
কোনি
দশম শ্রেণির বাংলা সহায়ক পাঠ কোনি থেকে মাধ্যমিক পরীক্ষায় ৫ নম্বরের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয়। উপন্যাসটি খুব ভালো করে লাইন ধরে পড়লে সহজেই তোমরা প্রশ্ন দুটোর উত্তর লিখতে পারবে। কোনি থেকে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের বাইরেও অনেক সময় মাধ্যমিক পরীক্ষায় আপাত সাধারণ কিছু লাইন থেকেও প্রশ্ন আসতে পারে। সেজন্য তোমরা অবশ্যই সমগ্র উপন্যাসটি ভালো করে পড়বে। এখানে কোনি উপন্যাসের ১৪টি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা ও টেষ্ট পরীক্ষার জন্য প্রদান করা হলো। শিক্ষালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিপূর্বেই ওয়েবসাইটের নোট বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর নিজেদের বাড়িতে বসে নির্দিষ্ট সময় ধরে লেখার অনুশীলন করবে।