উচ্চমাধ্যমিক বাংলা ছোটপ্রশ্ন ও উত্তর

উচ্চমাধ্যমিক বাংলা ছোটপ্রশ্ন ও উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের জন্য উচ্চমাধ্যমিক বাংলা ছোটপ্রশ্ন ও উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই উচ্চমাধ্যমিক বাংলা ছোটপ্রশ্ন ও উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক ২০২৫ সালের বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

উচ্চমাধ্যমিক বাংলা ছোটপ্রশ্ন ও উত্তরঃ 

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ   

(i) “নির্ঘাত মরে গেছে বুড়িটা”- কথাটি বলেছিল- জগা

(ii) বাসিনী লুকিয়ে উচ্ছবকে যা খেতে দিয়েছিল- ছাতু

(iii) গ্রুয়েল কথাটির অর্থ হল- ভাতের ফ্যান

(iv) ‘বৃষ্টিতে তা হল ধারালো’- এখানে ধারালো হয়ে উঠেছে- রাঢ় বঙ্গের শীত

(v) ‘এ হল ভগবানের মার।’- একথা বলেছিল- সতীশ মিস্ত্রি

(vi) ‘জেগে উঠিলাম’- এখানে জেগে ওঠা বলতে কবি বুঝিয়েছেন- চেতনার পরিপূর্ণতা

(vii) ‘একটা অদ্ভুত শব্দ’- এই শব্দটি হল- বন্দুকের গুলি

(viii) ‘অলস সূর্য’- কবি সূর্যের সামনে ‘অলস’ বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ- অস্তগামী সূর্য বোঝাতে

(ix) কবি বহুদিন যেতে পারেননি- জঙ্গলে

(x) ‘জীবনকে উপলব্ধি করা যাবে না’- কোথায় ?- ঘরের মধ্যে

(xi) ‘নানা রঙের দিন’ নাটকে চরিত্র আছে- দুটি

(xii) কাবুকি থিয়েটার যে দেশের- জাপান

(xiii) ‘আমি একদম একা- একেবারে নিঃসঙ্গ’ বক্তা- রজনীকান্ত চট্টোপাধ্যায়

(xiv) “Life’s but a walking shadow, a poor player” -সংলাপটি যে নাটকের- ম্যাকবেথ

(xv) ‘বিভাব’ নাটকে তুলসী লাহিড়ীর যে নাটকের উল্লেখ আছে- পথিক

(xvi) ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে- ঝুলন্ত উদ্যান

(xvii) হাসান আব্দালের বর্তমান নাম- পাঞ্জা সাহেব

(xviii) প্রথম সবাক বাংলা সিনেমাটি হল- জামাইষষ্ঠী

(xix) বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন- সারদারঞ্জন রায়চৌধুরী

(xx) যে বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন- পিকাসো

(xxi) অনুসর্গের অপর নাম- পরসর্গ

(xxii) একই পদ পাশাপাশি দু-বার বসার প্রক্রিয়াকে বলে- পদদ্বৈত

 

২) অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ  

(i) ‘এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল’- কে, কী শুনে আর পড়ে এসেছে?

উঃ ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের নায়ক মৃত্যুঞ্জয় এতদিন খবরের কাগজে পড়েছে আর শুনে এসেছে যে দুর্ভিক্ষে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। কিন্তু আজ সে তা চাক্ষুষও করল। 

 

(ii) ‘আরবি মন্ত্র পড়ছে ওরা’ – ওরা কারা? ওরা কখন আরবি মন্ত্র পড়ছিল? 

উঃ ‘ভারতবর্ষ’ গল্পে মৃতকল্প বুড়ির চ্যাংদোলা সহ মড়াটা মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে নিয়ে আসছিল। 

 

(iii) ‘নিস্পন্দ নিরপরাধ ঘুম।’ – ঘুমকে ‘নিরপরাধ’ বলা হয়েছে কেন? 

উঃ শহুরে নাগরিক সভ্যতার উল্লাস ও আয়োজনে বনভূমির মাঝে ভোরের আলোর মতো পবিত্র হরিণটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিরপরাধ হরিণটি চিরনিদ্রায় নিথর হয়। তাই নিঃসাড় হরিণের মৃত্যুকে নিরপরাধ বলে কবি উল্লেখ করেছেন।

 

(iv) ‘সত্য যে কঠিন’ বলার কারণ কী? 

উঃ জীবন সায়াহ্নে উপনীত কবির মনে প্রত্যয় জন্মেছে জীবনের সংগ্রামই হল সত্যসাপেক্ষ ত্যাগ তিতিক্ষা। স্বভাবতই সত্য এখানে কঠিন রূপে প্রতিভাত হয়। 

 

(v) ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।’ – কী ভাবে? 

উঃ ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি সমর সেন বিভিন্ন চিত্রকল্পের প্রয়োগে সাঁওতাল পরগনার নিসর্গ প্রকৃতিকে জীবন্ত রূপ প্রদান করেছেন। কবির প্রাণবন্ত ভাষায়, এই দূর সমুদ্র রাত্রির নির্জন নিঃসঙ্গতার বুকে আলোড়ন সৃষ্টি করে। 

 

(vi) ‘সবুজের অনটন ঘটে’ – কোথায়, কেন সবুজের অনটন ঘটে? 

উঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের ক্রমবর্ধমান মানুষজনের চাপ, শহুরে সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে, যান্ত্রিক সভ্যতার অগ্রসরমানতায় শহরের বৃক্ষ উপেক্ষিত ও উৎপাঠিত। তাই শহরে সবুজের অনটন ঘটে।

 

(vii) ‘এই যে পুলিশ আসছে। লাগল ঝঞ্ঝাট’- পুলিশ আসছিল কেন? 

উঃ অন্নবস্ত্রের দাবি আদায়কারী শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল।

 

অথবা, ‘এই তো জীবনের সত্য কালীনাথ’ – সত্যটি কী? 

উঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে অভিনেতা রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না। এটাই হল জীবনের সত্য।

 

(viii) ‘বিভাব’ নাটকের নেপথ্যে কোন্ গানটি শোনা গিয়েছিল?

উঃ ‘বিভাব’ নাটকের নেপথ্যে ‘মালতী লতা দোলে’ গানটি শোনা গিয়েছিল।

 

অথবা, ‘নানা রঙের দিন’ নাটকটি কোন্ বিদেশি নাটকের ছায়ায় রচিত?

উঃ ‘নানা রঙের দিন’ নাটকটি রুশ নাট্যকার আন্তন চেকভের – দ্য সোয়ান সং নাটকের অনুপ্রেরণায় রচিত।

 

(ix) ‘কত সব খবর’ – খবরটি কী?

উঃ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বলা হয়েছে ইতিহাসের পাতায় সর্বত্র প্রকাশিত হয় দিগ্বিজয়ী সম্রাট ও বীরদের বিজয় গৌরবের কাহিনী। অথচ দেশ-সমাজ-প্রগতি-সভ্যতা গড়ে তোলে শ্রমজীবী মানুষ। কিন্তু সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা ইতিহাসে চিরকাল অবহেলিত, অনাদৃত ও অনুল্লেখিত থেকে যায়। আর তাই কবিতায় এই খবরের কথাই বলা হয়েছে। 

 

অথবা, ‘…মার সঙ্গে তর্ক শুরু করি’ – কোন্ বিষয় নিয়ে তর্ক? 

উঃ কর্তার সিং দুগ্গালের লেখা ‘অলৌকিক’ গল্পে গল্পকথকের মনে হয়েছে পাঞ্জা সাহেবে পাথরের গায়ে হাতের ছাপটি আসলে খোদাই করা। এছাড়া গুরু নানকের হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার ঘটনাটা তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি। আর এই বিষয় নিয়েই তার মায়ের সাথে তর্ক বেঁধেছিল। 

 

(x) ধ্বনিমূল বলতে কী বোঝায়? 

উঃ কোন ভাষার প্রতিটি ধ্বনিকেই বলা হয় ধ্বনিমূল। প্রতিটি ধ্বনিমূলের এই প্রতিবেশ অনুযায়ী উচ্চারণ বৈচিত্র‍্য দেখা যায়। 

 

(xi) সঞ্জননী ব্যাকরণ কে প্রচলন করেন? 

উঃ সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন নোয়াম চমস্কি।

 

(xii) শব্দার্থতত্ত্বের দুটি শাখার নাম লেখো।

উঃ শব্দার্থতত্ত্বের শাখাগুলি হল- 

১। শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব

২। সত্যসাপেক্ষ তত্ত্ব

৩। বিষয়মূলক তত্ত্ব 

 

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?