চোখের জলটা তাদের জন্য । দ্বাদশ শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা অলৌকিক গল্প থেকে চোখের জলটা তাদের জন্য । দ্বাদশ শ্রেণি বাংলা প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটা ভালো করে তৈরি করে তাদের উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে।
চোখের জলটা তাদের জন্য । দ্বাদশ শ্রেণি বাংলা :
১) “চোখের জলটা তাদের জন্য”– বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। ১+৪=৫
উৎসঃ
“কর্তার সিং দুগ্গাল” রচিত “অলৌকিক” গল্পটি বাংলায় অনুবাদ করেছেন “অনিন্দ্য সৌরভ”। গল্পটি তাঁর “জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি” নামক গল্পসংকলন গ্রন্থের চতুর্থ গল্পরূপে স্থান লাভ করেছে। প্রশ্নোক্ত অংশটি তাঁর এই গল্পের অন্তর্গত।
যাদের জন্য বক্তার চোখে জলঃ
নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যারা নিজেদের জীবনকে তুচ্ছ করেছিলেন, কথক তাঁর চোখের জলটা তাদেরকে উৎসর্গ করেছিলেন।
ঘটনার বিবরণঃ
দূরের কোনো শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল। সেখানে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছিল এবং বাকিদের অন্য শহরের জেলে পাঠানোর হুকুম হয়েছিল। কয়েদিদের নিয়ে সেই ট্রেনটি পাঞ্জাসাহেবের উপর দিয়ে যাবে জানতে পেরে এলাকার মানুষজন অভুক্ত কয়েদিদের খাওয়ানোর ব্যবস্থা করেছিল। তারা ট্রেনটি থামানোর জন্য সমস্ত রকম চেষ্টা করলেও প্রশাসন তাদের আবেদনে সাড়া দেয়নি।
এর পরবর্তী ঘটনা কথক তার মায়ের এক বান্ধবীর মুখে শুনেছিলেন। কয়েদিদের খাওয়ানোর পরিকল্পনা ভেস্তে যাচ্ছে দেখে সকলে মরিয়া হয়ে উঠেছিলেন। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা সারিবদ্ধভাবে রেললাইনের উপর শুয়ে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি রেললাইনের উপর শুয়ে থাকা মানুষগুলির বুকের উপর দিয়ে কিছুটা গিয়ে থেমে যায় এবং ট্রেনটি আবার পিছোতে শুরু করে। এরফলে লাশগুলি কেটে দুমড়ে-মুচড়ে ট্রেনটি পিছিয়ে যাচ্ছিল, সকলের বুক থেকে ‘জয় নিরংকর’ ধ্বনি বেড়াচ্ছিল আর খালপারের সেতুটির দিকে রক্তের স্রোত বয়ে গিয়েছিল।
এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই কথকের চোখে জল এসেছিল।
অলৌকিক গল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ
- কে বাঁচায়, কে বাঁচে
- ভাত
- ভারতবর্ষ
- রূপনারানের কূলে
- শিকার
- মহুয়ার দেশ
- আমি দেখি
- ক্রন্দনরতা জননীর পাশে
- বিভাব
- নানা রঙের দিন
- পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
- অলৌকিক
- আমার বাংলা
- শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
- ভাষাবিজ্ঞান
- প্রবন্ধ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ