“বাংলা গানের ধারা” থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।

বাংলা গানের ধারা MCQ প্রশ্নের উত্তরঃ

১) ‘চর্যাচর্যবিনিশ্চয়’ গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা৫১

২) চর্যার যুগে সঙ্গীতে কয়টি অঙ্গ দেখা যায় ?৬ টি

৩) শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি রাগ রাগিণীর ব্যবহার দেখা যায় ?৩২ টি

৪) মঙ্গলকাব্য গুলি গাওয়া হোতো কোন লৌকিক ছন্দে ?লাচাড়ি ছন্দে

৫) মঙ্গলকাব্য গুলি কতদিন ধরে গাওয়া হোত ?৮ দিন

৬) মনসাগীতি রাঢ় বঙ্গে কী নামে পরিচিত ? ঝাপান

৭) মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত ?ভাসান

৮) মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত ?রয়ানী

৯) মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত ?সাইটোল বিষহরীর গান

১০) শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে ?রামপ্রসাদ

১১) ‘কবিরঞ্জন’ কার উপাধি ?রামপ্রসাদ

১২) একজন আখড়াই গানের শিল্পী হলেনরামনিধি গুপ্ত

১৩) ‘ঠুংরি’ গানের প্রবর্তক হলেননবাব ওয়াজেদ আলি শাহ

১৪) পাঁচালী ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিলঢপ কীর্তন

১৫) ঊনবিংশ শতকের কলকাত্তাই বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটেছিল পক্ষী দলের গানে

১৬) পক্ষী দলের সবচেয়ে বিখ্যাত সদস্য বা গায়ক ছিলেন রূপচাঁদ পক্ষী বা গৌরহরি দাস মহাপাত্র

১৭) সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম কী ? প্রবোধ চন্দ্র দে

১৮) বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের প্রকৃত নাম কী ?আভাস কুমার গঙ্গোপাধ্যায়

১৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটি কার লেখা ?আব্দুল গফ্‌ফর চৌধুরী

২০) বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি ? মহীনের ঘোড়াগুলি

২১) ভাওয়াইয়া গানের বাদকদের কী নামে ডাকা হয় ?বাউদিয়া

২২) ভাওয়াইয়া গানে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রের নাম হলদোতারা

২৩) জারিগানের ‘জারি’ শব্দের অর্থ কী ?ক্রন্দন

২৪) বাংলা সঙ্গীতের রাগরাগিণীর সূত্রপাত ঘটেচর্যাগীতে

২৫) নীচের কোন ব্যাক্তি চর্যাগানের রচয়িতা লুই পা

২৬) ‘কীর্তন গান’ কথাটির অর্থযশোগাথা

২৭) কমলাকান্ত ভট্টাচার্য কোন্‌ গানের রচয়িতা ?শাক্তগীতি

২৮) দাশরথি রায় যে ধারার গানের রচয়িতা পাঁচালী

২৯) ‘গম্ভীরা’ মূলত কোন জেলার গান ?মালদহ

৩০) ‘ঝুমুর’ কী ধরনের গান ?লোকগীতি

 

bengali mock test

বাংলা গানের ধারা থেকে আরো কিছু MCQ প্রশ্নের উত্তরঃ

১) চর্যা গান গুলির আবিষ্কারক- হরপ্রসাদ শাস্ত্রী

২) শ্রীকৃষ্ণ কীতনের খণ্ডিত পুঁথি টি পাওয়া গিয়েছিল- বাঁকুড়া জেলার  কাকিলো গ্রামে 

৩) বিখ্যাত কবিয়াল হলেন- লালন শাহ 

৪) নিখিল ব্যানার্জি বাজাতেন- সেতার 

৫) মাঝি মাল্লার গান- ভাটিয়ালি  

৬) বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিবাহবাহী ও প্রাচীনতম গীতশৈলী- খেয়াল 

৭) দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী- কৃষ্ণা চট্টোপধ্যায় 

৮) হেমাঙ্গ বিশ্বাস গাইতেন- গণসঙ্গীত 

৯) ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল- অবিভক্ত বাংলায় 

১০) “মানুষের প্রথম সাঙ্গীতিক যন্ত্র” হল- কন্ঠ 

১১) “ভারত তথা বাংলার” যাবতীয় বাদ্রযন্ত্রকে বিভক্ত করা হয়- চারটি ভাগে 

১২) “কবি ঈশ্বর গুপ্ত” পক্ষির দলের প্রতিষ্ঠাতা বলেছেন- শিবচন্দ্র ঠাকুরকে 

১৩) রূপচাঁদ পক্ষির পোশাকি নাম হল- গৌরহরি দাস মহাপাত্র 

১৪) বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা”–র সুরের উৎস- লালন গীতি 

১৫) দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় শিল্পী ছিলেন- খেয়াল গানের 

১৬) “তুমি নির্মল করো মঙ্গল করো” গানটির রচয়িতা হলেন- অতুল প্রসাদ সেন 

১৭) রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হল- কল্যাণী 

১৮) অতুল প্রসাদ সেনের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হল- বাণী 

১৯) বাংলা ভাষায় গজল গানের পথিকৃত হলেন- অতুল প্রসাদ সেন 

২০) চারন – কবি হলেন- মুকুন্দ দাস 

২১) মুকুন্দ দাস তার রচিত যে পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গ ঘুরে বেড়িয়েছেন- মাতৃ পূজা 

২২) “আমরা করব জয়” গানটির গীতিকার হলেন- শিবদাস বন্দোপাধ্যায় 

২৩) ভি. বালসারা কে ‘ডি.লিট’ উপাধি দিয়ে সম্মানিত করেছে যে বিশ্ববিদ্যালয়- বিশ্বভারতী 

২৪) মান্না দে-র পোশাকি নাম ছিল- প্রবোধচন্দ্র দে 

২৫) সত্যজিৎ রায়ের “পথের পাঁচালী” সঙ্গীত পরিচালক করেছিলেন- রবি শংকর  

২৬) বাঁশিতে বিখ্যাত ছিলেন- মেহেদী হুসেন  খাঁ 

২৭) ‘পক্ষীর জাতিমালা’ নামে সমের পাঁচালি দল গড়েন- গৌরহরি দাস মহাপাত্র 

২৮) “ওই মহাসিন্ধুর ওপার হতে” গানটির রচয়িতা হলেন- দ্বিজেন্দ্রলাল রায় 

২৯) “মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই” গানটি রচনা করেছেন- রজনীকান্ত সেন 

৩০) ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন- সলিল চৌধুরী 

৩১) ‘টপ্পা’ শব্দের আদি অর্থ হল- লাফ 

৩২) ‘ধনধান্যে পুষ্পভরা’ গানটির রচিয়তা হলেন- দ্বিজেন্দ্রলাল রায় 

৩৩) ‘চারণ’ কবি নামে পরিচিত হলেন- মুকুন্দ দাস 

৩৪) ‘মহিনের ঘোড়াগুলি’-র আত্মপ্রকাশ ঘটে- ১৯৭৬ খ্রিস্টাব্দে 

৩৫) ‘ঝুমুর’ হল- লোক সঙ্গীত 

৩৬) জারি গানে ‘জারি’ শব্দের অর্থ হল- ক্রন্দন  

৩৭) কিশোর কুমারের প্রকৃত নাম- আভাসকুমার গঙ্গোপাধ্যায় 

 

বাংলা গানে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা গানে রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

online quiz

বাংলা গানে অতুলপ্রসাদ সেনের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা গানের ধারায় মান্না দে-র অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা কর।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

sikkhalaya youtube

4 thoughts on “দ্বাদশ শ্রেণি বাংলাঃ বাংলা গানের ধারা

    1. শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত। শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করো News Leeter বিভাগে।

  1. মন 5 এর প্রশ্ন গুলা আসছে না কেনো লিংক এ কিলিক করার পর ও একটু সাহায্য করে দেন আমাকে সার

    1. শিক্ষালয়ের সকল প্রকার নোট সাজেশন লাভ করতে সাবস্ক্রাইব করুন শিক্ষালয় ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page