নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ইতিহাস সাজেশন অনুসরণ করে তাদের নবম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

নবম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট ইতিহাস সাজেশন :

মান ২/৪ঃ

১) ‘ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ – আলোচনা করো।

২) টীকা লেখো: মহাদেশীয় অবরোধ ব্যবস্থা।

৩) ফেব্রুয়ারী বিপ্লব অথবা জুলাই বিপ্লবের সংক্ষিপ্ত পরিচয় দাও।

৪) ভিয়েনা সম্মেলনের আদর্শ ও উদ্দেশ্য কী ছিল?

৫) শিল্পবিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম হয়েছিল?

৬) ভার্সাই সন্ধির শর্তগুলি আলোচনা করো।

৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত কী পরিবর্তন ঘটে?

৮) রুশোর চিন্তাধারা কীভাবে ফরাসি বিপ্লবকে উদ্দীপিত করেছিল?

৯) ফরাসি বিপ্লবে নারীদের কী ভূমিকা ছিল?

১০) টীকাঃ ধর্মমীমাংসা চুক্তি।

১১) নেপোলিয়নের মস্কো অভিযান ব্যর্থ হয়েছিল কেন?

১২) ইটালির জাতীয়তাবাদের ক্ষেত্রে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো।

১৩) ভার্সাই সন্ধিতে জার্মানি অসন্তুষ্ট হয় কেন?

১৪) মিউনিখ চুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখো।

১৫) পূর্বতন সমাজ বা Ancien Regime বলতে কী বোঝো?

১৬) ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো।

১৭) শিল্পবিপ্লবের বৈশিষ্ট্যগুলি লেখো।

১৮) টীকাঃ NEP

১৯) মুসোলিনি কীভাবে ইটালিতে ক্ষমতা প্রতিষ্ঠা করেন?

২০) বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল?

২১) টীকাঃ অপারেশন বারবারোসা। 

২২) টীকাঃ কোড নেপোলিয়ন। 

২৩) টীকাঃ স্পেনীয় ক্ষত। 

২৪) টীকাঃ টেনিস কোর্টের শপথ। 

২৫) টীকাঃ শত দিবসের রাজত্ব। 

২৬) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো। 

২৭) টীকা লেখোঃ মেটারনিখ ব্যবস্থা।

২৮) সেরাজেভো হত্যাকান্ড বলতে কী বোঝ?

২৯) ভার্সাই চুক্তিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেনো? 

৩০) টীকাঃ এপ্রিল থিসিস। 

৩১) টীকাঃ ত্রিশক্তি আঁতাত।

৩২) টীকাঃ ত্রিশক্তি মৈত্রী।

৩৩) ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? 

৩৪) পোড়ামাটি নীতি কী? 

৩৫) টীকাঃ রক্তাক্ত রবিবার। 

৩৬) হুভার মোরিটোরিয়াম কী?

৩৭) ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী? 

৩৮) জাতিসংঘ গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 

৩৯) টীকাঃ চীনা তরমুজের বাটোয়ারা। 

৪০) নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 

 

মান ৮ঃ 

১) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। 

২) নেপোলিয়নের ক্ষমতা লাভ আলোচনা করো। 

৩) বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন?

৪) ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো।

৪) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কাকে বলে? এই ব্যবস্থার পরিচয় দাও।  

৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।

৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো।

৭) ১৯১৭ খ্রিঃ রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো।

৮) স্পেনের গৃহযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। 

 

নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবেঃ  

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page