ভাষাবিজ্ঞান থেকে অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক দিতে চলা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণি বাংলা ভাষাবিজ্ঞান থেকে অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ভাষাবিজ্ঞান থেকে অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে () টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ভাষাবিজ্ঞান থেকে অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্নের উত্তর :
১) LAD কী ?
উঃ নোয়ান চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে, যার নাম Language Acquisition Device। মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উসকে দেওয়াই এর কাজ। সংক্ষেপে একে বলে – LAD।
২) LAS কী ?
উঃ মানুষের মাথায় যে ভাষা শেখার প্রক্রিয়া ঘটে থাকে, সেটি হলো Language Acquisition System, যাকে সংক্ষেপে বলে LAS.
৩) ‘থিসরাস’ কাকে বলে ? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও।
উঃ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ সম্পর্কযুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়।
একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।
৪) থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
উঃ থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার।
৫) সংস্কৃত ভাষায় রচিত একটি থিসরাসের নাম লেখো।
উঃ সংস্কৃত ভাষায় রচিত একটি থিসরাস হল অমরকোষ।
৬) একজন দেশি থিসরাস প্রণেতার নাম লেখো।
উঃ একজন দেশি থিসরাস প্রণেতা হলেন অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।
৭) একজন বিদেশি থিসরাস প্রণেতার নাম লেখো।
উঃ একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন পিটার মার্ক রজেট।
৮) রেজিস্টার কী ?
উঃ উপলক্ষ্য অনুযায়ী সমাজ ভাষাবিজ্ঞানে ভাষা ও উপভাষার যে বদল হয় তাকে রেজিস্টার বলে।
৯) শৈলীবিজ্ঞান কাকে বলে ?
উঃ শৈলীবিজ্ঞান হল ভাষাবিজ্ঞানের সেই অংশ, যেখানে ভাষা ব্যবহারের রূপ-রীতি ও স্টাইলের ব্যাখ্যা ও পর্যালোচনা করা হয়।
১০) একভাষিক অভিধান কাকে বলে ?
উঃ যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় একভাষিক অভিধান।
যেমন – বাংলা থেকে বাংলা, রাজশেখর বসুর ‘চলন্তিকা’।
১১) দ্বিভাষিক অভিধান কাকে বলে ?
উঃ যে অভিধানে এক ভাষার শব্দকে সর্বদাই অন্য আরেক ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান বলে।
যেমন – সংসদ ইংরাজি-বাংলা অভিধান।
১২) পারোল কী ?
উঃ লাঙ্ সংবিধিকে মান্য করে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসের স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াই হলো পারোল।
১৩) লাঙ্ কী ?
উঃ ভাষার নানান উপাদান এবং তার পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে সোস্যুর লাঙ্ বলেছেন।
১৪) কে, কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন ?
উঃ স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৬ খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন।
১৫) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী?
উঃ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় চারটি। যথা – ক) ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব খ) রূপ তত্ত্ব গ) বাক্য তত্ত্ব ঘ) শব্দার্থ তত্ত্ব
১৬) অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হলেন সংস্কৃত বৈয়াকরণিক পানিনি।
১৭) “Style is the man himself” উক্তিটি কার ?
উঃ মন্তব্যটির বক্তা হলেন বুঁফো।
১৮) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে ?
উঃ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে।
১৯) কোড-বদল কী ?
উঃ কোন ব্যক্তি বিশেষ উপভাষার বিশেষ রীতি ব্যবহার করেন তাকে কোড বলে। সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তার সেই প্রক্রিয়াটিকে বলে কোড-বদল।
২০) ভারতে অভিধান রচনার সূত্রপাত কে করেন ?
উঃ ভাষাবিজ্ঞানী জাক্স অভিধান রচনার সূত্রপাত করেন ‘নিরুক্ত’ গ্রন্থের মধ্য দিয়ে।
২১) ‘Dictionary’ শব্দটি কবে, কোথায় প্রথম পাওয়া যায় ?
উঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে।
২২) স্যার উইলিয়াম জোন্স কোন কোন ভাষাগুলির মধ্যে সাদৃশ্য খুঁজে পান ?
উঃ উইলিয়াম জোন্স সংস্কৃত, লাতিন, গ্রিক ও ফরাসি ভাষাগুলির মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন।
২৩) সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও।
উঃ ভাষা সমাজে কীভাবে কাজ করে এবং সমাজ ভাষার উপর কীভাবে প্রভাব বিস্তার করে, তা যে শাস্ত্র আলোচনা করে; তা-ই হলো সমাজভাষাবিজ্ঞান।
২৪) আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ
- কে বাঁচায়, কে বাঁচে
- ভাত
- ভারতবর্ষ
- রূপনারানের কূলে
- শিকার
- মহুয়ার দেশ
- আমি দেখি
- ক্রন্দনরতা জননীর পাশে
- বিভাব
- নানা রঙের দিন
- পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
- অলৌকিক
- আমার বাংলা
- শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
- ভাষাবিজ্ঞান
- প্রবন্ধ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ