sukh by eshika das choudhury

সুখ- ঈষিকা দাস চৌধুরী

প্রতিনিয়ত করছে সবাই সুখের অন্বেষণ,
সুখের খোঁজেই ব্যর্থ ফেরে অসহায় এই মন।
জীবনে থাকে যদিও বা অর্থ খ্যাতি যশ,
তবুও এ মন চায়না হতে যে তাদের কাছে বশ।
নিজের যেটুকু তা নিয়ে থেকে সুখী কয় জন,
যা আছে তা হারালে পরেই মূল্য বোঝে যে মন।
মোহ এবং লোভের সাগরে প্রকৃত সুখী সে,
ছোট ছোট না পাওয়া নিয়েও আত্মতৃপ্ত যে।
সবাই চায় যে সবকিছু পেতে তাই এত হাহাকার,
ভুলে যায় যে সহজে পেলে মূল্য থাকে না তার।
পরিশ্রম দ্বারা অর্জিত যা তাইতো প্রকৃত খাঁটি,
সৎ পথে চলে ভালো থাকা হলো সুখের চাবিকাঠি।
স্বার্থের এই পৃথিবীতে সব থাকতে ভালো চায়,
ভালো রাখার মানুষ যে আজ খুঁজেই পাওয়া দায়।
অপরকে সাহায্যেই যে আছে প্রকৃত সুখ,
সার্থক হয় দেখলে জীবন তাদের হাসি মুখ।

 

শিক্ষালয় ওয়েবসাইটে এই সুন্দর কবিতাটি পাঠিয়েছেনঃ- 

eshika das choudhury

ঈষিকা দাস চৌধুরী

শিক্ষিকা

সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়

জলপাইগুড়ি

 

শিক্ষালয় ওয়েবসাইটে নিজের লেখা কবিতা, ছোটগল্প, অণুগল্প, ভ্রমণ বৃত্তান্ত প্রভৃতি প্রকাশ করতে নিম্নের হোয়াটস্যাপ নম্বরে যোগাযোগ করুনঃ- 

sikkhalaya what's app

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page