পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার

পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

পথনির্দেশকারী শিক্ষাসংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার : 

১) NCERT -র পুরো কথাটি হল – National Council of Educational Research and Training

২) NCERT প্রতিষ্ঠিত হয় – 1961 সালে

৩) NCERT আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে – 1961 সালের 1 সেপ্টেম্বর

৪) NCERT একটি – স্বয়ংশাসিত সংস্থা

৫) NCERT -র সংগঠন পর্যায়ের সভাপতি হবেন – কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী 

৬) NCERT -র পরিচালক সভার সম্পাদকই হলেন – NCERT-র সম্পাদক

৭) NCERT -র পরিচালক সমিতির সহসভাপতি হবেন – মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উপদেষ্টা

৮) NCERT-র সদর দপ্তর অবস্থিত – নিউ দিল্লি 

৯) NCERT-র সদস্যদের মধ্যে ভারত সরকার মনোনীত সদস্য থাকতে পারেন – 12 জন

১০) NCERT -র পরিচালক সমিতি দ্বারা পরিচালিত হয় – National Institute of Education

১১) NCERT যে’কটি সরকারি সংস্থার একত্রীকরণের মাধ্যমে গঠিত হয়েছিল – 7 টি

১২) NCERT -র যে’কটি উপসমিতির মাধ্যমে NCERT -র সমস্ত কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় – 6 টি

১৩) NCERT -র পরিচালক সমিতি যে ছ-টি উপসমিতির মাধ্যমে কার্যাবলি সম্পাদন করে, তার মধ্যে উল্লেখযোগ্য হল – ব্যবস্থাপক উপসমিতি ও গবেষণামূলক উপসমিতি

১৪) ভারতের যে’কটি শহরে NCERT -র অধীনে কয়েকটি Regional o Institute of Education গঠিত হয়েছে – 5 টি 

১৫) NCERT -র একটি গুরুত্বপূর্ণ কাজ হল – পাঠ্যপুস্তক প্রকাশ করা

১৬) শিক্ষণ-শিখনের ক্ষেত্রে যে বিষয়টির উপর ভিত্তি করে NCERT গবেষণাভিত্তিক কাজ করে – মনোবিজ্ঞান

১৭) যে কোন সংস্থা বিশেষজ্ঞ কমিটির সাহায্যে সারা দেশের মাধ্যমিক শিক্ষার পাঠক্রম রচনা করে, যা বিভিন্ন রাজ্যের প্রাদেশিক সরকার ও বোর্ড মেনে চলে – NCERT

১৮) মাধ্যমিক শিক্ষার পাঠক্রম প্রস্তুত করা ছাড়াও NCERT -র অন্যতম একটি কাজ হল – এমফিল এর কাজ পরিচালনা করা

১৯) বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি যেমন শিক্ষক-শিক্ষণ, অনগ্রসরদের শিক্ষা, নারীশিক্ষা, মূল্যায়ন, শিশু মনোবিজ্ঞান, শিক্ষা প্রশাসন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে যে সংস্থা উৎসাহ দান করে ও গবেষণালব্ধ ফল প্রকাশ করে – NCERT

২০) NCERT দ্বারা প্রকাশিত উল্লেখযোগ্য জার্নাল হল – Journal of Indian Education

২১) জাতীয় মেধা অন্বেষণ, জওহরলাল নেহরু জাতীয় বিজ্ঞান প্রদর্শনী ইত্যাদির আয়োজন করে যে সংস্থা – NCERT

২২) NCERT -র বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজে স্ট্যান্ডিং কমিটি আছে – 3 টি

২৩) যদি কোনো প্রতিষ্ঠান গবেষণামূলক কাজের প্রস্তাব দিয়ে NCERT-র পরিষদের কাছে আবেদন জানায়, তবে তার বিচারবিবেচনা করে বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের যে সাবকমিটি – প্রথম স্ট্যান্ডিং সাবকমিটি

২৪) NCERTর নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাচর্চা ও গবেষণামূলক পরিকল্পনা রচনা করে এবং বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের যে সাবকমিটি তাদের মধ্যে সমন্বয় সাধন করে – দ্বিতীয় স্ট্যান্ডিং সাবকমিটি

২৫) NCERTর বোর্ড অফ এডুকেশনাল স্টাডিজের যে সাবকমিটি বিভিন্ন Extension Service, Field Service 3 Regional Institute of Education গুলির পরিচালনার ব্যাপারে বিভিন্ন দায়িত্ব জিন পালন করে – তৃতীয় স্ট্যান্ডিং সাবকমিটি 

২৬) বিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার ক্ষেত্রে উন্নত ধরনের শিক্ষণপ্রণালী ও শ্রেণিশিক্ষায় মানোন্নয়নের দিকে নজর দেওয়া ছাড়াও এইসকল বিষয়গুলি সম্পর্কে NCERT-র আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল – গবেষণায় উৎসাহ দান

২৭) NCERT বিদ্যালয় শিক্ষার জন্য পাঠক্রম রচনা করেছিল – 1975, 1988, 2000 ও 2014 সালে 

২৮) NCERT শিক্ষক-শিক্ষণের জন্য পাঠক্রম রচনা করেছিল – 1978, 1988 ও 1998 সালে 

২৯) NCERT-র একটি কাজ হল – বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করা

৩০) NCERT স্নাতক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের জন্য Secondary Teacher Education Programme পরিচালনা করেছে – 1 বছরের 

৩১) NCERT দূরাগত শিক্ষার মাধ্যমে Secondary Teacher Education Programme চালু করার কথা বলে – 18 মাস

৩২) NCERT উচ্চস্তরের শিক্ষার ক্ষেত্রে যে বিশেষ ব্যবস্থা করে – বৃত্তিকালীন শিক্ষার ব্যবস্থা

৩৩) জাতীয় স্তরে NCERT ও রাজ্য স্তরে State Institute of Education শিক্ষা গবেষণা ও সাম্প্রতিক কালে বিদ্যালয়ের শিক্ষার মধ্যে যে বিস্তর ফাঁক আছে তা পূরণের দায়িত্ব NCERT-কে নিতে হবে। এই সুপারিশটি করেছিল – 1964 সালের কোঠারি কমিশন 

৩৪) NCERT হবে সর্বভারতীয় চরিত্রের। এর পরিচালক সমিতির সদস্যরা অধিকাংশই হবেন বেসরকারি। এদের মধ্যে অন্তত একজন মাধ্যমিক বিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষক থাকবেন এবং একজন থাকবেন প্রাথমিক শিক্ষা বিশেষজ্ঞ। এই সুপারিশটি করে – কোঠারি কমিশন

৩৫) CBSE পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠক্রম ও পাঠ্যসূচি তৈরির এবং পঠনপাঠন, পরীক্ষণ, পর্যবেক্ষণ ইত্যাদি পরিচালনার দায়িত্বে থাকে – NCERT

৩৬) NCERT-র নিজস্ব প্রতিষ্ঠান National Institute of Education- এর একটি বিভাগ হল – National Institute of Audio-visual Aids

৩৭) NPE-2020 অনুযায়ী বিদ্যালয়ের পাঠক্রম ও পাঠ্যসূচি রচনার দায়িত্ব ছিল – NCERT-এর উপর

৩৮) প্রতিটি SCERT-র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে – NCERT 

৩৯) SCERT-র পুরো কথাটি হল – State Council of Educational Research and Training

৪০) SCERT স্থাপিত হয় – 1988 -র 27 মে

৪১) যার সুপারিশে SCERT গঠিত হয় – জাতীয় শিক্ষানীতি, 1986

৪২) SCERT একটি – স্বয়ংশাসিত সংস্থা

৪৩) কেন্দ্রে যেমন বিদ্যালয় স্তরের দেখাশোনার জন্য NCERT আছে, তেমনই রাজ্য স্তরে আছে – SCERT

৪৪) SCERT-র সদর দপ্তর অবস্থিত – নিউ দিল্লি

৪৫) কোনো কোনো রাজ্যে SCERT যে নামে পরিচিত হয় – State Institution

৪৬) আঞ্চলিক আধিকারিক, জেলা শিক্ষা আধিকারিক, পঞ্চায়েত শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত পরামর্শ দেয় – SCERT

৪৭) বিদ্যালয় শিক্ষা ও সাধারণভাবে জীবনব্যাপী বিধিমুক্ত শিক্ষা এবং বিশেষভাবে শিক্ষক-শিক্ষণের ক্ষেত্রে পরিবর্তনসাধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যে সংস্থার কাজ – SCERT 

৪৮) রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত তত্ত্বাবধায়ক পরিদর্শকমন্ডলীর কার্যকালীন শিক্ষণ ও পুনশিক্ষণের ব্যবস্থা করে SCERT। আর যে স্তরের জন্য SCERT এই ব্যবস্থা করে – প্রাথমিক স্তর

৪৯) SCERT-র একটি অন্যতম কাজ হল – রাজ্যের সকল স্তরের শিক্ষক-শিক্ষণপ্রতিষ্ঠানে সম্প্রসারণ পরিসেবা চালু করা

৫০) রাজ্যের প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষা- প্রতিষ্ঠানের ব্যবহারের উপযোগী পাঠক্রম, পাঠদানের উপকরণ, পাঠ্যপুস্তক প্রভৃতি প্রণয়ন করে – SCERT

৫১) SCERT-র একটি অন্যতম কাজ হল – প্রাথমিক শিক্ষকদের শিক্ষণের শিক্ষার দিকটা নিয়ন্ত্রণ করা

৫২) SCERT-র একটি অন্যতম কাজ হল – রাজ্যের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে শিক্ষক সমিতিগুলির মধ্যে সমন্বয়সাধন করা

৫৩) SCERT মূলত  গঠিত হয়েছে – NCERT -র আদলে 

৫৪) ভারত সরকার বিভিন্ন রাজ্যে State Institute of Education গঠনের পরিকল্পনা গ্রহণ করে – 1963 সালে 

৫৫) State Institute of Education-গুলিকে SCERT-তে পরিণত করার প্রক্রিয়া শুরু হয় – সত্তরের দশকের মাঝামাঝি

৫৬) SCERT -র পরিচালন সমিতির প্রধান হলেন – শিক্ষা মন্ত্রী

৫৭) SCERT-তে যে বিভাগগুলি থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল – শিক্ষা গবেষণা বিভাগ এবং বিজ্ঞান ও গণিত শিক্ষা বিভাগ

৫৮) SCERT-র একটি অন্যতম কাজ হল – DIET-এর সঙ্গে সংযোগরক্ষা করা এবং নির্দেশনা দেওয়া

৫৯) রাজ্য স্তরে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের জন্য হস্তলেখা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন ও বিদ্যালয় পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন শ্রেণির জন্য প্রশ্নপত্র তৈরির ব্যবস্থা করে – SCERT 

৬০)পশ্চিমবঙ্গে SCERT প্রতিষ্ঠিত হয় – 1980 সালে 

৬১) SCERT-র অন্যতম কাজ হল – জেলা ও রাজ্য স্তরে বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান সেমিনারের আয়োজন করা

৬২) রাজ্য স্তরে বিদ্যালয়গুলিতে কম্পিউটার সাক্ষরতাকে জনপ্রিয় করা ও জনসংখ্যা বিষয়ক শিক্ষায় বিদ্যালয় পাঠ্যপুস্তকের পুনর্মূল্যায়ন করা হল – SCERT-র কাজ 

৬৩) SCERT বিদ্যালয়ে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের নিয়ে যা আয়োজনের কথা বলেছে – প্রশিক্ষণ শিবির 

৬৪) পশ্চিমবঙ্গে SCERT-র সদর দপ্তর কোথায় অবস্থিত – কলকাতা

৬৫) প্রাথমিক শিক্ষকদের শিক্ষণের দিকটি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে SCERT প্রতিষ্ঠিত হলেও এগুলির দায়িত্বে রয়েছে মূলত – প্রাথমিক শিক্ষা পর্ষদ

৬৬) পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে জীবনশৈলী শিক্ষার জন্য শিক্ষক-শিক্ষণের ব্যবস্থা করেছে – SCERT 

৬৭) পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে শিক্ষার পাঠক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে- SCERT

৬৮) DIET-এর পুরো কথাটি হল – District institute of Education and Training

৬৯) 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে প্রারম্ভিক শিক্ষার সর্বজনীকরণ এবং বয়স্কশিক্ষাকে গুরুত্ব দিয়ে জেলা স্তরে একটি সংগঠন তৈরির কথা বলা হয়েছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি হয় – DIET 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?