অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Eight Second Unit Test Bengali Question
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Eight Second Unit Test Bengali Question প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Eight Second Unit Test Bengali Question অনুশীলন করলে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Eight Second Unit Test Bengali Question:
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ২৫ সময়ঃ ৪৫ মিনিট
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*৪=৪
১) কবি যার মতো পাশে দাঁড়াতে বলেছেন- (মাছ / ফুল / পাখি / মনীষী)।
২) রমার ভাইয়ের নাম- (রমেশ / বেণী / যতীন / আকবর)।
৩) কবি শুকনো গাছটিকে দেখেছিলেন- (রাস্তায় / ফুটপাথে / গলির মোড়ে / ট্যাক্সিতে)।
৪) আম, লিচুর বীজ পাকে যে মাসে- (বৈশাখ / জৈষ্ঠ / আষাঢ় / শ্রাবণ) ।
খ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৩টি) ১*৩=৩
১) মাস্তুলে দীপ জ্বলে কেনো?
২) ডাম্বলকে ইস্কুলে ভর্ত্তি করা হয় নি কেনো?
৩) ‘দু-পহর’ শব্দের অর্থ কী?
৪) উঠানেতে কী কী শুকাচ্ছে?
৫) লেখকের বর্ণনা অনুসারে তখনকার নাটোরের মহারাজার নাম কী ছিল?
গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৩টি) ২*৩=৬
১) ‘মানুষ বড়ো কাঁদছে’- কী কারণে কবি এই কথা বলেছেন?
২) ‘মানুষ খাঁটি কিনা বোঝা যায় শুধু টাকার সম্পর্কে’- কে, কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল?
৩) ‘ছন্নছাড়া’ কবিতায় ‘গাছটি’ কীভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে?
৪) ‘নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়’- উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো।
৫) ‘যেন ইন্দ্রপুরী’- কীসের সঙ্গে ‘ইন্দ্রপুরী’র তুলনা করা হয়েছে? কেনই বা লেখক এমন তুলনা করেছেন?
ঘ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১*৪=৪
১) লক্ষ্মণ মহাজনের বাড়িতে অপু কী কী খেয়েছিল?
২) রেল রেল খেলায় অপু কী দিয়ে টিকিট বানিয়েছিল?
৩) কোথায় কড়ি খেলার আড্ডা জমতো?
৪) বিশালাক্ষী দেবী ওলাওঠার মড়ক থেকে রক্ষা পাবার জন্য কি বলেছিল?
৫) অপু নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনীর গল্প কতদিন ধরে বলেছিল?
ঙ) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ ৩
১) চোখ অথবা মাথা দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে তিনটি বাক্য রচনা করো। ২
২) আলংকারিক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। ১
চ) যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করোঃ ৫*১=৫
১) তোমার দিদির বিয়ে উপলক্ষ্যে তুমি পাঁচদিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারো নি- ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র রচনা করো।
২) তোমার পাড়ার পথবাতিগুলি দীর্ঘদীন ধরে অকেজো হয়ে রয়েছে- এই বিষয়ে কোনো একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র রচনা করো।
অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন সেট ২ দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট সেট ২
অষ্টম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
অষ্টম শ্রেণি বাংলা নোটঃ
- বোঝাপড়া
- অদ্ভুত আতিথেয়তা
- চন্দ্রগুপ্ত
- বনভোজনের ব্যাপার
- সবুজ জামা
- চিঠি
- পরবাসী
- পথচলতি
- একটি চড়ুই পাখি
- দাঁড়াও
- ছন্নছাড়া
- পল্লীসমাজ
- গাছের কথা
- হাওয়ার গান
- কী করে বুঝব
- পাড়াগাঁর দু-পহর ভালোবাসি
- নাটোরের কথা
- গড়াই নদীর তীরে
- জেলখানার চিঠি
- স্বাধীনতা
- আদাব
- শিকল পরার গান
- হরিচরণ বন্দ্যোপাধ্যায়
- ঘুরে দাঁড়াও
- সুভা
- পরাজয়
- মাসিপিসি
- টিকিটের অ্যালবাম
- লোকটা জানলই না
- বাংলা ব্যাকরণ
- পথের পাঁচালী
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ