কারক ও বিভক্তি নির্ণয়

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ থেকে কারক ও বিভক্তি নির্ণয় প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলন করলে এবং ইতিপূর্বে শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা কারক সম্পর্কিত বিবিধ আলোচনাগুলি পাঠ করলে কারক ও বিভক্তি খুব সহজেই নির্ণয় করতে সমর্থ হবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

কারক ও বিভক্তি MCQ প্রশ্নের উত্তরঃ 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 

১) তির্যক বিভক্তি হল- একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি

২) দারোগার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়।- নিম্নরেখ অংশটি হল- ব্যতিহার কর্তা 

৩) খানি, খানা এগুলি হল- নির্দেশক

৪) তির্যক বিভক্তির উদাহরণ-

৫) শুধালেম জনে-জনে। – নিম্নরেখ পদটি হল- কর্মের বীপ্সা

৬) কী বাঁধনে বাঁধলে আমায়।- উদাহরণটি হল- হেতুময় করণ

৭) একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয়- সমধাতুজ কর্ম

৮) দিয়া, দ্বারা, কর্তৃক অব্যয়গুলি হল- শব্দজাত অনুসর্গ

৯) কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয়- প্রযোজ্য কর্তা

১০) বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয়- গৌণ কর্ম

১১) বিভক্তি- সর্বদা শব্দের শেষে যুক্ত হয়

১২) আমার বইটা আমায় ফেরত দাও। বাক্যে অ-কারকটি হল- আমার

১৩) হে পিতৃব্য, তব ইচ্ছি মরিবারে।- নিম্নরেখ পদটি হল- সম্বোধন পদ 

১৪) ওরে, আগুন লেগেছে বনে বনে।- লাইনটিতে অ-কারক হল- ওরে

১৫) অনুসর্গের অপর নাম হল- পরসর্গ

 

কারক ও বিভক্তি নির্ণয়ঃ

খ) নিম্নরেখ পদগুলির কারক ও অ-কারক ও বিভক্তি নির্ণয় করোঃ  

১) কি হে গিরিশ, আমাকে চিনতে পারো?- সম্বোধন পদে শূন্য বিভক্তি

২) ঘুচাবো ও অপবাদ বধি রিপুকুলে। – কর্মকারকে শূন্য বিভক্তি

৩) সেসব বই নাকি ছাপা হয়।- কর্ম কারকে শূন্য বিভক্তি

৪) ঘাস জন্মালো রাস্তায়।- কর্তৃকারকে শূন্য বিভক্তি

৫) আয় আরো হাতে হাত রাখি।- অধিকরকে এ বিভক্তি

৬) বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়।- করণ কারকে য় বিভক্তি

৭) কালি কলম মন, লেখে তিনজন ।- কর্তৃকারকে শূন্য বিভক্তি

৮) কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে। – কর্তৃকারকে শূন্য বিভক্তি

৯) হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে।- কর্মকারকে শূন্য বিভক্তি

১০) তোমাদের কাছে আমি লজ্জিত।- সম্মন্ধ পদে শূন্য বিভক্তি 

১১) প্রণমিয়া ধাত্রীর চরণে।- সম্বন্ধ পদে র বিভক্তি 

১২) হায় বিধি বাম মম প্রতি।- কর্তৃ কারকে শূন্য বিভক্তি

১৩) নদের চাঁদ গর্ব অনুভব করে।- কর্ম কারকে শূন্য বিভক্তি

১৪) জ্বলে গেল আগুনে।- করণ কারকে এ বিভক্তি

১৫) তারা আর স্বপ্ন দেখতে পারলো না।- কর্ম কারকে শূন্য বিভক্তি

কারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনার লিঙ্কসমূহঃ

১) বিভক্তি ও তার শ্রেণিবিভাগ 

২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য 

৩) কারক ও অকারক পদ 

৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ 

৫) কর্মকারক ও তার শ্রেণিবিভাগ 

৬) করণকারক ও তার শ্রেণিবিভাগ

৭) নিমিত্ত কারক

৮) অপাদান কারক 

৯) অধিকরণ কারক 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?