বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর পাঠ করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তরঃ
১) বাংলা ভাষায় প্রথম শিল্প সম্মত উপন্যাস রচনার কৃতিত্ব- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি- সাহিত্য সম্রাট
৩) কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে দেখতে পান- মার্জারকে
৪) কমলাকান্ত যাকে ‘মার্জার সুন্দরী’ বলেছেন- বিড়ালকে
৫) বিড়াল অতি মধুর স্বরে ‘মেও’ বলেছে- পরিতৃপ্ত হওয়ার কারণে
৬) প্রসন্ন যে গাভীর দুধ দোহন করেছিল তার নাম- মঙ্গলা
৭) মনুষ্যকূলে কুলাঙ্গার হতে চান না- কমলাকান্ত
৮) সন্তু সারাদিন না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা মেটাতে যা করে- হোটেল থেকে খাবার চুরি
৯) সন্তুর সঙ্গে ‘বিড়াল’ রচনায় মিল আছে- বিড়ালের
১০) ‘সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে’- এখানে ‘তোমরা’ হল- মানুষরা
১১) কমলাকান্ত যা পেয়ে মার্জারের সকল বন্তব্য বুঝতে পারলেন- ক্ষুৎপিপাসা
১২) ‘বিড়াল’ রচনায় শিরোমণি বলতে বোঝানো হয়েছে- সমাজের প্রধান ব্যক্তিকে
১৩) সমাজের ধনবৃদ্ধির অর্থ- ধনীদের ধন বৃদ্ধি
১৪) জলযোগ হল- হালকা খাবার
১৫) যে সমাজে বনেদি বা অভিজাত ব্যক্তিকে ডিউক বলা হতো- ইউরোপীয় সমাজে
১৬) ‘বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন গন্তীরভাবে উপদেশ প্রদান করবে’ কমলাকান্তের এই উক্তিটি- আত্মরক্ষামলক ও শ্লেষাত্মক
১৭) বিড়ালটিকে কমলাকান্ত্র বলেছে- পতিত আত্মা
১৮) দরিদ্রকে চুরি করতে বাধ্য করে- কৃপণরা
১৯) যারা ধন সঞ্জয় করে রাখে- কৃপণরা
২০) বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্টি দেখে ভয় পায় নি, কারণ- সে কমলাকান্ত সম্পর্কে জানত
২১) ‘অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’- এখানে ‘পুরুষের ন্যায় আচরণ’ বলতে বোঝানো হয়েছে- ক্রোধে গর্জে ওঠা
২২) প্রবন্ধে যিনি শয়ন গৃহে ছিলেন- কমলাকান্ত
২৩) কমলাকান্ত চারপায়ীর উপর বসে হুকা হাতে- ঝিমাচ্ছিল
২৪) দেয়ালের উপর যার ছায়া প্রেতবৎ নাচছিল- ক্ষুদ্র আলোর
২৫) কমলাকান্ত যার উপর ঝিমাচ্ছিলেন- চারপায়ীর
২৬) দুগ্ধ রেখে গিয়েছিল- প্রসন্ন
২৭) দুধের মালিক হল- মঙ্গলা
২৮) মঙ্গলা হল- একটি গাভী
২৯) কমলাকান্ত যা হাতে বিড়ালের দিকে তেড়ে গিয়েছিল- ভাঙা লাঠি
৩০) ‘বিড়াল’ যাদের প্রতিনিধি- ক্ষুধিতদের
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করো (Part 1)
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করো (Part 2)
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা বিড়াল প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করো (Part 3)
বিড়াল প্রবন্ধের পড়ার প্রস্তুতি যাচাই করতে নিম্নের MCQ TEST -টি প্রদান করো
নিম্নের নোটগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ২
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
…….. এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে শিক্ষালয় ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে হবে। আর শিক্ষালয় ওয়েবসাইটের সকল আপডেট পেতে নিয়মিত ভিজিট করতে হবে শিক্ষালয় ওয়েবসাইট।
বিড়াল প্রবন্ধের আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ