উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র অনুশীলন করলে তাদের উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্রঃ 

১) অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫

১.১) “সেই সময়ই এল এক বুড়ি”- লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, তা নিজের ভাষায় লেখো। ৫

১.২) “ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই।” বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তা চরিত্রের কোন দিকটি আভাসিত হয়েছে? ১+৪

 

২) অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫

২.১) “মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে”- বক্তা কে? ‘মৃত্যুতে সকল দেনা’ বলতে কী বোঝানো হয়েছে? সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? ১+১+৩

২.২) “আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার”- ‘ঐ সবুজ’ বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সবুজ কে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন? 

 

৩) অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫

৩.১) “জীবন কোথায়”- কে, কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? ১+১+৩

৩.২) “… প্রাক্তন অভিনেতা রজনী চাটুজ্জের প্রতিভার অপমৃত্যুর করুন সংবাদ!”- কে বলেছেন? এই অপমৃত্যু কীভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন? ১+৪

 

৪) অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫×১=৫

৪.১) “ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার/ একলাই না কি?”- আলেকজান্ডার কে ছিলেন? ‘একলাই না কি’ বলতে কবি কী বুঝিয়েছেন? ১+৪

৪.২) “অবাক-বিহ্বল বসে আছি, মুখে কথা নেই।”- মুখে কথা নেই কেন? ৫ 

 

৫) অনধিক ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×১ =৫

৫.১) “নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে সে চলল”- কার কথা বলা হয়েছে? সে নতুন ছাতি কীভাবে পেল?

৫.২) “অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান।”- মার কাছে শেখা গানটি কী? কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? ১+৪ 

 

৬) অনধিক ১৫০ শব্দে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাওঃ ৫ ×১ =৫

৬.১) ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে-কোনো একটি শাখার আলোচনা করো ৷ ৫

৬.২) উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও। ৫ 

 

৭) অনধিক ১৫০ শব্দে যে-কোনো প্রশ্নের উত্তর দাওঃ ৫×২ =১০

৭.১) বাংলা চিকিৎসাবিজ্ঞানে কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করা৷ ৫

৭.২) বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। ৫

৭.৩) বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। ৫

৭.৪) আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। ৫

 

দ্বাদশ শ্রেণি বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page