উচ্চমাধ্যমিক বাংলা ছোটপ্রশ্ন

Higher Secondary Bengali Short Questions 

উচ্চমাধ্যমিক বাংলা ছোটপ্রশ্ন

উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অনুশীলনের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাড়িতে বসে এই প্রশ্নগুলির উত্তর সমাধান করতে পারবে। 

 

১) ‘ল্যাড’ কথার অর্থ কী?

২) ‘আমার চোখে জল’- কার চোখে কেন জল?

৩) ‘মাতালের এই হচ্ছে বিপদ’- মাতালের বিপদ কী?

৪) ‘এ বড়ো জখমি লভ সিন’- কেনো একথা বলা হয়েছে?

৫) ‘সেই কবিতায় জাগে’- কী জাগে?

৬) নূন্যতম শব্দজোড় বলতে কী বোঝো?

৭) শ্বাসাঘাত কাকে বলে?

৮) সুরতরঙ্গ বলতে কী বোঝো?

৯) ভাষাবিজ্ঞানের কাজ কী?

১০) ক্লিপিংস কী?

১১) ‘এখন যার নাম পাঞ্জাসাহেব’- জায়গাটি কোথায় অবস্থিত?

১২) ‘তোমার চোখে জল, কেন বল তো?’- কার চোখে কেন জল?

১৩) রেজিষ্টার কী?

১৪) খন্ডধ্বনির অপর নাম কী?

১৫) ‘এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে?’- বিঘ্নটা কী ছিল?

১৬) ক্রিয়াজোট কী?

১৭) ‘গলদের নিপাত করেছিল সিজার’- গল কারা?

১৮) উড়ে দেশের যাত্রায় শম্ভু মিত্র কী দেখেছিলেন?

১৯) সরল্বাক্যের উদ্দেশ্য ও বিধেয় সংখ্যা কত?

২০) ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কী কী?

২১) ‘এই তো জীবনের সত্য কালীনাথ’- জীবনের সত্য কী?

২২) ‘সে-ই কবিতায় জাগে’- কবিতায় কী জাগে?

২৩) রাঢ় বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝায়?

২৪) সন্ধ্যক্ষর কাকে বলে?

২৫) কম্পিটেন্স কী?

২৬) কালীনাথ সেনের বয় কত ছিল?

২৭) দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে?

২৮) ‘ভারি তেজি দেখছি’- কার সম্পর্কে একথা বলা হয়েছে?

২৯) ‘গুরু গভীর সমস্যায় পড়লেন’- সমস্যাটি কী?

৩০) ‘বুদ্ধিটা কী করে এল তা বলি’- কোন বুদ্ধির কথা বলা হয়েছে?

৩১) ‘ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে কী বোঝানো হয়েছে? 

৩২) ‘শহরের অসুখ’ কী?

৩৩) অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো?

৩৪) পারফম্যান্স কী?

৩৫) ‘Dictionary’ শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 

৩৬) ‘স্বচক্ষে দেখেছি’- বক্তা স্বচক্ষে কী দেখেছেন? 

৩৭) ‘অলস সূর্য দেয় এঁকে’- সূর্যকে অলস বলার কারণ কী?

৩৮) ‘সে এট্টা কথা বটে’- কথাটি কী?

৩৯) বর্গান্তর কী?

৪০) ‘লাঙ’ ও ‘পারল’ সম্পর্কে কোন ভাষাবিজ্ঞানী আলোচনা করেছেন? 

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
sikkhalaya youtube
শিক্ষালয় ইউটিউব চ্যানেল

You cannot copy content of this page

Need Help?