দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণি বাংলা প্রশ্ন (সেট ৩)

দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণি বাংলা প্রশ্ন (সেট ৩)

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণি বাংলা প্রশ্ন (সেট ৩) প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণি বাংলা প্রশ্ন (সেট ৩) অনুশীলন করলে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

দ্বিতীয় ইউনিট টেস্ট সপ্তম শ্রেণি বাংলা প্রশ্ন (সেট ৩):

ক) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ ৪*১=৪ 

১) উপনিষদে উক্ত ‘চরৈবেতি’ শব্দের অর্থ- (যাত্রা থামাও / এগিয়ে যাও / দাঁড়িও না)

২) মেঘচোর গল্পে অসীমার বয়স- (কুড়ি / সাতাশ / তিরিশ / সাঁইত্রিশ) বছর।

৩) জীবনের ঝরাপাতা আত্মজীবনিটি- (অমলা দেবীর / সরলা দেবীর / রমলা দেবীর / কাদম্বিনী দেবীর) 

৪) বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি’ -এখানে যার বিদ্রোহ করার কথা বলা হয়েছে- (কিষাণের / জোড়া দিম্বি / অহংকারী মশা / মজা নদী) 

 

খ) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ ৩*১=৩  

১) ‘এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং এর রীতি’- কোন রীতির কথা বলা হয়েছে ?

২) ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সংগীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল ?

৩) গ্যাজেলি নামক হরিণ কোথায় রয়েছে ?  

 

গ) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৩=৬ 

১) ‘মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন’- এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তাঁরা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন ? 

২) ‘মেঘ চোর’ গল্পে কাকে কেন মেঘ-চোর বলা হয়েছে ? তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো।

৩) ‘মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম!’- কাদের মূঢ় বলা হয়েছে ? তাদের মনস্কামনা কিভাবে ব্যর্থ হয়েছে ? 

৪) ‘চিরদিনের’ কবিতায় দুর্ভিক্ষ-উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখেছেন তা নিজের ভাষায় লেখো। 

 

ঘ) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৩=৩ 

১) ‘হোটেল বলে হোটেল! সে এক এলাহি ব্যাপার’- বনের মধ্যে এই হোটেল কে চালাত ? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও।

২) হোটেলওলাকে কোন কোন জিনিস কিনতে হয় না ? সং কেন সপ্তাহে তিনবার পোস্টঅফিসে যেত ? 

 

ঙ) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ ৪*১=৪ 

১) ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। (নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো) 

২) সন্ধিবিচ্ছেদ করোঃ বৃষ্টি, মনস্কাম। 

৩) রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। (না-বাচক বাক্যে রূপান্তরিত করো)

৪) ‘মানসিক’ এর বিশেষ্য রূপ লেখো।

 

চ) পত্র রচনা করোঃ ১*৫=৫ 

পথবাতির সংস্কার চেয়ে পৌরপতির কাছে একটি পত্র রচনা করো। 

সপ্তম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

সপ্তম শ্রেণি বাংলা নোট সম্পর্কিত লিঙ্কগুলি নিম্নরূপঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page