সপ্তম শ্রেণি বাংলা (Class Seven Bengali) বিষয়ের পাঠ্য প্রথম কবিতাটি হল “ছন্দে শুধু কান রাখো”। এই কবিতাটি কবি “অজিত দত্ত”-র লেখা “শ্রেষ্ঠ কবিতা” থেকে সংকলিত হয়েছে। তাঁর এই কাব্যগ্রন্থটি ২০০৭ সালে প্রকাশিত হয়েছিল।
বিষয় সংক্ষেপঃ
আলোচ্য কবিতায় কবি বলেছেন যে, আমাদের চারপাশের সকল কিছুই ছন্দে বাঁধা। এই ছন্দ যেনো একপ্রকার পদ্যবন্ধ। প্রকৃতির এই সুমহান সৃষ্টির প্রতিটি কণাতেই যেনো ছন্দ লুকিয়ে আছে বলে কবি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, আমরা যদি সকল প্রকার দ্বন্দ্ব ভুলে কান ও মন দিয়ে শুনি তবে সব কিছুর মধ্যেই আমরা ছন্দ উপলব্দধি করতে পারবো। কিন্তু আমরা যদি ঝগড়া-বিবাদে লিপ্ত থাকি তবে আমাদের পক্ষে কোনো ছন্দ শোনা কখনোই সম্ভব হবে না বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে কবি বিবিধ ছন্দের কথা তুলে ধরেছেন। যেমন- ঝড় বাদল, জোছনা, পাখির কলতান, ঝিঁঝির ডাক, নদীর স্রোত, মোটরের চাকা, রেকগাড়ির চাকা, নৌকা-জাহাজের পাড়ি দেওয়া , ঘড়ির কাটার চলা, দিন-রাতের সংঘটন প্রভৃতি। এই সকল ছন্দ কান ও মন দিয়ে উপলবদ্ধি করতে পারলেই আমাদের জীবন সহজ হয়ে উঠবে এবং আমরা আমাদের জীবনকে পদ্যময় করে তুলতে পারবো।
শব্দার্থঃ
মন্দ= খারাপ , মন= হৃদয়, দ্বন্দ্ব= সংঘাত, জোছনা= চাঁদের আলো, ছন্দহীন= ছন্দ নেই যাতে, ভুবন= পৃথিবী, সংকেত= ইশারা, মজা= আনন্দ, পদ্য= ছন্দবদ্ধ রচনা, পদ্যময়= পদ্য বা কবিতার মতো
কবিতা থেকে কিছু গুরুত্বপুর্ণ প্রশ্নোত্তরঃ
১) “মন্দ কথায় কান দিয়ো না”- মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে?
উত্তরঃ কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে গৃহীত অংশে কবি বলেছেন যে, মন্দ কথা যদি আমাদের মনে বিরূপ মনোভাবের সৃষ্টি করে তবে আমরা ছন্দ শুনতে পারবো না। তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন।
২) “কেউ লেখেনি আর কোথাও”- কোন লেখার কথা বলা হয়েছে?
উত্তরঃ কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে গৃহীত অংশে কবি বলেছেন যে, নদীর স্রোতের ছন্দ যদি আমরা মন দিয়ে উপলব্দধি করি তবে বুঝতে পারবো যে তেমন ছড়া ইতিপূর্বে আর কেউ কখনো লেখেনি।
৩) “চিনবে তারা ভুবনটাকে”- কারা কীভাবে ভুবনটাকে চিনবে?
উত্তরঃ কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে গৃহীত অংশে কবি বলেছেন যে, কান ও মন দিয়ে আমাদের চতুর্দিকের সকল ছন্দ যদি আমরা শুনতে পারি তবে আমরা আমাদের এই ভুবন অর্থাৎ বিশ্বকে প্রকৃত রূপে চিনতে সক্ষম হবো।
৪) “পদ্য লেখা সহজ নয়”- পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?
উত্তরঃ কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে গৃহীত অংশে কবি বলেছেন যে, জীবনের সকল ছন্দ হৃদয় দিয়ে উপলবদ্ধি করতে পারলে আমাদের জীবন পদ্যময় হয়ে উঠবে। আর তখনই আমাদের পক্ষে পদ্য লেখা সহজ হয়ে উঠবে।
৫) “ছন্দ শোনা যায় নাকো”- কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না?
উত্তরঃ কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে গৃহীত অংশে কবি বলেছেন যে, সকল প্রকার দ্বন্দ থেকে নিজেদের বিরত রাখতে না পারলে আমাদের পক্ষে কখনোই কোনো ছন্দ শোনা সম্ভব হবে না।
অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি, ২০২২ এর প্রশ্নের উত্তরঃ
১) ঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ ১*৩=৩
১.১) ছন্দে বাঁধা- খ) রাত্রি-দিন
১.২) জীবন হবে- ঘ) পদ্যময়
১.৩) ‘দিন দুপুরে_____ ডাকে’- খ) পাখির
বাকি অংশ দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে
সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত পাঠ্য অংশগুলি থেকে মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক করতে হবেঃ
I am ag7
Welcome 😀