কারক ও বিভক্তি নির্ণয়

কারক ও বিভক্তি নির্ণয়

সপ্তম, অষ্টম ও দশম শ্রেণির বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল কারক। শিক্ষার্থীরা যত বেশি কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলন করবে ততোই তাদের কারক নির্ণয়ের দক্ষতা বৃদ্ধি পাবে। আর এই লক্ষ্যে শিক্ষালয়ের পক্ষ থেকে ইতিপূর্বেও কিছু MCQ মক টেষ্ট প্রদান করা হয়েছে, যেগুলি শিক্ষার্থীরা ওয়েবসাইটের মক টেষ্ট বিভাগে পেয়ে যাবে। 

আজকে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য এখানে আরো বেশ কিছু কারক ও বিভক্তি নির্ণয়ের জন্য বাক্য প্রদান করা হলোঃ 

 

১) আমাকে কলমটি দাও। 

২) তুমি ওদিকে গিয়ে বসো।

৩) রমেন আজ বিদ্যালয়ে যায় নি। 

৪) ছাগলে কিনা খায়।

৫) আমরা কলম দিয়ে লিখি।

৬) সে বাংলাদেশ ঘুরে এলো।

৭) শিকারী বিড়াল গোঁফে চেনা যায়।

৮) সকাল থেকে বৃষ্টি পড়ছে।

৯) আমার মামার বাড়ি কলকাতায়

১০) তপন, এদিকে এসো। 

১১) গাছ থেকে একটা আম পড়লো। 

১২) সাত্যকি ব্যানার্জির গান আমি শুনেছি।

১৩) অনুপম স্যার শিক্ষার্থীদের বাংলা পড়ান। 

১৪) শিক্ষালয় ওয়েবসাইটে শিক্ষার্থীদের বাংলা বিষয়ে সুবিধা প্রদান করা হয়। 

১৫) মায়ের দেওয়া মোটা কাপড়। 

১৬) ছেলেরা ফুটবল খেলছে।

১৭) ও হে শ্যাম, বাড়ি আছো? 

১৮) সে অংকে কাঁচা। 

১৯) তিন্নি আমের আচার খেতে ভালোবাসে। 

২০) মন দিয়ে পড়াশোনা করো। 

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর

You cannot copy content of this page

Need Help?