কারক ও বিভক্তি নির্ণয়

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ থেকে কারক ও বিভক্তি নির্ণয় প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কারক ও বিভক্তি নির্ণয় অনুশীলন করলে এবং ইতিপূর্বে শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা কারক সম্পর্কিত বিবিধ আলোচনাগুলি পাঠ করলে কারক ও বিভক্তি খুব সহজেই নির্ণয় করতে সমর্থ হবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

কারক ও বিভক্তি MCQ প্রশ্নের উত্তরঃ 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 

১) তির্যক বিভক্তি হল- একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি

২) দারোগার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়।- নিম্নরেখ অংশটি হল- ব্যতিহার কর্তা 

৩) খানি, খানা এগুলি হল- নির্দেশক

৪) তির্যক বিভক্তির উদাহরণ-

৫) শুধালেম জনে-জনে। – নিম্নরেখ পদটি হল- কর্মের বীপ্সা

৬) কী বাঁধনে বাঁধলে আমায়।- উদাহরণটি হল- হেতুময় করণ

৭) একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয়- সমধাতুজ কর্ম

৮) দিয়া, দ্বারা, কর্তৃক অব্যয়গুলি হল- শব্দজাত অনুসর্গ

৯) কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয়- প্রযোজ্য কর্তা

১০) বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয়- গৌণ কর্ম

১১) বিভক্তি- সর্বদা শব্দের শেষে যুক্ত হয়

১২) আমার বইটা আমায় ফেরত দাও। বাক্যে অ-কারকটি হল- আমার

১৩) হে পিতৃব্য, তব ইচ্ছি মরিবারে।- নিম্নরেখ পদটি হল- সম্বোধন পদ 

১৪) ওরে, আগুন লেগেছে বনে বনে।- লাইনটিতে অ-কারক হল- ওরে

১৫) অনুসর্গের অপর নাম হল- পরসর্গ

 

কারক ও বিভক্তি নির্ণয়ঃ

খ) নিম্নরেখ পদগুলির কারক ও অ-কারক ও বিভক্তি নির্ণয় করোঃ  

১) কি হে গিরিশ, আমাকে চিনতে পারো?- সম্বোধন পদে শূন্য বিভক্তি

২) ঘুচাবো ও অপবাদ বধি রিপুকুলে। – কর্মকারকে শূন্য বিভক্তি

৩) সেসব বই নাকি ছাপা হয়।- কর্ম কারকে শূন্য বিভক্তি

৪) ঘাস জন্মালো রাস্তায়।- কর্তৃকারকে শূন্য বিভক্তি

৫) আয় আরো হাতে হাত রাখি।- অধিকরকে এ বিভক্তি

৬) বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়।- করণ কারকে য় বিভক্তি

৭) কালি কলম মন, লেখে তিনজন ।- কর্তৃকারকে শূন্য বিভক্তি

৮) কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে। – কর্তৃকারকে শূন্য বিভক্তি

৯) হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে।- কর্মকারকে শূন্য বিভক্তি

১০) তোমাদের কাছে আমি লজ্জিত।- সম্মন্ধ পদে শূন্য বিভক্তি 

১১) প্রণমিয়া ধাত্রীর চরণে।- সম্বন্ধ পদে র বিভক্তি 

১২) হায় বিধি বাম মম প্রতি।- কর্তৃ কারকে শূন্য বিভক্তি

১৩) নদের চাঁদ গর্ব অনুভব করে।- কর্ম কারকে শূন্য বিভক্তি

১৪) জ্বলে গেল আগুনে।- করণ কারকে এ বিভক্তি

১৫) তারা আর স্বপ্ন দেখতে পারলো না।- কর্ম কারকে শূন্য বিভক্তি

কারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনার লিঙ্কসমূহঃ

১) বিভক্তি ও তার শ্রেণিবিভাগ 

২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য 

৩) কারক ও অকারক পদ 

৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ 

৫) কর্মকারক ও তার শ্রেণিবিভাগ 

৬) করণকারক ও তার শ্রেণিবিভাগ

৭) নিমিত্ত কারক

৮) অপাদান কারক 

৯) অধিকরণ কারক 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

You cannot copy content of this page

Need Help?