মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ ।। Madhyamik Geography Question 2024
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ ।। Madhyamik Geography Question 2024 প্রদান করা হলো। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য এই মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ ।। Madhyamik Geography Question 2024 ভালো করে দেখে নেওয়া আবশ্যক। এই মাধ্যমিক মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ ।। Madhyamik Geography Question 2024 ভালো করে পর্যবেক্ষণ করলে তোমরা মাধ্যমিক ভূগোল প্রশ্ন সম্পর্কে যেমন সুস্পষ্ট ধারণা লাভ করবে, তেমনি কোন কোন গল্প কবিতা থেকে তোনাদের বড়ো প্রশ্ন ও ছোট প্রশ্ন আসতে পারে সে সম্পর্কেও ধারণা পাবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪ ।। Madhyamik Geography Question 2024:
বিভাগ ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ১৪ = ১৪
১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো-
(ক) ভূমিকম্প
(খ) অগ্নুৎপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ) আবহবিকার
১.২ পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে –
(ক) বার্গসুন্ড
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
১.৩ বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো –
(ক) স্ট্র্যাটোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) আয়নোস্ফিয়ার
১.৪ বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন –
(ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
(খ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
(গ) উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উয়তা অপরিবর্তিত থাকে
(ঘ) অক্ষাংশের মান বৃদ্ধিতে উয়তা বৃদ্ধি পায়
১.৫ ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো – –
(ক) ৬ ঘন্টা
(খ) ৬ ঘন্টা ১৩ মিনিট
(গ) ৬ ঘন্টা ৩০ মিনিট
(ঘ) ৬ ঘন্টা ৪৫ মিনিট
১.৬. সমুদ্রের যে স্থানে উয় ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে –
(ক) হিমানী সম্প্রপাত
(খ) হিমশৈল
(গ) হিমপ্রাচীর
(ঘ) হিমগুল্ম
১.৭ বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো –
(ক) ধানের খোসা
(খ) ফ্লাই অ্যাশ
(গ) পলিথিন
(ঘ) ক্যাডমিয়াম
১.৮ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো-
(ক) ডাল হ্রদ
(খ) নৈনিতাল
(গ) উলার হ্রদ
(ঘ) প্যাংগং হ্রদ
১.৯ ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো—
(ক) শিলং মালভূমি
(খ) হিমালয়ের পাদদেশ অঞ্চল
(গ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
(ঘ) ছোটোনাগপুর মালভূমি
১.১০ ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো-
(ক) লোহিত মৃত্তিকা
(খ) পলি মৃত্তিকা
(গ) কৃষ্ণ মৃত্তিকা
(ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা
১.১১ ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত –
(ক) লক্ষ্ণৌ
(খ) নাগপুর
(গ) কটক
(ঘ) মুম্বই
১.১২ বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো –
(ক) কাগজ শিল্প
(খ) লৌহ-ইস্পাত শিল্প
(গ) দোহন শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
১.১৩ ‘ভারতের ডেট্রয়েট’ বলে পরিচিত –
(ক) জামশেদপুর
(খ) আহমেদাবাদ
(গ) পুনে
(ঘ) চেন্নাই
১.১৪ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং-এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো –
(ক) সবুজ
(খ) লাল
(গ) গাঢ় নীল
(ঘ) হলুদ
বিভাগ ‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো : (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১ × ৬ = ৬
২.১.১ নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়।
২.১.২ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।
২.১.৩ সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।
২.১.৪ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা।
২.১.৫ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।
২.১.৬ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ।
২.১.৭ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।
২. ২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১ × ৬ = ৬
২.২.১ প্রপাতকূপ (প্রাগুপুল) সৃষ্টি হয় _______এর পাদদেশে।
২.২.২ বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় _______ শক্তির প্রভাবে।
২.২.৩ নিরক্ষীয় অঞ্চলে_______ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
২.২.৪ শীতল_______ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ৷
২.২.৫ ব্যবহৃত ইম্প্লেকশন সিরিঞ্জ একটি _______বর্জ্য।
২.২.৬ ন্যাপথা _______শিল্পের প্রধান কাঁচামাল।
২.২.৭ ২০১১ খ্রিষ্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল_______।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১ × ৬ = ৬
২.৩.১ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধা দেখা যায় ?
২.৩.২ বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় ?
২.৩.৩ কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয় ?
২.৩.৪ কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কী?
২.৩.৫ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে ?
২.৩.৬ শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিে একটি বৈশিষ্ট্য ?
২.৩.৭ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী ?
২.৩.৮ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো ।
২.৪. বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১ × ৪ = ৪
বামদিক | ডানদিক |
২.৪.১ কাশ্মীর উপত্যকা | ১। আল্পীয় উদ্ভিদ |
২.৪.২ লুনি নদী | ২। সংকর ইস্পাত কেন্দ্র |
২.৪.৩ রডোডেনড্রন | ৩। জাফরান |
২.৪.৪ সালেম | ৪। রাজস্থান |
বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২ x ৬ = ১২
৩.১ নগ্নীভবনের সংজ্ঞা দাও। অথবা, কার্যকারী সৌর বিকিরণ’ বলতে কী বোঝো ?
৩.২ ‘আপেক্ষিক আর্দ্রতার’ সংজ্ঞা দাও। অথবা, ‘অ্যাপোজি জোয়ার’ বলতে কী বোঝো ?
৩.৩ কঠিন বর্জ্য” পদার্থের সংজ্ঞা দাও। অথবা, বর্জ্যের পৃথকীকরণ কী ?
৩.৪ ‘কয়াল’ বলতে কী বোঝো ? অথবা, কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গানদীর সৃষ্টি করেছে?
৩.৫ বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। অথবা, ‘শিকড় আলগা শিল্প’ বলতে কি বোঝো ?
৩.৬ দূর সংবেদনের সংজ্ঞা দাও। অথবা, ‘জিও স্টেশনারি উপগ্রহ’ বলতে কী বোঝো ?
বিভাগ ‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩ × ৪ = ১২
৪.১ হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন ? অথবা, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো ।
৪.২ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যোর পার্থক্য লেখো। অথবা, পরিবেশের উপর বর্জ্যোর তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
৪.৩ মৃত্তিকা সংরক্ষণের যে কোন তিনটি পদ্ধতি উল্লেখ করো। অথবা, ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো ।
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো। অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।
বিভাগ ‘ঙ’
(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্র আবশ্যিক নয়)
৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
৫.১.১ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ।
৫.১.২ পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো ।
৫.১.৩ ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো ।
৫.১.৪ পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫ x ২ = ১০
৫.২.১ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো ।
৫.২.৩ ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো।
৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.২.৪ ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো ।
বিভাগ ‘চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১ x ১০ = ১০
৬.১ মেঘালয় মালভূমি
৬.২ মালাবার উপকূল
৬.৩ নর্মদা নদী
৬.৪ শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
৬.৫ একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল
৬.৬ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র
৬.৭ পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
৬.৮ উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ী নির্মাণ শিল্প
৬.৯ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দ
৬.১০ বেঙ্গালুরু
অথবা
(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )
৬. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১ x ১০ = ১০
৬.১ ভারতের নবীনতম রাজ্য কোনটি ?
৬.২ মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো।
৬.৩ সিন্ধু নদের একটি উপনদীর নাম উল্লেখ করো ।
৬.৪ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী ?
৬.৫ পাগ্রাবের শীতকালীন বৃষ্টিপাতের উৎস কী ?
৬.৬ ডেকানট্র্যাপ অঞ্চলে কোন ধরণের মৃত্তিকা দেখা যায় ?
৬.৭ ভারতের প্রধান কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো
- জ্ঞানচক্ষু
- অসুখী একজন
- আয় আরো বেঁধে বেঁধে থাকি
- আফ্রিকা
- হারিয়ে যাওয়া কালি কলম
- বহুরুপী
- সিরাজদ্দৌলা
- অভিষেক
- পথের দাবী
- প্রলয়োল্লাস
- সিন্ধুতীরে
- অদল বদল
- অস্ত্রের বিরুদ্ধে গান
- বাংলা ভাষায় বিজ্ঞান
- নদীর বিদ্রোহ
- কোনি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ