অষ্টম শ্রেণি বাংলা প্রশ্ন
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে বসে অনুশীলনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণি বাংলা প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর সমাধান করলে তাদের বিদ্যালয়ের ইউনিট টেষ্ট পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে।
ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১০*১=১০
১) পাঠানদের মাতৃভাষা কী?
২) খুশ-হাল খাঁ খট্টক কে ছিলেন?
৩) ‘তসবিহ’ শব্দের অর্থ কী?
৪) আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কী বলা হয়/
৫) চড়ুই পাখি এখান সেখান থেকে কী সংগ্রহ করে আনে?
৬) ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে?
৭) “মানুষ বড়ো কাঁদছে”- মানুষ কেন কাঁদছে?
৮) রমা আকবরকে কোথায় পাহাড়া দেবার জন্য পাঠিয়েছিল?
৯) গ্রামের একমাত্র ভরসা কী ছিল?
১০) “ওই দেখতে পাচ্ছেন না ভিড়”- ওখানে কীসের ভিড়?
ভবিষ্যতে এমন আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা হবে। শিক্ষার্থীরা শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ