মাধ্যমিক ডেমো বাংলা পরীক্ষা ১

মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে নিয়মিত ব্যবধানে বেশ কয়েকটি মাধ্যমিক ডেমো পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের বাড়িতে বসে নির্দিষ্ট সময়ে পরীক্ষাগুলি প্রদান করলে মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। এই ডেমো পরীক্ষাগুলিতে যে প্রশ্নগুলি প্রদান করা হবে তা তাদের মাধ্যমিক ২০২২ বাংলা পরীক্ষার জন্যও বিশেষ গুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বাড়িতে বসে পরীক্ষা প্রদান করে তাদের লেখা উত্তর ছবি বা PDF আকারে নিম্নের সাবমিট অপশনে জমা করলে, শিক্ষালয়ের পক্ষ থেকে তাদের খাতা পর্যালোচনা করে প্রাপ্ত নম্বর ও উপযুক্ত পরামর্শ প্রদান করা হবে। শিক্ষালয়ের এই প্রচেষ্টা সম্পূর্ণ বিনামূল্যে ও সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। 

Click Here to Submit Your Answers 

মাধ্যমিক ডেমো বাংলা পরীক্ষা ১

সময়ঃ ১ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তর নির্বাচন করোঃ-        ১*৮=৮                                                       

 ১.১) “তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়”- বক্তা হলেন –

       ক) তপনের বাবা খ) তপনের কাকা গ) তপনের মাসি ঘ) তপনের মামা

 ১.২) “জ্ঞানচক্ষু” গল্পটির উৎস হল –

       ক) ক্যাকটাস খ) বকুল কথা গ) ইজ্জত ঘ) কুমকুম

 ১.৩) বল পেনের প্রচলিত নাম হল-

       ক) ডট পেন খ) নিব পেন গ) ঝরনা কলম ঘ) ফাউন্টেন পেন

 ১.৪) চারখন্ড রামায়ন কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ-

       ক) ৫ টাকা খ) ৭ টাকা গ) ৯ টাকা ঘ) ১১ টাকা

 ১.৫) “মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা”- মৃত পাথরের মূর্তিগুলি আসলে-

       ক) ভাস্কর্য খ) ধূসর মরুভূমি গ) চিত্রশিল্প ঘ) মৃতদেহ

 ১.৬) “আমাদের ডান পাশে ধ্বস”- ‘ধ্বস’ যা ইঙ্গিত করে তা হল-

       ক) পথে ধ্বস নামা খ) পায়ের নীচের দূর্বল মাটি গ) সামাজিক অবক্ষয় ঘ) কোনটিই নয়

 ১.৭) এই কথাটাই ভাবছে তপন রাত-দিন।– রেখাঙ্কিত পদটির কারক হল-

       ক) কর্মকারক খ) করণ কারক গ) অধিকরণ কারক ঘ) অপাদান কারক

 ১.৮) আমার বই কোথায়?- নিন্মরেখাঙ্কিত পদটি হল-

       ক)  সমন্ধপদ খ) সম্বোধন পদ গ) অধিকরণ কারক পদ ঘ) কোনটিই নয়

 ২) কমবেশি ২০টি শব্দে প্রতিটি প্রশ্নের উত্তর দাওঃ   ১*৭=৭

  ২.১) স্টাইলাস কী?

  ২.২) “এ মুহূর্তে মরে যাব না কি?”- এই আশঙ্কা কেন?

  ২.৩) ‘অসুখি একজন’ কবিতায় দেবতাদের বর্ণনায় ‘শান্ত হলুদ’ শব্দবন্ধ কোন অর্থ প্রকাশ করে?

  ২.৪) “বুকের রক্ত ছলকে ওঠে তপনের”- বুকের রক্ত ছলকে ওঠার কারণ কী?

  ২.৫) তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও।

  ২.৬) উদাহরণের সাহায্যে ব্যতিহার কর্তা বুঝিয়ে দাও।

  ২.৭) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো।

 ৩) কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ    ৩*২=৬                                                           

   ৩.১) “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের”- কীভাবে তপনের সন্দেহ নিরসন হল?

   অথবা, “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?”- কোন অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে?  

  ৩.২) “যেখানে ছিল শহর”- শহরটির বর্তমান রূপের বর্ণনা দাও।

   অথবা, “আমাদের পথ নেই আর”- কাদের পথ নেই? পথ না থাকার কারণ কী?

  ৪) কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাওঃ    ৫*১=৫

 ৪.১) “সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল আজ?”- তপনের জীবনের সুখের দিন কোনটি? এই সুখের দিনের শেষ পরিণতি কী ঘটেছিল?

   ৪.২) “আমাদের ইতিহাস নেই”- ‘ইতিহাস’ বলতে কী বোঝায়? ইতিহাস না থাকার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?

৫)  কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাওঃ    ৫*১=৫                                      

 ৫.১) “হারিয়ে যাওয়া কালিকলম” প্রবন্ধে লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা উল্লেখ করেছেন তা সংক্ষেপে লেখো।

 ৫.২) “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই”- লেখকেরা কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসারে লেখো।

 ৬) কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাওঃ         ৫*১=৫

 ৬.১) “জুটেছে আবার এক মেয়েমদ্দানি বাপ-মাও কিছু বলে না”- ‘মেয়েমদ্দানি’ কে? মেয়েমদ্দানির আকৃতি ও প্রকৃতি সমন্ধে সংক্ষেপে লেখো।

  ৬.২) “ওদের খোঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়”- কোন প্রসঙ্গে, কে এ কথা বলেছেন? উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন চরিত্রবৈশিষ্ট্যের পরিচয় যায়?

  ৭) চলিত গদ্যে অনুবাদ করোঃ     ৪                                                                

Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love you must give love in return.  

 


দশম শ্রেণির বাংলা বিষয়ের গল্প, কবিতাগুলি থেকে MCQ প্রশ্নের উত্তর সমাধান করতে নিম্নের লিংকে টাচ/ক্লিক করতে হবে

sikkhalaya click here

 

model activity task পঞ্চম থেকে দশম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

class ten history mcq mock test দশম শ্রেণি ইতিহাস MCQ মক টেষ্ট 

class ten geography mcq mock testদশম শ্রেণি ভূগোল MVQ মক টেষ্ট 

madhyamik bengali mcq mock test মাধ্যমিক বাংলা MCQ মক টেষ্ট 

madhyamik bengali suggestion মাধ্যমিক বাংলা সাজেশন 

madhyamik history suggestion মাধ্যমিক ইতিহাস সাজেশন 

madhyamik geography suggestionমাধ্যমিক ভূগোল সাজেশন 

online quiz সকলের জন্য অনলাইন কুইজ 

computer learning & mobile knowledge কম্পিউটার ও মোবাইল সংক্রান্ত জ্ঞান 

hs bengali suggestion উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

শিক্ষালয় ইউটিউব চ্যানেল 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?