sikkhar sarkas

শিক্ষার সার্কাস (ছোট প্রশ্ন)

1)   শিক্ষার সার্কাস কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে?

2)   আইয়াপ্পা পানিকর কোন ভাষার কবি?

3)   শিক্ষার সার্কাস কবিতাটির অনুবাদকের নাম কী?

4)   “তুমি যদি সবগুলো শ্রেণি পাস করো”- এখানে ‘সবগুলো শ্রেণি’ বলতে কী বোঝানো হয়েছে ?

5)   শিক্ষার সার্কাস কবিতায় সব শ্রেণির শেষ কোথায়?

6)   শিক্ষার সার্কাস কবিতায় ব্যবহৃত ‘তুমি’ আর ‘আমি’ কে?

7)   সব শিক্ষা বলতে কবি কী বুঝিয়েছেন ?

8)   ‘তবু পরের শ্রেণিতে’ বলতে কীসের কথা বলা হয়েছে ?

9)   ‘জ্ঞান কোথায় গেল?’- এই প্রশ্নের উত্তরে কবি কী বলেছেন?

10)  ‘সে যেখানে গেছে’- এখানে ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে?

11)  বর্তমান শিক্ষায় জ্ঞানকে ‘ধোঁকা’ বলা হয়েছে কেন?

12)  শিক্ষার সার্কাস কবিতাটি কী ধরণের কবিতা?

 

 

sikkhar sarkas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page