উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র ২০২৫ । Higher Secondary Bengali Model Question Paper 2025

উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র ২০২৫ । Higher Secondary Bengali Model Question Paper 2025

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র ২০২৫ । Higher Secondary Bengali Model Question Paper 2025 প্রদা করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নপত্র সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক ২০২৫ বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

উচ্চমাধ্যমিক বাংলা মডেল প্রশ্নপত্র ২০২৫ । Higher Secondary Bengali Model Question Paper 2025 : 

১) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

১.১) ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্র আলোচনা করো। ৫ 

১.২) ‘শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল”- পাঠ্য ‘ভারতবর্ষ’ গল্প অবলম্বনে দৃশ্যটির অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। ৫ 

 

২) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ‘রূপনারানের কূলে জেগে উঠিলাম’ – এই ‘জেগে ওঠার’ আলোকে কবিতাটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। ৫ 

২.২) ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবি জননীকে ‘ক্রন্দনরতা’ বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? ২+৩ 

 

৩) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না”- ‘জীবনকে উপলব্ধি’ করার জন্য বক্তা কী করেছিলেন? শেষে তাঁর কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? ২+৩ 

৩.২) ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্রের চরিত্র বৈশিষ্ট্যের পরিচয় দাও। ৫ 

 

৪) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৪.১) “কে আবার গড়ে তুলল এতবার?”- কী গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন? ১+৪=৫

৪.২) ‘গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো’ – গল্পটা কী? গল্প শুনে কথকের প্রতিক্রিয়া কি হয়েছিল? ৩+২

 

৫) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) ‘জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের’ – ‘শাস্তির হেরফের’-এর পরিচয় লিপিবদ্ধ করো। ৫  

৫.২) ‘কলের কলকাতা’ অবলম্বনে মোনা ঠাকুরের চোখে কলকাতার বর্ণনা লেখো। ৫ 

 

৬) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৬.১) বাক্যের গঠনগত শ্রেণিবিভাগ করে উদাহরণসহ তাদের পরিচয় দাও। ৫ 

৬.২) উদাহরণসহ মুন্ডমাল শব্দের পরিচয় দাও। ৫ 

 

৭) অনধিক ১৫০ শব্দে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৭.১) বাংলা গানের ধারায় মান্না দে’র অবদান আলোচনা করো। ৫

৭.২) চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ৫

৭.৩) বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। ৫ 

৭.৪) দাবা খেলার স্রষ্টা কাকে মনে করা হয়? বিশিষ্ট বাঙালি দাবাড়ুদের পরিচয় দাও। ১+৪          

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দ্বাদশ শ্রেণি বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

উচ্চমাধ্যমিক বাংলা

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?