দশম শ্রেণির টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্ন

দশম শ্রেণির টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের অনুশীলনের জন্য দশম শ্রেণির টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্ন প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই বাংলা ডেমো প্রশ্নপত্রটি সমাধান করলে তাদের মাধ্যমিক বাংলা তথা টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

দশম শ্রেণির টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নঃ 

শিক্ষালয়, অনুপম ধর

শ্রেণিঃ দশম  বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৯০  সময়ঃ ৩ ঘন্টা ১৫ মিনিট 

১. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১×১৭=১৭

১.১ গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?
(ক) পুলিশস্টেশনে (খ) জাহাজ ঘাটায় (গ) রেলস্টেশনে (ঘ) বিমানবন্দরে

১.২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—
(ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা

১.৩ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ?
(ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে

১.৪ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) লোরচন্দ্রাণী (খ) পদ্মাবতী (গ) সতীময়না (ঘ) তোফা

১.৫ “প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস” – ‘প্রদোষ’ শব্দের অর্থ—
(ক) সন্ধ্যা (খ) ভোর (ঘ) দুপুর (গ) রাত্রি

১.৬ ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
(ক) ইন্দিরা (খ) সরমা (গ ) নিকষা (ঘ) প্রমীলা

১.৭ “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন,” তার পোশাকি নাম—
(ক) রিজার্ভার (খ) স্টাইলাস (গ) পার্কার (ঘ) পাইলট

১.৮ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম—
(ক) বনফুল (খ) পরশুরাম (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়

১.৯ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি—
(ক) ইংরেজি ভাষায় দক্ষ (খ) বাংলা ভাষায় দক্ষ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে (ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে

১.১০ বিভক্তি—
(ক) সর্বদা শব্দের পূর্বে বসে (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয় (গ) শব্দের পরে আলাদাভাবে বসে (ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে

১.১১ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।’ নিম্নরেখ পদটি—
(ক) অপাদান কারক (খ ) কর্মকারক (গ) করণ কারক (ঘ) অধিকরণ কারক

১.১২ কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে
(ক) পূর্বপদের অর্থের (খ) পরপদের অর্থের (গ) উভয় পদের (ঘ) ভিন্ন অর্থ সমস্তপদের

১.১৩ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি।— নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ ?
(ক) অভ্যয়ীভাব (খ) নঞ্তৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) কর্মধারয়

১.১৪ “এইটুকু কাশির পরিশ্রমেই যে হাঁপাইতে লাগিল।”— বাক্যটি কোন্ শ্রেণির ?
(ক) সরলবাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্রবাক্য

১.১৫ যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়—
(ক) অনুজ্ঞাসূচক বাক্য (খ) নির্দেশক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ) প্রশ্নবোধক বাক্য

১.১৬ যে বাক্যে কর্ম কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে—
(ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৭ পাঁচদিন নদীকে দেখা হয়নাই।- এটি কোন বাচ্যের উদাহরণ—
(ক) কর্তৃবাচ্য (খ) ভাববাচ্য (গ) কর্মবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য

 

২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১৯=১৯

২. যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

২.১.১ তপনের গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল ?

২.১.২ “এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল।”— উদ্দিষ্ট ব্যক্তি কীসের পাতা জলে ফেলতে লাগল ?

২.১.৩ ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।”– ‘ভ্রম’টি কী ?

২.১.৪ ‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন ?

২.১.৫ জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?

 

২.২ যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

২.২.১ “শিশু আর বাড়িরা খুন হলো।”— ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন ?

২.২.২ “আমাদের পথ নেই আর”— তাহলে আমাদের করণীয় কী ?

২.২.৩ ‘এসো যুগান্তের কবি’— কবির ভূমিকাটি কী হবে ?

২.২.৪ ‘অস্ত্র ফ্যালো অস্ত্র রাখো’— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?

২.২.৫ “দেখিয়া রূপের কলা / বিস্মিত হইল বালা / অনুমান করে নিজ চিতে।”— ‘বালা’ কী অনুমান করেছিল ?

 

২.৩ যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩

২.৩.১ ‘হারিয়ে যাওয়া কালি কলম’— এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম ?

২.৩.২ “আমরা ফেরার পথে কোনও পুকুরে তা ফেলে দিয়ে আসতাম।”— বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন ?

২.৩.৩ বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিল ?

২.৩.৪ পরিভাষার উদ্দেশ্য কী ?

 

২.৪ যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও : ১×৮=৮

২.৪.১ ‘শূন্যবিভক্তি’ কাকে বলে ?

২.৪.২ ‘অস্ত্র রাখো’— নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো।

২.৪.৩ নিত্যসমাস কাকে বলে ?

২.৪.৪ ‘চরণ কমলের ন্যায়’— ব্যাসবাক্যটি সমাসবন্ধ করে সমাসের নাম লেখো।

২.৪.৫ আমি গ্রামের ছেলে – বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ।

২.৪.৬ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও।

২.৪.৭ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো।

২.৪.৮ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও।

২.৪.৯ অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না প্রশ্নবাচক বাক্যে পরিবর্তন করো।

২.৪.১০ এ কার  লেখা ? – কর্তৃবাচ্যে পরিবর্তন করো ।

 

৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩ × ২ = ৬

৩.১ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১.১ হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন ? তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। ১+২

৩.১.২ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ।’— কে বুঝতে পেরেছে ? নদীর বিদ্রোহ বলতে কী বোঝাতে চেয়েছে ?

 

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩ × ১ = ৩

৩.২.১ “আসছে নবীন— জীবনহারা অ- সুন্দরে করতে ছেদন!” — উদ্ধৃতিটির তাৎপর্য লেখো ।

৩.২.২ “জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া” – কাকে মহাবাহু বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ?

 

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ১ = ৫

৪.১ “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে”— বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও। ১+৪

৪.২ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’ – সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সে কীভাবে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে?  

 

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিকে যুদ্ধ বিরোধী কবিতা বলা যায় কিনা তা আলোচনা করো। 

৫.২ ‘বিদায় এবে দেহ বিধূমুখী’- বিধূমুখী কে? ইন্দ্রজিতের সাথে তার কথোপকথন আলোচনা করো। 

 

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৬.১ “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”— এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো।

৬.২ ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।

 

৭. কম-বেশি ১২০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

৭.১ ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ৪

৭.২ ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা’ – তাৎপর্য ব্যাখ্যা করো।  ৪ 

 

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৮.১ কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি আলোচনা করো। ৫ 

৮.২ ক্ষিদা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো । ৫

৮.৩ “আমার আসল লজ্জা জলে, আসল গর্বও জলে’ – উপন্যাস অবলম্বনে মন্তব্যের যথার্থতা বিচার করো। ৫  

 

৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪
One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly , he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.

 

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

১০.১ নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো । ৫ 

১০.২ ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ৫ 

 

১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো : ১০
১১.১ বাংলার ঋতু বৈচিত্র্য। 
১১.২ দৈনন্দিন জীবনে  বিজ্ঞান। 
১১.৩ একটি শীতের সকাল। 
১১.৪ ভ্রমণের প্রয়োজনীয়তা 

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-history-suggestion-2025

মাধ্যমিক ২০২৫ ভূগোল সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

madhyamik-geography-suggestion-2025

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-2025-bengali-suggestion

 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?