গঠন করেন?
৩৬) ইউরোপের প্রধান্মন্ত্রী কাকে বলা হত?
৩৭) ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন?
৩৮) রিপাবলিক গ্রন্থটি কে রচনা করেন?
৩৯) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?
৪০) ইতালির ঐক্য আন্দোলনের সময় পিডমন্টের রাজা কে ছিলেন?
৪১) হাঙ্গেরির বিপ্লবি আন্দোলনের নেতা কে ছিলেন?
৪২) উষ্ণজল নীতি কোন দেশ গ্রহণ করেছিল?
৪৩) ‘ইতালি একটি ভৌগলিক সংজ্ঞা ছাড়া আর কিছুই নয়’ কে বলেছিলেন?
৪৪) স্যাডোয়ার যুদ্ধ কবে হয়েছিল?
৪৫) চোদ্দ দফার শর্ত কে ঘোষণা করেন?
৪৬) ‘প্যারিস হল বিপ্লবের জননী’ কে বলেছেন?
৪৭) ‘দাস ক্যাপিটাল’ কার লেখা?
৪৮) সুয়েজ খাল দ্বারা কোন দুটি সাগরকে জুড়ে দেওয়া যায়?
৪৯) প্রথম অহিফেন যুদ্ধের পরে কোন সন্ধি সাখরিত হয়?
৫০) নারদনিক আন্দোলনের মূল স্লোগান কী ছিল?
৫১) ‘ইল দ্যুচে’ বা ‘একনায়ক’ উপাধি কে ধারণ করেন?
প্রশ্নমানঃ ২
১) জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
২) কার্লসবার্ড ড্রিক্রি কেন জারি করা হয়?
৩) ফ্যাক্টরি প্রথা কী?
৪) আফ্রিকাকে কেন অন্ধকারাছন্ন মহাদেশ বলা হয়?
৫) এপ্রিল থিসিস কী?
৬) জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝ?
৭) জোলভেরাইন বলতে কী বোঝ?
৮) ঘেটো কী?
৯) কার্বোনারি কী?
১০) কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়?
১১) ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে দুটি সাদৃশ্য লেখো।
১২) শিল্পবিপ্লব বলতে কী বোঝ?
১৩) মার্কিন যুক্তরাষ্ট্র কেন চিনে উন্মুক্তদ্বার নীতি ঘোষণা করে?
১৪) প্যারি কমিউন কী?
১৫) হে ডক্ট্রিন কী?
১৬) সুয়েজ খাল খননের গুরুত্ব কী?
১৭) প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল?
১৮) নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
১৯) ‘Big Four’ কাদের বলা হয়?
২০) হেটাইরিয়া ফিলিকে বলতে কী বোঝ?
২১) রক্তাক্ত রবিবার বলতে কী বোঝ?
২২) লুডাইট আন্দোলন কাকে বলে?
২৩) দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রীর নাম লেখো।
২৪) ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কী ছিল?
২৫) প্লম্বিয়ার্সের চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এর শর্তগুলি কী ছিল?
২৬) ভাইমার প্রজাতন্ত্র কী?
প্রশ্নমানঃ ৪
১) ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো।
২) টীকাঃ সেরাজেভো হত্যাকান্ড
৩) অর্থনৈতিক মহামন্দার প্রভাব আলোচনা করো।
৪) ভিয়েনা সম্মেলনের নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো।
৫) ইংল্যান্ডে কেন প্রথম শিল্পবিপ্লব হয়েছিল?
৬) ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান কী?
৭) টীকা লেখোঃ ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত
৮) তুমি কি মনে করো ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়েছিল?
৯) টীকা লেখোঃ মেটারনিখ ব্যবস্থা
১০) ‘ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’- এই যুক্তিটির যথার্থতা উল্লেখ করো।
১১) ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা লেখো।
১২) জুলাই বিপ্লবের কারণগুলি লেখো।
১৩) জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো।
১৪) টীকা লেখোঃ ভার্সাই চুক্তি
১৫) ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তাবলি লেখো।
প্রশ্নমানঃ ৮
১) ইতালির ঐক্য আন্দোলনের বর্ণনা দাও।
২) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।
৩) বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? অথবা, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি আলোচনা করো।
৪) শিল্পবিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফল আলোচনা করো।
৫) ১৯১৭ খ্রিঃ রুশ বিপ্লবের কারণগুলি লেখো।
৬) মেটারনিখ ব্যবস্থা বলতে কী বোঝ? এই ব্যবস্থার ত্রুটিগুলি কী ছিল?
৭) ১৮৪৮ খ্রিঃ ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো।
নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ
Note life since
শিক্ষালয়ের শিক্ষাজগতে আপনাকে স্বাগত জানাই।