দশম শ্রেণি বাংলা প্রথম ইউনিট টেষ্ট প্রশ্ন

দশম শ্রেণি বাংলা প্রথম ইউনিট টেষ্ট প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা দশম শ্রেণি বাংলা প্রথম ইউনিট টেষ্ট প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই দশম শ্রেণি বাংলা প্রথম ইউনিট টেষ্ট প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতি গ্রহন করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

দশম শ্রেণি বাংলা প্রথম ইউনিট টেষ্ট প্রশ্নঃ

১) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*৫=৫ 

১.১) তপনের লেখা যে গল্পটি ‘সন্ধজ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছিল- ক) রাজা ও রানি খ) প্রথম দিন গ) স্কুলে ভর্ত্তি হবার দিনের অভিজ্ঞতা ঘ) কল্পনা শক্তি 

১.২) অসুখী একজন কবিতাটির অনুবাদক- ক) শঙ্খ ঘোষ খ) উৎপল কুমার বসু গ) নবারুণ ভট্টাচার্য ঘ) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত 

১.৩) নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল- ক) দুর্গমের রহস্য খ) প্রাকৃতিক রহস্য গ) জল স্থল আকাশের দুর্বোধ সংকেত ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত 

১.৪) ‘ছিঁড়ে পত্র না ছাড়ে মসি’- এখানে ‘মসি’ শব্দের অর্থ- ক) লোহা খ) ধুলো গ) কালি ঘ) পেন 

১.৫) ‘পন্ডিতে পন্ডিতে তর্ক চলছে’- নিম্নরেখ পদটি যে জাতীয় কর্তা- ক) নিরপেক্ষ খ) প্রযোজক গ) সহযোগী ঘ) ব্যতিহার 

২) কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৫=৫ 

২.১) ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না’- কাদের কথা বলা হয়েছে? 

২.২) ‘প্রাচীনেরা বলতেন’- কী বলতেন?

২.৩) ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’ বলতে কবি কী বুঝিয়েছেন? 

২.৪) ‘বাংলায় একটা কথা চালু ছিল’- চালু কথাটি কী? 

২.৫) ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’- কোন কথাটা ছড়িয়ে পড়ে? 

৩) কমবেশি ৬০টি শব্দে ২টি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬ 

৩.১) ‘রত্নের মূল্য জহুরির কাছেই’- কথাটির তাৎপর্য ব্যখ্যা করো। ৩ 

৩.২) ‘ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ১+২ 

৩.৩) ‘আমাদের ইতিহাস নেই’- এই উপলব্ধির মর্মার্থ লেখো। ৩

৪) চলিত গদ্যে বঙ্গানুবাদ করোঃ ৪ 

Education has no end. So you should keep up your reading. Many young men close their books when they have taken their degrees and learn no more. Therefore they very soon forget all they ever learnt. 

৫) কমবেশি ১৫০টি শব্দে ১টি প্রশ্নের উত্তর দাওঃ ৫ 

৫.১) ‘আজ বারুণী’- ‘বারুণী’ কী? বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা দাও। ১+৪

৫.২) ‘আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না’- শরীরকে চাকর বানানো বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন? বক্তার এরূপ উক্তির কারণ কী? ২+৩

৫.৩) জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল? ৩+২ 

৬) কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৫=৫ 

৬.১) বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো।

৬.২) সমন্ধ পদ ও সম্মোধন পদের পার্থক্য কী?

৬.৩) ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়’- রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। 

৬.৪) বাংলাদেশ ঘুরে এলাম- রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। 

৬.৫) তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। 

৭) কমবেশি ১৫০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

৭.১) ‘কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের’- কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কীভাবে? ২+৩

৭.২) ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’- কে বা কারা চিরচিহ্ন দিয়ে গেল? অপমানিত ইতিহাসের তাৎপর্য লেখো। ১+৪ 

৭.৩) ‘আমরা কালিও তৈরি করতাম নিজেরাই’- কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন? ১+৪ 

প্রথম ইউনিট টেষ্টের সাজেশন পেতে অনুসরণ করো নিম্নের লিঙ্কটি 

sikkhalaya click here

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?