আমাদের একটা লভ সিন করা উচিত ।। বিভাব নাটক ।। দ্বাদশ শ্রেণি বাংলা

আমাদের একটা লভ সিন করা উচিত ।। বিভাব নাটক ।। দ্বাদশ শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘আমাদের একটা লভ সিন করা উচিত ।। বিভাব নাটক ।। দ্বাদশ শ্রেণি বাংলা’ পোস্টটি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ‘আমাদের একটা লভ সিন করা উচিত ।। বিভাব নাটক ।। দ্বাদশ শ্রেণি বাংলা’ প্রশ্নের উত্তরটি সমাধানের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশাকরি এই ‘আমাদের একটা লভ সিন করা উচিত ।। বিভাব নাটক ।। দ্বাদশ শ্রেণি বাংলা’ আলোচনাটি তাদের সহায়ক হয়ে উঠবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

আমাদের একটা লভ সিন করা উচিত ।। বিভাব নাটক ।। দ্বাদশ শ্রেণি বাংলাঃ 

৩) “আমাদের একটা লভ সিন করা উচিত”- ‘বিভাব’ নাটক অবলম্বনে ‘লভ সিন’-এর দৃশ্যটি আলোচনা করো। ৫ 

উৎসঃ

‘বহুরূপী’ নাট্যদলের প্রযোজনায়, নাট্যকার “শম্ভু মিত্রের” উদ্যোগে “বিভাব” নাটকটি রচিত ও মঞ্চস্থ হয়। প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটি এই নাটক থেকে চয়ন করা হয়েছে।  

লভ সিনের পরিকল্পনাঃ

নাটকে দেখা যায়, শম্ভু মিত্র দলের সম্পাদকের নির্দেশে অমর গাঙ্গুলির বাড়িতে উপস্থিত হন হাসির নাটকের খোরাক জোগাড় করতে। সেখানে উপস্থিত তৃপ্তি মিত্র তাদের পরামর্শ দিয়ে বলেন- “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” তাই তাদের প্রেমের দৃশ্যে অভিনয় পরিকল্পনা করা উচিৎ।

লভ সিনের বর্ণনাঃ

তৃপ্তি মিত্রের পরিচালনায়, নায়িকা হন তিনি স্বয়ং। আর নায়ক রূপে অমর গাঙ্গুলিকে হতাশ করে তিনি নির্বাচিত করেন শম্ভু মিত্রকে। কলেজ ফেরত নায়িকার সাথে নায়কের ধাক্কাধাক্কির মধ্য দিয়ে তাদের সাক্ষাতের পরিকল্পনা করা হয়। যদিও নায়কের পরিচয়- “নায়ক আসছে। এটাই হলো বড়ো কথা। নায়ক- নায়ক।”

এরপর অভিনয় শুরু হলে, চলার মাঝপথে দুজনের ধাক্কা লাগলে নায়িকা নায়কের গালে একটা চড় বসিয়ে দেন। এমন অভাবনীয় মারামারির শিকার হয়ে বিস্মিত নায়ক শম্ভু মিত্র একে “জখমি লভ সিন” বলে অভিহিত করেন।

নায়িকা তৃপ্তি মিত্র এরপর কল্পিত গাছের ডাল ধরে বাইস্কোপের কায়দায় রবীন্দ্রনাথের “মালতী লতা দোলে” নেপথ্য সঙ্গীতে ঠোঁট মেলান। তবে শম্ভু মিত্র ন্যাকামির ভঙ্গিতে গাওয়া রবীন্দ্র সঙ্গীতের বিরোধিতা করলে তাকে ‘Box Office’ এর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

তবে অমর গাঙ্গুলি ও শম্ভু মিত্র এই ‘লভ সিন’-এ হাসির খোরাক খুঁজে না পাওয়ার অভিযোগ করলে তারা পুনরায় নতুনভাবে ভাবতে শুরু করেন।

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

You cannot copy content of this page