প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । দশম শ্রেণি ইতিহাস
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । দশম শ্রেণি ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । দশম শ্রেণি ইতিহাস প্রশ্নের উত্তরগুলি অনুশীলন করলে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ । দশম শ্রেণি ইতিহাস :
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ MCQ প্রশ্নের উত্তর : (মান ১)
১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন – ভবানী পাঠক
২) ভারতে প্রথম নীলকর ছিলেন – লুই বোনার্ড
৩) বারাসত বিদ্রোহে নেতৃত্ব দেন – তিতুমির
৪) ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন – রানি শিরোমণি
৫) সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল – ১৮৫৫ খ্রিস্টাব্দে
৬) রংপুর বিদ্রোহের নেতা ছিলেন – নুরুলউদ্দিন
৭) ‘বাংলার নানাসাহেব’ বলা হত – রামরতন মল্লিককে
৮) ‘তারিকা-ই-মহম্মদীয়া’ কথাটির অর্থ হল – হজরত মহম্মদ নির্দেশিত পথ
৯) ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ হল – পাহাড়ের প্রান্তদেশ
১০) বাঁশের কেল্লা ধ্বংস হয় – লর্ড বেন্টিঙ্কের আদেশে
১১) দুর্জন সিং যে বিদ্রোহের নেতা ছিলেন – চুয়াড় বিদ্রোহ
১২) নীল বিদ্রোহ শুরু হয় – ১৮৫৯ খ্রিস্টাব্দে
১৩) নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল যে সংবাদপত্র তার নাম হল – হিন্দু প্যাট্রিয়ট
১৪) বিরসা মুন্ডা মারা যান – কলেরা রোগে
১৫) ‘দাদন’ কথার অর্থ হল – অগ্রিম অর্থ নেওয়া
১৬) ‘জমি আল্লাহর দান’ বলেছিলেন – দুদু মিঞা
১৭) The Santal Insurrection of 1855-57 গ্রন্থটি লিখেছিলেন – কালীকিংকর দত্ত
১৮) কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল – ছোটোনাগপুরে
১৯) ঈশানচন্দ্র রায় যে বিদ্রোহে নেতৃত্ব দেন – পাবনা বিদ্রোহে
২০) সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন – কোল বিদ্রোহে
২১) ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত – রংপুর বিদ্রোহে
২২) পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল – ১৮৭০ খ্রিস্টাব্দে
২৩) খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হল – মুন্ডা
২৪) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ আছে যে উপন্যাসে – আনন্দমঠ
২৫) পাগলপন্থী আদর্শের প্রবর্তক ছিলেন – করিম শাহ
২৬) বালাকোটের যুদ্ধ হয়েছিল – ১৮৩১ খ্রিস্টাব্দে
২৭) ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠিত হয় – ১৮৩৪ খ্রিস্টাব্দে
২৮) ‘দার-উল-হারব’ কথার অর্থ হল – শত্রুর দেশ
২৯) ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় – ১৮৬৫ খ্রিস্টাব্দে
৩০) ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় – তিনটি স্তরে
৩১) ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড়ো অংশ ছিলেন – কৃষক
৩২) প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি – কৃষক বিদ্রোহ
৩৩) তিতুমিরের প্রকৃত নাম ছিল – মির নিশার আলি
৩৪) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন – দেবী চৌধুরানি
৩৫) ‘ফুল’ শব্দটি দিয়ে বোঝানো হয় – সাঁওতাল বিদ্রোহকে
৩৬) আদিবাসী চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে – জঙ্গলমহল অঞ্চলে
৩৭) ব্রিটিশরা ‘চোর-ডাকাত’-এর তকমা দিয়েছিল – সন্ন্যাসী-ফকির বিদ্রোহীদের
৩৮) মেদিনীপুরের চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন – রানি শিরোমণি
৩৯) ‘খুৎকাঠি’ প্রথা হল – জমির যৌথ মালিকানা
৪০) মুন্ডাদের কাছে ‘ভগবান’ রূপে আখ্যায়িত হন – বিরসা মুন্ডা
৪১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা হলেন – চিরাগ আলি
৪২) দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল – ব্রিটিশ সরকার
৪৩) ‘হুল’ কথাটির অর্থ হল – বিদ্রোহ
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ SAQ প্রশ্নের উত্তর : (মান ১)
১) তিতুমিরের অনুগামীরা কী নামে পরিচিত ছিল ?
উঃ তিতুমিরের অনুগামীরা হেদায়েতী নামে পরিচিত ছিল।
২) ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কী ?
উঃ ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিকা-ই-মহম্মদীয়া।
৩) ‘পাইক’ কাদের বলা হত ?
উঃ চুয়াড়রা মূলত মেদিনীপুর ,বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিম বাংলার জঙ্গলমহল বনাঞ্চলের অধিবাসী ।কৃষিকাজ ও পশুশিকারের পাশাপাশি এরা স্থানীয় জমিদারদের অধীনে সৈনিক বা পাইকের কাজ করত বলে এদের ‘পাইক’ বলা হয়।
৪) উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল ?
উঃ উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক অরণ্য আইন, ইংরেজ কোম্পানির অত্যাধিক হারে রাজস্ব আদায় এবং কৃষকদের দিয়ে বল্পূর্বক বাণিজ্যিক ফসল যেমন নীল, তুলো,আফিমের উৎপাদন।
৫) ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয় ?
উঃ ১৯০৮ সালে ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয়।
৬) ‘ধরতি আবা’ বা ‘সিং বোস্তা’ নামে কে পরিচিত এবং তাঁর উপাস্য দেবতার নাম কী ?
উঃ ‘ধরতি আবা’ বা ‘সিং বোস্তা’ নামে কে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। উপাস্য দেবতা হলেন সূর্য।
৭) বেগারি প্রথা কী ?
উঃ বেগারি প্রথা হল জমিদার, মহাজন ও ঠিকাদারদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রম দিতে বাধ্য করার ঘটনা।
৮) সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো।
উঃ সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন সিধু।
৯) দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ কবে শুরু হয় ?
উঃ দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ ১৭৯৮ থেকে ১৭৯৯ খ্রিষ্টাব্দের মধ্যে সংঘটিত হয়েছিল ।
১০) ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ?
উঃ হাজি শরিয়তউল্লাহ হলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক।
১১) তিতুমির কোথায় বাঁশের কেন্দ্রা বানিয়েছিলেন ?
উঃ বারাসতের নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিল ।
১২) ওয়াহাবি কথার অর্থ কী ?
উঃ ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ।
১৩) চুয়াড় কারা ?
উঃ জঙ্গলমহলের আদি অধিবাসীদের ইংরেজরা বা ইংরেজ সমর্থকেরা চুয়াড় বলে অভিহিত করত ।
১৪) কত খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠিত হয় ?
উঃ ১৮৬০ খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়।
১৫) মুন্ডা বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো।
উঃ মুন্ডা বিদ্রোহের একজন নেতা হলেন বিরসা মুন্ডা।
১৬) সাঁওতাল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো।
উঃ ১৮৫৫ -১৮৫৬ -এই সময়ে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
১৭) মুন্ডা বিদ্রোহের সময়কাল উল্লেখ করো।
উঃ ১৮৯৯ -১৯০০-এই সময়ে মুন্ডা বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
১৮) ওয়াহাবি আন্দোলনের সময়কাল উল্লেখ করো।
উঃ ১৮২০ -১৮৮৫-এই সময়ে ওয়াহাবি আন্দোলন সংঘটিত হয়েছিল।
১৯) রানি শিরোমণি কে ছিলেন ?
উঃ মেদিনিপুরের চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন রানি রাসমনী ।
২০) দুদু মিঞার আসল নাম কী ?
উঃ দুদু মিঞার আসল নাম মহম্মদ মহসীন।
২১) ‘দিকু’ কাদের বলা হত ?
উঃ সাঁওতালদের এলাকার বাইরের থেকে আসা মানুষদের সাঁওতালরা দিকু বলে ডাকত।
২২) নীল বিদ্রোহ কোন্ অঞ্চলে প্রসার লাভ করেছিল ?
উঃ নীল বিদ্রোহ নদীয়া জেলার চৌগাছা অঞ্চলে শুরু হয়ে ক্রমে মালদহ , মুর্শিদাবাদ , পাবনা , ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
২৩) কোন্ অঞ্চলকে জঙ্গলমহল’ বলা হয় ?
উঃ বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুর , বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত অংশকে জঙ্গলমহল বলা হয়।
২৪) কোম্পানির শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি ?
উঃ কোম্পানির শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ হল চুয়াড় বিদ্রোহ।
২৫) বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল ?
উঃ উত্তর চব্বিশ পরগণা জেলার নারকেলবেড়িয়া গ্রাম ছিল বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান ঘাঁটি।
২৬) কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উঃ কোল বিদ্রোহের দুজন নেতা হলেন- বুদ্ধু ভগত এবং জোয়া ভগত।
২৭) ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন ?
উঃ ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমদ।
২৮) ‘উলগুলান’ বলতে কী বোঝায় ?
উঃ ‘উলগুলান’ বলতে বোঝায় বড় আন্দোলন।
২৯) ভগনাডিহিতে কোন্ বিদ্রোহের সূচনা হয়েছিল ?
উঃ ভগনাডিহির মাঠে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল।
৩০) ফরাজি আন্দোলনের একজন নেতৃত্বের নাম লেখো।
উঃ ফরাজী আন্দোলনের একজন নেতার নাম মহম্মদ মহসীন।
৩১) নীল বিদ্রোহের একজন নেতৃত্বের নাম লেখো।
উঃ দিগম্বর বিশ্বাস হলেন নীল বিদ্রোহের একজন নেতা।
৩২) নীল বিদ্রোহের সময়কাল উল্লেখ করো।
উঃ নীল বিদ্রোহের সময়কাল হল ১৮৫৯ -১৮৬০ খ্রিষ্টাব্দ।
৩৩) সাঁওতাল বিদ্রোহের বিস্তার কোন্ কোন্ অঞ্চলে হয়েছিল ?
উঃ ১৮৫৫ সালের ৩০ জুন ভগনাডিহির মাঠ থেকে শুরু করে এই বিদ্রোহ মেদিনীপুর, বীরভূম, রাঁচি, হাজারিবাগ, ছোটনাগপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
৩৪) ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উঃ ওয়াহাবি আন্দোলনের দুজন নেতা হলেন সৈয়দ আহমদ এবং মির নিশার আলি বা তিতুমির।
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ সংক্ষিপ্ত প্রশ্ন : (মান ২)
১) ‘বিপ্লব’ বলতে কী বোঝায় ?
২) নীল কমিশন কী উদ্দেশ্যে এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
৩) ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল?
৪) বারাসত বিদ্রোহ’ কী?’
৫) তিন কাঠিয়া প্রথা’ কী ?
৬) দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো।
৭) মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল ?
৮) কোন্ কোন্ পত্রিকায় নীলচাষিদের ওপর নীলকরদের অত্যাচারের কাহিনি প্রকাশিত হয়?
৯) ঔপনিবেশিক বাংলায় ধর্মের ছত্রছায়ায় সংঘটিত দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো।
১০) জমিদার কৃষ্ণদেব রায় কেন তিতুমিরের শত্রু হয়ে ওঠেন?
১১) নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।
১২) ‘তারিকা-ই-মহম্মদীয়া’ কী?
১৩) খুৎকাঠি প্রথা কী ?
১৪) পাগলপন্থী কাদের বলা হয়।
১৫) নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল?
১৬) কোল বিদ্রোহের দুটি কারণ লেখো।
১৭) ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো।
১৮) বিদ্রোহ কাকে বলে?
১৯) তিতুমির কে ছিলেন এবং তিনি কাদের বিরুদ্ধে কীভাবে সংগ্রাম করেন?
২০) ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ বিশ্লেষণধর্মী প্রশ্ন : (মান ৪)
১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো।
২) নীল বিদ্রোহের ফলাফল লেখো।
৩) টীকা লেখো : সাঁওতাল বিদ্রোহ।
৪) তিতুমিরের বারাসত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
৫) টীকা লেখো : ফরাজি আন্দোলন।
৬) নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ?
৭) টীকা লেখোঃ ফরাজি আন্দোলন।
৮) ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ?
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ রচনাধর্মী প্রশ্ন : (মান ৮)
১) সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কী? এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো।
২) মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো।
৩) নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো।
৪) বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের অবদান আলোচনা করো।
৫) ঔপনিবেশিক শাসনে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ বিস্তারিতভাবে আলোচনা করো।
মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো
- জ্ঞানচক্ষু
- অসুখী একজন
- আয় আরো বেঁধে বেঁধে থাকি
- আফ্রিকা
- হারিয়ে যাওয়া কালি কলম
- বহুরুপী
- সিরাজদ্দৌলা
- অভিষেক
- পথের দাবী
- প্রলয়োল্লাস
- সিন্ধুতীরে
- অদল বদল
- অস্ত্রের বিরুদ্ধে গান
- বাংলা ভাষায় বিজ্ঞান
- নদীর বিদ্রোহ
- কোনি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ