দশম শ্রেণি ভূগোল প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট)

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট)

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণি ভূগোল প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট) প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই দশম শ্রেণি ভূগোল প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট) অনুশীলন করলে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

দশম শ্রেণি ভূগোল প্রশ্ন (দ্বিতীয় ইউনিট টেস্ট): 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণি- দশম , বিষয়- ভূগোল

পূর্ণমান- ৫০ , সময়- ২ ঘণ্টা

ক)  একটি বাক্যে উত্তর দাওঃ- (যে কোন ১১ টি)   ১১*১=১১

  1. প্রতি কিমিতে কত হারে উষ্ণতা কমে?
  2. ওজন গ্যাস কে আবিষ্কার করেন?
  3. কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কতো?
  4. আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
  5. মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কতো?
  6. পেরিজির সঙ্গে সিজিগির মিলনকে কি বলে?
  7. পৃথিবী- চাঁদ- সূর্যের সরলরৈখিক অবস্থান কী নামে পরিচিত?
  8. গমের একটি উচ্চফলনশীল বীজের নাম লেখ।
  9. ভারতের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
  10. TISCO কথার অর্থ কি?
  11. ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি?
  12. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
  13. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বাধিক?
  14. ব্রাজিল স্রোত উষ্ণ না শীতল?
  15. দুটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখো। 

খ)  সংক্ষিপ্ত উত্তর দাওঃ- (যে কোন ৫টি)   ৫*২=১০

  1. ইনসোলেশন বলতে কি বোঝ?
  2. অ্যাডভেকশন কাকে বলে?
  3. গৌণ জোয়ার কাকে বলে?
  4. জায়র বলতে কি বোঝ?
  5. স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়?
  6. সোনালি চতুর্ভুজ কী?
  7. অস্থানু শিল্প কাকে বলে?
  8. বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝায়?

গ)  ব্যাখ্যামূলক উত্তর দাওঃ- (যে কোন ৩টি)  ৩*৩=৯

  1. জেট বায়ুর পরিচয় দাও।
  2. এল নিনো ও লা নিনা বলতে কি বোঝ?
  3. সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গের মধ্যে তুলনা করো।
  4. ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো।
  5. ভারতের কোথায় কোথায় গম উৎপাদিত হয় লেখো।
  6. শহর বা নগর গড়ে ওঠার তিনটি কারণ আলোচনা করো।

ঘ)  বর্ণনামূলক উত্তর দাওঃ- (যে কোন ৪টি)  ৮*৫=২০

  1. তাপমাত্রার বণ্টনের পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। অথবা, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন চিত্রসহ আলোচনা করো।
  2. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি কী কী? অথবা, পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
  3. ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি কী কী? অথবা, ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো।
  4. পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। অথবা, ভারতের অসম জনবিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। 

দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-2025-bengali-suggestion

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

madhyamik-history-suggestion-2025 

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেmadhyamik-geography-suggestion-2025

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?