H.S History Suggestion 2025 । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

H.S History Suggestion 2025 । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য H.S History Suggestion 2025 । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ প্রদান করা হলো। ২০২৫ সালে উচমাধ্যমিক দিতে চলা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই H.S History Suggestion 2025 । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ অনুসরণ করে প্রস্তুতি গ্রহণ করলে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। আশাকরি H.S History Suggestion 2025 । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ উচ্চমাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের জন্য সহায়ক হয়ে উঠবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

H.S History Suggestion 2025 । উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ : 

প্রথম অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) ‘মিথ’ বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো।

২) জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 

৩) পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। 

 
দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। 

২) উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। 

৩) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব আলোচনা করো।

 

তৃতীয় অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

২) ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো।

৩) ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো।

৪) চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো ।

 

চতুর্থ অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) সমাজ ও শিক্ষাসংস্কারে রাজা রামমোহন রায়-এর অবদান মূল্যায়ন করো।

২) আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

৩) নানকিং-এর সম্বির শর্তগুলি আলোচনা করো। 

 

পঞ্চম অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। 

২) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।

৩) রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন?

৪) ১৯৪৩ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল?

৫) কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল?

 

ষষ্ঠ অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।

২) ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো।

৩) হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

 

সপ্তম অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) জোটনিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। 

২) ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই-এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।

৩) ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো।

৪)  টীকা লেখোঃ সুয়েজ সংকট। 

 

অষ্টম অধ্যায় থেকে ইতিহাস সাজেশনঃ

১) জোটনিরপেক্ষ নীতি কী ছিল? জোটনিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।

২) স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।

৩) স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো।

৪) অব-উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো।

৫) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। 

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

h-s-bengali-suggestion-2025

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?