যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই । আমার বাংলা । দ্বাদশ শ্রেণি

যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই । আমার বাংলা । দ্বাদশ শ্রেণি

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য ‘আমার বাংলা’ থেকে ‘যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই’ -এই তাৎপর্যপূর্ণ অংশটির আলোচনা প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরটি উচ্চমাধ্যমিক বাংলা ২০২৫ পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের সহায়ক হয়ে উঠবে। 

যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই : 

১) “যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই”- রাবণের চিতার মতো আগুন কারা, কী উদ্দেশ্যে জ্বালিয়েছিল? এই আগুন তাদের কীভাবে সাহায্য করে? ২+৩=৫  

উৎসঃ  

লেখক “সুভাষ মুখোপাধ্যায়” রচিত “আমার বাংলা” গ্রন্থের অন্তর্গত “গারো পাহাড়ের নীচে” শীর্ষক রচনাটি আমাদের পাঠ্য রূপে গৃহীত হয়েছে। প্রশ্নোক্ত অংশটি এই রচনার অন্তর্গত।

যারা যে উদ্দেশ্যে আগুন জ্বালিয়েছেঃ

অধুনা বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহের উত্তরদিকে অবস্থিত গারো পাহাড়ের অধিবাসীরা যে আগুন জ্বালিয়েছিল তাঁকে ‘রাবণের চিতার’ সঙ্গে লেখক তুলনা করেছেন।

মাটিহীন পাহাড়ি রুক্ষ অঞ্চলে ফসল ফলানোর জন্য তারা প্রতিবছর চৈত্রমাসে পাহাড়ের শুকনো ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দেয়। শুষ্ক সময়ে লাগানো এই আগুন দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। এই আগুন নিভে গেলে তারা পাথরের উপর যে ছাইয়ের স্তর পড়ে তাঁর উপর চাষাবাদ করে থাকে।

আগুন তাদের যেভাবে সহায়তা করেঃ

পাহাড়ের উপত্যকায় যে আগুন লাগানো হয় তার ফলে বাঘ, হরিণ, শুকোর প্রভৃতি বন্য জন্তুরা আত্মরক্ষার অভিপ্রায়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। আর তখন অধিবাসীরা তাদের খুব সহজেই শিকার করতে পারে।

আবার দীর্ঘদিন জ্বলার পরে আগুন নিভে গেলে পাহাড়ের গা ঘেঁষে, উপত্যকায় ছাইয়ের যে পুরু আস্তরণ পড়ে তাতে ফসলের বীজ ছড়িয়ে সেখানকার অধিবাসীরা ধান, তামাক প্রভৃতি চাষ করে।

বন্য জন্তুদের সহজে শিকার করতে এবং রুক্ষ-কঠিন পাহাড়ের বুকে ফসল ফলাতে আগুন তাদের সহায়ক হয়ে ওঠে। 

আমার বাংলা থেকে আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

উচ্চমাধ্যমিক ২০২৫ সালের বাংলা সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page