সমাস থেকে প্রশ্নের উত্তর ।। মাধ্যমিক বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ‘সমাস থেকে প্রশ্নের উত্তর ।। মাধ্যমিক বাংলা ব্যাকরণ’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ‘সমাস থেকে প্রশ্নের উত্তর ।। মাধ্যমিক বাংলা ব্যাকরণ’ সমাধান করে বিশেষভাবে উপকৃত হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
সমাস থেকে প্রশ্নের উত্তর ।। মাধ্যমিক বাংলা ব্যাকরণঃ
১) সমাস শব্দের অর্থ হল- সংক্ষেপ
২) যে সমাসে সমস্যমান পদগুলির প্রত্যেকটিরই অর্থ প্রাধান্য থাকে- দ্বন্দ্ব সমাস
৩) কালসর্প যে সমাসের উদাহরণ- অবিগ্রহ নিত্য সমাস
৪) ‘বহুব্রীহি’ শব্দের অর্থ- অনেক ধান যার
৫) দ্বন্দ্ব শব্দের অর্থ- মিলন
৬) দ্বিগু শব্দের অর্থ- দুটি গরুর বিনিময়ে ক্রীত
৭) দ্বিগু সমাসের পূর্বপদটি হল- সংখ্যাবাচক
৮) ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ- বিস্তার
৯) উপপদ তৎপুরুষ সমাসে পূর্বপদটি হয়- বিশেষ্য
১০) ‘দুর্ভিক্ষ’ এর ব্যাসবাক্য হবে- ভিক্ষার অভাব
১১) ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে- সামীপ্য অর্থে
১২) যে সমাসে পূর্বপদের বিভক্তি ও অনুসর্গ লোপ পায়- তৎপুরুষ সমাস
১৩) পরপদ প্রদান হয় যে সমাসে- তৎপুরুষ
১৪) যে সমাসে সমস্যমান পদ দুটির উভয়পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়- কর্মধারয়
১৫) ‘আমরা’ হল- একশেষ দ্বন্দ্বের উদাহরণ
১৬) ব্যাসবাক্যের অপর নাম- বিগ্রহবাক্য
১৭) ‘রক্তদান শিবির’ হল- বাক্যাশ্রয়ী সমাস
১৮) ‘জয়ধ্বনি’ এর ব্যাসবাক্য হবে- জয়সূচক ধ্বনি
১৯) পূর্বপদ ও পরপদের পরিবর্তে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পায়- বহুব্রীহি সমাসে
২০) ‘তেপান্তর’ হল- দ্বিগু সমাস
শিক্ষার্থীদের অনুশীলনের জন্য কিছু MCQ প্রশ্নের MOCK TEST লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-
কারক ও অকারক থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবেঃ
♦ কারক ও অকারক MCQ MOCK TEST 1
♦ কারক ও অকারক MCQ MOCK TEST 2
♦ কারক ও অকারক MCQ MOCK TEST 3
কারক ও অকারক সম্পর্কে বিষদ আলোচনা দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ