Madhyamik Geography Suggestion 2025 ।। মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫
Madhyamik Geography Suggestion 2025 ।। মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ বা পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণির ভূগোল সাজেশন ২০২৫ (West Bengal Madhyamik Class 10th Geography Suggestion 2025) শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নিম্নে প্রদান করা হলো। এই Madhyamik Geography Suggestion 2025 ।। মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ -এ MCQ, SAQ এবং বড়ো প্রশ্নগুলি আগামী Madhyamik Geography Suggestion 2025 ।। মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই Madhyamik Geography Suggestion 2025 ।। মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ অনুশীলনের মধ্য দিয়ে আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
Madhyamik Geography Suggestion 2025 ।। মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ঃ
১ নম্বরের প্রশ্নের জন্য পাঠ্যবই ভালো করে পড়তে হবে
অতিসংক্ষিপ্ত প্রশ্নঃ (মান ২)
১) ওজোন স্তর ধ্বংসের কারণ ও ফলাফল লেখো।
২) শহর ও নগর গড়ে ওঠার কারণ লেখো।
৩) বন্দর সৃষ্টির অনুকূল পরিবেশ উল্লেখ করো।
৪) হিমপ্রাচীর কাকে বলে ?
৫) মগ্নচড়া কিভাবে গঠিত হয় ?
৬) শৈবাল সাগর কাকে বলে ?
৭) সিজিগি কি ?
৮) আপোজি ও পেরিজি কী ?
৯) ষাঁড়াবাড়ি বাণ কাকে বলে ?
১০) কোন কোন তিথিতে জোয়ার বেশি হয় ?
১১) জোয়ার ভাটার দুটি সুবিধা লেখো।
১২) মরা কটাল কাকে বলে ?
১৩) দুটি উষ্ণ স্রোতের নাম লেখো।
১৪) দুটি শীতল স্রোতের নাম লেখো।
১৫) এল নিনো কী ?
১৬) লা লিনা কাকে বলে ?
১৭) বায়ুমন্ডল কাকে বলে ?
১৮) আ্যালবেডো কী ?
১৯) বৈপরীত্য উত্তাপ কাকে বলে ?
২০) ল্যাপস রেট কী ?
২১) গর্জনশীল চল্লিশা কাকে বলে ?
২২) অশ্ব অক্ষাংশ কাকে বলে ?
২৩) ফেরেল সূত্র কী ?
২৪) বাইস ব্যালট সুত্রটি লেখো।
২৫) বায়ুর আর্দ্রতা কাকে বলে ?
২৬) শিশিরাঙ্ক কী ?
২৭) ডোলড্রাম কী ?
২৮) আয়ন বায়ুকে বাণিজ্যবায়ু বলে কেন ?
২৯) সম্পৃক্ত বায়ু কাকে বলে ?
৩০) প্রবল পশ্চিমা বায়ু কাকে বলে ?
৩১) সমোষ্ণরেখা কাকে বলে ?
৩২) উচ্চস্থান শীতল হয় কেন ?
৩৩) অধঃক্ষেপন কাকে বলে ?
৩৪) বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ?
৩৫) গ্রিনহাউস এফেক্ট কী ?
৩৬) ওজোনস্তরের গুরুত্ব লেখো।
৩৭) ওজোনহোল কাকে বলে ?
৩৮) 4O″ clock rainfall কাকে বলে ?
৩৯) প্রাকৃতিক ছাতা কাকে বলে এবং কেন ?
৪০) গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ?
৪১) জলচক্র কাকে বলে ?
৪২) ধোঁয়াশা কী?
৪৩) আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ?
৪৪) Resort climate of the world কাকে বলে?
৪৫) পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে এবং কেন ?
৪৬) নিরক্ষীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো।
৪৭) মৌসুমি জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো।
৪৮) ভূ-মধ্যসাগরীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো।
৪৯) পর্বতের অনুবাত ঢালে বৃষ্টি কম হয় কেন ?
৫০) ঘনীভবন কাকে বলে ?
৫১) কঠিন বর্জ্য কাকে বলে।
৫২) 4R বলতে কি বোঝো ?
৫৩) বর্জ্যের শ্রেণিবিভাগ কর।
৫৪) দূষিত জল কীভাবে পানের উপযোগী হয় ?
৫৫) দুটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
৫৬) বর্জ্য মানুষের কী ক্ষতি করে ?
৫৭) দুটি কঠিন বর্জ্যের নাম লেখো।
৫৮) দুটি তরল বর্জ্যের নাম লেখো।
৫৯) দুটি গ্যাসীয় বর্জ্যের নাম লেখো।
৬০) বায়ু দূষণ রোধকারী দুটি যন্ত্রের নাম লেখো।
৬১) চিকিৎসা সংক্রান্ত দুটি বর্জ্যের নাম লেখো।
৬২) ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলে কেন ?
৬৩) ভারতকে উপদ্বীপ বলে কেন ?
৬৪) ভারতের অবস্থান লেখো।
৬৫) ভারতের চতুঃসীমা লেখো।
৬৬) ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম লেখো।
৬৭) রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল ?
৬৮) SAARC-এর পুরা নাম কি ?
৬৯) দুন কাকে বলে ?
৭০) কয়াল বলতে কি বোঝো ?
৭১) ভারতের ভূ-স্বর্গ কাকে বলে এবং কেন ?
৭২) ডেকানট্যাপ কাকে বলে ?
৭৩) পূর্বাচল কী ?
৭৪) ভারতের একটি আগ্নেয় দ্বীপ ও একটি প্রবাল দ্বীপের নাম লেখো।
৭৫) হামাদা কাকে বলে ?
৭৬) মরুস্থলী কাকে বলে ?
৭৭) ভারতীয় উপকূলের শ্রেণিবিভাগ কর।
৭৮) দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে এবং কেন ?
৭৮) দুটি ব-দ্বীপহীন নদীর নাম লেখো।
৭৯) রম্ভপুত্র নদে বেশি বন্যা হয় কেন ?
৮০) Rain water harvesting কাকে বলে?
৮১) বহুমুখী নদী পরিকল্পানা কাকে বলে ?
৮২) ভারতের দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।
৮৩) মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ?
৮৪) ভারতে শীতকালে বৃষ্টি হয় কেন ?
৮৫) ভারতের শীতকাল শুষ্ক কেন ?
৮৬) ভারতের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো।
৮৭) কালবৈশাখী ও পশ্চিমী ঝামেলা কাকে বলে ?
৮৮) আম্রবৃষ্টি কাকে বলে ?
৮৯) করমন্ডল উপকূলে দুবার বৃষ্টি হয় কেন ?
৯০) কৃষ্ণমৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো।
৯১) ল্যাটেরাইট মৃত্তিকা লাল হয় কেন ?
৯২) ভুর ও রেগুর কী ?
৯৩) রেগুর মাটি কালো হয় কেন ?
৯৪) ভূমিক্ষয়ের দুটি কারণ লেখো।
৯৫) ঝুম চাষ কিভাবে মৃত্তিকা ক্ষয় করে ?
৯৬) মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো।
৯৭) বনসংরক্ষণ কাকে বলে ?
৯৮) সামাজিক বনসৃজন কী ?
৯৯) কৃষি বনসৃজন কাকে বলে ?
১০০) মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে ?
১০১) ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
১০২) বন ধ্বংসের কে দুটি কারণ লেখো।
১০৩) শস্যের শ্রেণিবিভাগ কর।
১০৪) পাটকে সোনার আঁশ বলে কেন ?
১০৫) বাগিচা ফসল কাকে বলে ?
১০৬) বাণিজ্যিক ফসল কাকে বলে ?
১০৭) দুটি পানীয় ফসলের নাম লেখো।
১০৮) দুটি তদ্ভুজ ফসলের নাম লেখো।
১০৯) বীজ তন্তু কাকে বলে?
১১০) ভারতে শীতকালে গম চাষ হয় কেন ?
১১১) ভারতে শীতকালে গম চাষ হয় কেন ?
১১২) জায়িদ শস্য কাকে বলে ?
১১৩) আসাম চা চাষে উন্নত কেন ?
১১৪) ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখো।
১১৫) বলউইভিল কী ?
১১৬) অনুসারী শিল্প কাকে বলে ?
১১৭) সহযোগী শিল্প কী ?
১১৮) তথ্যপযুক্তি শিল্প কী ?
১১৯) ইঞ্জিনিয়ারিং কাকে বলে ?
১২০) উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন ?
১২১) বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ?
১২২) অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ?
১২৩) কোন শিল্পকে শিল্পদানব বলে এবং কেন ?
১২৪) লৌহ-ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় কেন ?
১২৫) SAIL কী ?
১২৬) ভারতের রূঢ় কাকে বলে এবং কেন ?
১২৭) ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে এবং কেন ?
১২৮) পেট্রোরাসায়নিক শিল্পের কাঁচামাল কি কি ?
১২৯) শেঁকড় আলগা শিল্প কাকে বলে এবং কেন ?
১৩০) ভারতের দুটি ভারি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম লেখো।
১৩১) আদমশুমারি কাকে বলে ?
১৩২) জনঘনত্ব কি?
১৩৩) জনবিস্ফোরণ কাকে বলে ?
১৩৪) ভারতের কোন রাজ্যে জনবনত্ব সবচেয়ে বেশি এবং কোন রাজ্যে সবচেয়ে কম ?
১৩৫) নগর ও মহানগর কাকে বলে ?
১৩৬) নগরায়ণ কাকে বলে ?
১৩৭) নগরায়ণের দুটি সমস্যা লেখো।
১৩৮) গাঙ্গেয় সমভূমিতে জনবত্ব বেশি কেন ?
১৩৯) অরুণাচলপ্রদেশে জনবত্ব কম কেন ?
১৪০) সোনালী চতুর্ভুজ কী ?
১৪১) যোগাযোগ ব্যবস্থা কাকে বলে ?
১৪২) যোগাযোগের মাধ্যমগুলি কি কি ?
১৪৩) ইন্টারনেটের গুরুত্ব লেখো।
১৪৪) সড়কপথের দুটি সুবিধা লেখো।
১৪৫) বন্দর কাকে বলে ?
১৪৭) পোতাশ্রয় বলতে কি বোঝ ?
১৪৮) ভারতের পূর্ব উপকূলের দুটি সমুদ্র বন্দরের নাম লেখো।
১৪৯) ভারতের পশ্চিম উপকূলের দুটি সমুদ্র বন্দরের নাম লেখো।
১৫০) পুনঃরপ্তানি বন্দর কাকে বলে ?
১৫১) ই-মেল কী ?
১৫২) দুটি জাতীয় সড়কপথের নাম লেখো।
১৫৩) দুটি আন্তর্জাতিক বিমান বন্দরের নাম লেখো।
১৫৪) উপগ্রহ চিত্র কাকে বলে ?
১৫৫) রিমোট সেনসিং কাকে বলে ?
১৫৬) ভূ-সমলয় উপগ্রহ কাকে বলে ?
১৫৭) সূর্যসমলয় উপগ্রহ কাকে বলে ?
১৫৮) ছদ্মরঙ কাকে বলে ?
১৫৯) ভূ-বৈচিত্রাসূচক মানচিত্র কাকে বলে ?
১৬০) R. F বলতে কি বোঝ ?
১৬১) উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো।
১৬২) ভারতের দুটি মহাকাশ গবেষণাকেন্দ্রের নাম লেখো।
ব্যাখ্যামূলক প্রশ্নঃ (মান-৩)
১) নদী সঞ্চয় করে কেন ?
২) জলপ্রপাতের পশ্চাদপসরণ ঘটে কেন ?
৩) হিমরেখার উচ্চতা সব জায়গায় সমান নয় কেন ?
৪) সব নদীতে ব-দ্বীপ সৃষ্টি হয় না কেন ?
৫) ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন ?
৬) নদীপথ বাঁকা হয় কেন?
৭) ভারতকে উপদ্বীপ বলে কেন ?
৮) ভারতকে উপমহাদেশ বলে কেন ?
৯) রেগুর মৃত্তিকা কলো হয়’ কেন ?
১০) ল্যাটেরাইট মৃত্তিকার রঙ লাল কেন ?
১১) করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন ?
১২) উত্তর-পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টি হয় কেন ?
১৩) ভারতের কৃষিতে জলসেচ প্রয়োজন কেন ?
১৪) শীতকালে ভারতে গম চাষ হয় কেন ?
১৫) আসাম চা চাষে বিখ্যাত কেন ?
১৬) পাঞ্জাব ও হরিয়ানা গম চাষে উন্নত কেন?
১৭) ভারতে জনসংখ্যা বাড়ছে কেন ?
১৮) কার্পাস শিলপকে শেঁকড় আলগা শিল্প বলে কেন ?
১৯) পেট্রোরাসায়নিক শিল্পকে উদয়াচলের শিল্প বলে কেন ?
২০) আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলে কেন?
২১) দূর্গাপুরকে ভারতের রুঢ় বলে কেন ?
২২) জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন ?
২৩) জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন ?
২৪) অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ার অপেক্ষা তীব্র কেন?
২৫) প্রত্যহ দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন?
২৬) পৃথিবীর কোন অংশে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন?
২৭) উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মগ্নচড়ার সৃষ্টি হয় কেন?
২৮) নিরক্ষীয় অঞ্চলে শান্ত বলয় সৃষ্টি হয়েছে কেন?
২৯) মেঘাচ্ছন্ন রাত্রি মেঘহীন রাত্রি চেয়ে বেশি উষ্ণ কেন?
৩০)উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন?
৩১) আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কেন?
৩২) নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কেন?
পার্থক্যঃ (প্রশ্ন মান ৩)
১) আবহবিকার ও ক্ষয়ীভবন
২) আরোহন ও অবরোহন
৩) গিরিখাত ও ক্যানিয়ন
৪) বার্খান ও সিফ বালিয়াড়ি
৫) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত
৬) মোনাডনক ও ইনসেলবার্জ
৭) আবহাওয়া ও জলবায়ু
৮) ভরা জোয়ার ও মরা জোয়ার
৯) সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গ
১০) ড্রামলিন ও রসে মতানে
১১) নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা
১২) এল নিনো ও লা নিনা
১৩) চরম আদ্রতা ও আপেক্ষিক আদ্রতা
১৪) মৌসুমী জলবায়ু ও ভূ-মধ্যসাগরীয় জলবায়ু
১৫) অ্যাপোজি ও পেরিজি
১৬) সংযোগ ও প্রতিযোগ
১৭) জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্য
১৮) মালনাদ ও ময়দান
১৯) নিত্যবহ খাল ও প্লাবন খাল
২০) ধাপ চাষ ও ফালি চাষ
২১) রবি শস্য খারিফ শস্য
২২) শহর ও নগর
২৩) পরিবহন ও যোগাযোগ
২৪) উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র
২৫) আসল রং ও উপগ্রহ প্রেরিত রং
বড় প্রশ্নঃ ( মান ৫)
১) হিমবাহের ক্ষয়জাত তিনটি ভূমিরূপের চিত্রসহ পরিয় দাও।
২) বায়ুর সঞ্চয়জাত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৩) নদীর ক্ষয়জাত তিনটি ভুমিরূপের চিত্রসহ পরিয় দাও।
৪) বায়ুমন্ডলের স্তর বিন্যাস করে দুটি ভাগের বর্ণনা দাও।
৫) বায়ুর চাপবলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো।
৬) তিনপ্রকার বৃষ্টিপাতের সচিত্র বর্ণনা দাও।
৭) জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো।
৮) সমুদ্রস্রোত সৃষ্টির কারণ লেখো।
৯) বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো।
১০) বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা কর।
১০) উত্তর ভারতের নদনদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য লেখো।
১১) বায়ুর চাপবলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা কর।
১২) ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প / পেট্রোরাসায়নিক প্রসারলাভ করে কেন ?
১৩) গম অথবা চা চাষের ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও।
১৪) জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লেখো।
১৫) ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো।
১৬) দাক্ষিনাত্য মালভূমির বর্নণা দাও।
১৭) ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্প বিকাশলাভ করেছে কেন?
১৮) ভারতের মৃত্তিকার শ্রেণিবিভাগ করে যেকোনো দুই প্রকার মৃত্তিকার বর্ণনা দাও।
ম্যাপ পয়েন্টিং সাজেশনঃ
১) ভারতের প্রশাসনিক বিভাগঃ
চন্ডিগড়, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন,
২) ভারতের ভূ-প্রকৃতিঃ
ক) পর্বত—নীলগিরি, সাতপুরা,, পিরপাঞ্জাল, আরাবল্লী, কারাকোরাম
খ) পাহাড়–জয়ন্তিয়া, গারো, পরেশনাথ
গ) শৃঙ্গ– দোদাবেতা,কালসুবাই,নামচাবারোয়া,গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা
ঘ) মালভূমি – লাডাক, মেঘালয়, ছোটোনাগপুর
ঙ) সমভূমি- ব্রহ্মপুত্র, থর মরুভূমি, কাশ্মীর উপত্যকা
চ) উপদ্বীপ – কচ্ছ ও কাথিয়াবাড়
ছ) উপসাগর- মান্নার, কাম্বে বা খাম্বাত, কচ্ছ
জ) প্ৰণালী- পক প্ৰণালী, দশ ডিগ্রি চানেল
ঝ) উপকূল – কোঙ্কণ, করমন্ডল, উত্তর সরকার, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু
৩) ভারতের নদনদী, হ্রদ ও জলাভূমিঃ
ক) নদী — গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, সবরমতি, গোদাবরী, কাবেরি, নর্মদা, তাপী
খ) হ্রদ ও উপহ্রদ- কচ্ছের রাণ, চিল্কা, পুলিকট, অষ্টমুদি, লোকটাক, ভেমবানাদ,প্যাংগং, সম্বর, ডাল, উলার
৪) ভারতের জলবায়ুঃ
ভারতের শীতলতম স্থান, দুইবার বৃষ্টিপাত অঞ্চল, বৃষ্টিচ্ছায় অঞ্চল, সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল, শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল
৫) ভারতের মৃত্তিকাঃ
মরু মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা
৬) ভারতের স্বাভাবিক উদ্ভিদঃ
ম্যানগ্রোভ বনভূমি, সরলবর্গীয় বনভূমি, চিরহরিৎ বনভূমি, মরু উদ্ভিদ
৭) ভারতের কৃষিঃ
ধান, পাট, কফি, কাপাস, ইক্ষু, মিলেট উৎপাদক অঞ্চল
৮) ভারতের শিল্পঃ
পূর্ব ভারতের একটি লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতেরএকটি পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র, উত্তর ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের ডেট্রয়েট, পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, বিশাখাপত্তনম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র
৯) ভারতের যাতায়াত ব্যবস্থাঃ
সোনালী চতুর্ভুজ
১০) ভারতের নগরঃ
কোলকাতা, মুম্বাই, চেন্নাই, আমেদাবাদ, শ্রীনগর, দিল্লি, ভূপাল, দিসপুর, গৌহাটি, ব্যাঙ্গালুরু, ভূপাল, আগরতলা
১১)সমুদ্রবন্দরঃ
কোচি, কান্ডালা, মুম্বাই, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, মার্মাগাও, চেন্নাই
১২) ভারতের জনসংখ্যাঃ
বিরল বসতি অঞ্চল, সবচেয় বেশি জনঘনত্ব অঞ্চল
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো
- জ্ঞানচক্ষু
- অসুখী একজন
- আয় আরো বেঁধে বেঁধে থাকি
- আফ্রিকা
- হারিয়ে যাওয়া কালি কলম
- বহুরুপী
- সিরাজদ্দৌলা
- অভিষেক
- পথের দাবী
- প্রলয়োল্লাস
- সিন্ধুতীরে
- অদল বদল
- অস্ত্রের বিরুদ্ধে গান
- বাংলা ভাষায় বিজ্ঞান
- নদীর বিদ্রোহ
- কোনি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ