উচ্চমাধ্যমিক ২০২৫ বাংলা MCQ

উচ্চমাধ্যমিক ২০২৫ বাংলা MCQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে উচ্চমাধ্যমিক ২০২৫ বাংলা MCQ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই উচ্চমাধ্যমিক ২০২৫ বাংলা MCQ অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক ২০২৫ বাংলা পরীক্ষার MCQ প্রশ্নের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণি বাংলা অধ্যায়ভিত্তিক MCQ MOCK TEST ইতিপূর্বে প্রদান করা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা www.sikkhalaya.in ওয়েবসাইটের মক টেস্ট বিভাগ থেকে সেই পরীক্ষাগুলি প্রদান করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

উচ্চমাধ্যমিক ২০২৫ বাংলা MCQ : 

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 

১) ‘নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে’। কারণ – মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে

২) ‘মরে গেল! না খেয়ে মরে গেল!’ কথাটির বক্তা – মৃত্যুঞ্জয়

৩) ‘কালো বিড়ালের লোম আনতে গেছে’ – ভজন চাকর

৪) ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা’- একথা বলেছিল – জগা

৫) ‘মর, তুই মর। তোর শতগুষ্টি মরুক!’ কার উদ্দেশ্যে এই উক্তি? – চৌকিদার

৬) ‘এ জীবন’ হল – আমৃত্যু দুঃখের তপস্যা

৭) ‘একটা অদ্ভুত শব্দ’ শব্দটি হল – হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ

৮) ‘আমার ক্লান্তির উপরে ঝরুক’ – মহুয়া ফুল

৯) ‘আমার বিবেক’ বলতে কবি কী বুঝিয়েছেন? – কবির চেতনা

১০) ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?’ যে নাটকের সংলাপ – বিভাব

১১) ‘Life’s but a walking shadow’ উদ্ধৃতিটির মূল উৎস হল – ম্যাকবেথ

১২) ‘গ্রিনরুমে ঘুমোই’ – কে ঘুমোন? – কালীনাথ সেন

১৩) ‘রাজা রথারোহনম্ নাটয়তি’ কথাটির অর্থ – রাজা রথে আরোহন করার ভঙ্গি করলেন

১৪) ‘বাঙালিরা শুনি কাঁদুনে জাত’ – অভিমতটি কার? – বল্লভভাই প্যাটেল

১৫) ‘মাতালের এই হচ্ছে বিপদ’। – বিপদটা কী? – ছাড়ব বললে ছাড়ান নেই

১৬) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার অনুবাদক হলেন – শঙ্খ ঘোষ

১৭) ‘আমাদের সমস্ত ঘটনা শোনালেন’ – কে? – মায়ের বান্ধবী

১৮) বিশ্ববিখ্যাত জাদুকর পি. সি. সরকারের প্রকৃত নাম হল – প্রতুলচন্দ্র সরকার

১৯) মোহনবাগান ক্লাব গঠিত হয় – ১৮৮৯ খ্রিস্টাব্দে

২০) টপ্পাগান বাংলায় জনপ্রিয় করেছিলেন – রামনিধি গুপ্ত

২১) বাগযন্ত্রের অন্তর্ভুক্ত নয় – কর্ণ

২২) দুটি স্বাধীন রূপমূল সহযোগে গঠিত শব্দ – জনশূন্য

এমনই আরো MCQ প্রশ্ন ও তাদের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

২) অতিরিক্ত সংযোজন- সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (মান ১) : 

১) ‘ধিক, শত ধিক্ আমাকে।’ – কে, কেন নিজেকে ধিক্কার দিয়েছেন?

২) ‘তান্ত্রিকের নতুন বিধেন হল’- তান্ত্রিকের নতুন বিধান কী ছিল? 

৩) ‘শহরের অসুখ’ – শহরের অসুখ কী?

৪) ‘নিস্পন্দ নিরপরাধ ঘুম’ – কোন ঘুমের উল্লেখ করা হয়েছে?

৫) ‘কঠিনের ভালোবাসিলাম’ কঠিনকে ভালোবাসার কারণ কী? 

৬) ‘আমি তা পারি না’- কবি কী পারেন না? 

৭) ‘এইরে পুলিশ আসছে’ – পুলিশ আসছে কেন? 

৮) ‘তোমার চোখে জল’ – শ্রোতার চোখে জল এল কেন?

৯) ‘আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম।’ – কী দেখেছিল?

১০) ‘বাঃ বাঃ বুঢ্ঢা! আচ্ছাহি কিয়া।’ – কে, কাকে মন্তব্যটি করেছেন?

১১) ‘বিরাট আর্মাডা যখন ডুবল’- আর্মাডা কী? 

১২) ‘চোখের জলটা তাদের জন্য’- কে, কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছে? 

১৩) ‘সঞ্জননী ব্যাকরণ’ কাকে বলে? 

১৪) সুরতরঙ্গ কাকে বলে? 

১৫) বিকল্পন কী?

উপরের প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?