নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Nine Second Unit Test Bengali Question
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Nine Second Unit Test Bengali Question প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Nine Second Unit Test Bengali Question অনুশীলন করলে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Nine Second Unit Test Bengali Question:
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ নবম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*১০=১০
১.১) নারীকূলের রত্নবিশেষ হলেন- ক) মিস মুলার খ) মিস নোবেল গ) মিসেস সেভিয়ার ঘ) মিসেস বুল
১.২) ছোট্ট একটি ফুল দুলছে- ক) ভোরবেলায় খ) রাত্রিতে গ) দ্বিপ্রহরে ঘ) সন্ধ্যায়
১.৩) বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি হল- ক) মঙ্গলকাব্য খ) শাক্ত পদাবলি গ) পদাবলি ঘ) নাথ সাহিত্য
১.৪) রাধারাণীর মা আপিল করেছিল- ক) সুপ্রিমকোর্টে খ) হাইকোর্টে গ) প্রিভি কৌন্সিলে ঘ) ডিভিশন বেঞ্চে
১.৫) সন্ধ্যাকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?- ক) মৃত মনিয়া খ) কামরাঙা-লাল মেঘ গ) কেশবতী কন্যা ঘ) রূপসীর চুল
১.৬) উর্দু ভাষার একজন বিখ্যাত কবি হলেন- ক) ইকবাল খ) প্রেমচন্দ্র গ) মুরশিদিয়া ঘ) নজরুল
১.৭) ‘চিনি’ শব্দটি যে-ভাষা থেকে এসেছে- ক) চিনা খ) বর্মি গ) জাপানি ঘ) তুর্কি
১.৮) যে-শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যাবহারিক অর্থে ব্যবহৃত হয়, তাকে বলে- ক) যোগরূঢ় শব্দ খ) যৌগিক শব্দ গ) রাঢ়ি শব্দ ঘ) সাধিত শব্দ
১.৯) ছেলেবেলায় প্রোফেসর শঙ্কুর বাড়িতে পোষা পাখিটি হল- ক) শালিক খ) টিয়া গ) ময়না ঘ) কাক
১.১০) ম্যালি ফাউল পাখি সাধারণত কোথায় দেখা যায়?- ক) আমেরিকাতে খ) জাপানে গ) ভারতে ঘ) অষ্ট্রেলিয়াতে
২) কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাওঃ ১*৫=৫
২.১) ‘নব নব সৃষ্টি’ রচনাংশে উল্লিখিত ‘আলাল’ ও ‘হুতোম’ কাদের লেখা? গ্রন্থ দুটির প্রকৃত নাম কী?
২.২) কেশবভতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে?
২.৩) মিসেস সেভিয়ারকে ‘নারীকূলের রত্নবিশেষ’ বলা হয়েছে কেন?
২.৪) প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুটির নাম কী?
২.৫) অর্থগত দিক থেকে শব্দকে কতভাগে ভাগ করা যায় ও কী কী?
৩) কমবেশি ৬০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬
৩.১) ‘নটেগাছটা বুড়িয়ে ওঠে’- এর অর্থ কী? ‘কিন্তু মুড়য় না’ কেন?
৩.২) ‘পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো’- কন্যাটি কে? পৃথিবীর কোনো পথ তাকে দেখতে না-পাওয়ার তাৎপর্য কী?
৩.৩) ‘কন্ঠস্বর শুনিয়া রাধারাণীর রোদন বন্ধ হইল’- কার কন্ঠস্বর শুনে কেন রাধারাণীর রোদন বন্ধ হয়েছিল?
৪) কমবেশি ১৫০টি শব্দে দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না’- লেখকের এই অভিমতের কারণ কী- যুক্তি দিয়ে আলোচনা করো।
অথবা, ‘এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি’- লেখক কোন সাহিত্যের কথা বলেছেন? সেই সাহিত্যের প্রাণ এবং দেহ খাঁটি বাঙালি বলা হয়েছে কেন?
৪.২) ‘মরদ কি বাত হাতি কা দাঁত’- কথাটি কে, কাকে বলেছেন? এ কথা বলার কারণ কী?
অথবা, ‘আঁচলটা নিঙড়ে পড়িব এখন’- কে, কাকে কথাটি বলেছিল? আঁচলটি নিঙড়ে পরার প্রসঙ্গ এল কেন?
৫) কমবেশি ১৫০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) ‘কর্ভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে’- প্রোফেসর শঙ্কুর এরকম ধারণা কেন হয়েছিল?
৫.২) ‘কর্ভাসসহ আমার বক্তৃতাটা হয়েছে- অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ’- প্রফেসর শঙ্কুর বক্তৃতা ও ডিমন্সট্রেশনের বর্ণনা দাও।
৬) যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪
৬.১) ভাবার্থ লেখোঃ
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর।
মানুষের মাঝে স্বর্গ-নরক-মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায়গো লয়।
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়েঘরে।
৬.২) নিম্নলিখিত কাহিনিসূত্র অবলম্বনে উপযুক্ত শিরোনামসহ গল্পরচনা করোঃ
সংকেতসূত্রঃ এক ভদ্রলোক কুকুর নিয়ে বাড়াতে যান- কুকুরের সামনে গাছ থেকে পাখির ছানা পড়ে- কুকুরটি ছানাটিকে ধরতে যায়- ছানাটির মা ঝাঁপিয়ে পড়ে কুকুরতির সামনে- পাখির সাহসে ভদ্রলোক স্তম্ভিত।
নবম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
নবম শ্রেণি বাংলা নোটঃ
- কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
- ইলিয়াস
- ধীবর বৃত্তান্ত
- দাম
- নব নব সৃষ্টি
- হিমালয় দর্শন
- নোঙর
- আকাশে সাতটি তারা
- খেয়া
- আবহমান
- চিঠি
- ভাঙার গান
- আমরা
- নিরুদ্দেশ
- রাধারাণী
- চন্দ্রনাথ
- প্রফেসর শঙ্কুর ডায়রি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ