afrika class en bengali

আফ্রিকা- রবীন্দ্রনাথ ঠাকুর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণি তথা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা পাঠ্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা আফ্রিকা থেকে প্রশ্নের উত্তর আলোচনা করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করলে আফ্রিকা কবিতা থেকে যে কোনো প্রকার বড়ো প্রশ্নের উত্তর খুব সহজেই নিজের ভাষায় লিখতে সক্ষম হবে। 

 

১) ‘আফ্রিকা’ কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। অথবা আফ্রিকা কবিতা অবলম্বনে কবির মানসিকতার পরিচয় দাও।

 

উৎসঃ

বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “আফ্রিকা” কবিতাটি তাঁর “পত্রপুট” কাব্যগ্রন্থের ১৬ সংখ্যক কবিতা।

 

কবি-মানসিকতাঃ

উপেক্ষার অন্ধকারে ডুবে থাকা এক মহাদেশের প্রতি কবি তাঁর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এই কবিতাটি রচনা করেছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা ছিল নিবিড় অরণ্যে পূর্ণ অসূর্যম্পশ্যা এক দেশ। কিন্তু সেই ভয়ংকরতাই হয়েছে আফ্রিকার রক্ষাকবচ-

“বিদ্রুপ করছিলে ভীষণকে

        বিরূপের ছদ্মবেশে”

বিভীষিকার প্রচণ্ড মহিমায় আফ্রিকা নিজেকে রক্ষা করার উপায় খুঁজে নিয়েছে। দুর্গম এবং দুর্বোধ্য আফ্রিকাকে উপেক্ষা করেছে উন্নত বিশ্ব। তার পরিচয় থেকে গিয়েছে অন্ধকার মহাদেশ হিসেবেই-

“অপরিচিত ছিল তোমার মানবরূপ

         উপেক্ষার আবিল দৃষ্টিতে।”

 পরবর্তীকালে আফ্রিকার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ তৈরি হয়েছে। আফ্রিকার বুকে আগমন ঘটেছে মানুষ-ধরার দল”-এর। সাম্রাজ্যবাদী শক্তি তাদের সাম্রাজ্যের বেড়াজাল বিস্তার করে তৈরি করেছে দাসব্যবস্থা। 

সভ্যের বর্বর লোভ আফ্রিকায় তৈরি করেছে নির্লজ্জ অমানবিকতার এক কলঙ্কিত ইতিহাস। অসহায় সাধারণ মানুষের রক্ত আর চোখের জলে সিক্ত হয়েছে আফ্রিকার মাটি-

“পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে আর অশ্রুতে মিশে,”

 অপরদিকে উন্নত দেশগুলিতে মানুষ শান্তিতে ঈশ্বরের আরাধনায় মেতে ছিল; তাদের মন্দিরে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। তাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত ছিল তাদের মায়ের কোলে। কবির সংগীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা।     

দিনের অন্তিমকাল ঘোষণার সময় যখন সমাগত, তখন কবি যুগান্তরে কবি অর্থাৎ ঈশ্বরকে ‘মানহারা মানবী’ আফ্রিকার কাছে ক্ষমাপ্রার্থনা করতে আহ্বান জানিয়েছেন-

“বলো ক্ষমা করো-

হিংস্র প্রলাপের মধ্যে

সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।”

এভাবেই বিশ্বমানব-মৈত্রীর মধ্য দিয়ে আফ্রিকার এক নব উত্থানকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য কবিতার মাধ্যমে উপস্থাপিত করেছেন।

আফ্রিকা কবিতার অন্যান্য প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ 

দশম শ্রেণি বাংলাঃ আফ্রিকা

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page