বাংলা ব্যাকরণ চর্চা । দশম শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ চর্চা । দশম শ্রেণি বাংলা প্রদান করা হলো। দশম শ্রেণির বাংলা ব্যাকরণ চর্চায় এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীদের মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে।
বাংলা ব্যাকরণ চর্চা । দশম শ্রেণি বাংলা :
১) ব্যুৎপত্তি অনুসারে ‘কারক’ শব্দটির অর্থ হল – যে করে
২) ধাতুবিভক্তির আর একটি নাম হল – ক্রিয়াবিভক্তি
৩) বিভক্তি ও অনুসর্গের বহুল প্রয়োগ দেখা যায় – করণ কারকে
৪) অকারক পদ হল – দুই প্রকার
৫) ক্রিয়ার আধারকে বলা হয় – অধিকরণ
৬) টি, টা, গুলি, গুলা এগুলি হল – নির্দেশক
৭) কলমটি রাস্তায় পেলাম – নিম্নরেখ পদটি হল – অধিকরণ কারক
৮) বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারক – তিন প্রকার
৯) শব্দবিভক্তি ব্যবহৃত হয় – নামপদে
১০) মায়ে-মেয়ে রান্না করে। – নিম্নরেখ পদটি হল – সহযোগী কর্তা
১১) ব্যাকরণগতভাবে ‘সমাস’ শব্দটির অর্থ – সংক্ষিপ্তকরণ
১২) উভয় পদের অর্থই প্রাধান্য পায় – দ্বন্দ্ব সমাসে
১৩) ‘গিন্নিমা’ – এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল – যে গিন্নি সেই মা
১৪) সমাসের বর্তমান শ্রেনিবিভাগ হল – আটটি
১৫) একাধিক সমাসবদ্ধ পদ সহযোগে গঠিত হয় – বাক্যাশ্রয়ী সমাস
১৬) সমাসে প্রাধান্য পায় – অর্থ
১৭) রূপক কর্মধারয় সমাসে ব্যবহৃত ‘রূপ’ যে ধরণের শব্দ – সাদৃশ্যবাচক
১৮) পরপদকেই বলা হয় – উত্তরপদ
১৯) সমাসে গঠন করা হয় – শব্দ
২০) সমাসে মিলন ঘটে – একাধিক পদের
মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক ২০২৫ ভূগোল সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো
- জ্ঞানচক্ষু
- অসুখী একজন
- আয় আরো বেঁধে বেঁধে থাকি
- আফ্রিকা
- হারিয়ে যাওয়া কালি কলম
- বহুরুপী
- সিরাজদ্দৌলা
- অভিষেক
- পথের দাবী
- প্রলয়োল্লাস
- সিন্ধুতীরে
- অদল বদল
- অস্ত্রের বিরুদ্ধে গান
- বাংলা ভাষায় বিজ্ঞান
- নদীর বিদ্রোহ
- কোনি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ