প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্ন
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতির লক্ষ্যে প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্ট পরীক্ষার জন্য বাংলা বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি বাংলা প্রশ্নঃ
শিক্ষালয়, অনুপম ধর
শ্রেণিঃ নবম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ৫*১=৫
১.১) ‘কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি’- সংকলিত অংশের উৎস কী?- ক) মঙ্গলচন্ডী খ) সারদাচরিত গ) চন্ডীমঙ্গল ঘ) কবি কঙ্কণ চন্ডী
১.২) কাব্যাংশে ‘চিকুর’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?- ক) কুয়াশা খ) মুশলধারে বৃষ্টি গ) বিদ্যুৎ ঝলক
১.৩) ইলিয়াসের স্ত্রী বললে, ‘খুঁজেছি কিন্তু কখনো পাইনি’- কী পায়নি- ক) শান্তি খ) সুখ গ) তৃপ্তি ঘ) স্বস্তি
১.৪) ‘ইলিয়াস প্রতিবেশিকে ধন্যবাদ দিয়েছিল’- সেই প্রতিবেশীটির নাম ছিল- ক) শাম-শেমাগি খ) মহম্মদ সা গ) কিরবিজরা ঘ) মোল্লাসাহেব
১.৫) ‘মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন’- কী সংবাদ- ক) চোর ধরা পড়েছে খ) তাঁর নাম খোদাই করা মণিমুক্তোর আংটি পাওয়া গেছে গ) মালসহ চোর ধরা পড়েছে ঘ) তার স্ত্রীর সংবাদ পাওয়া গিয়েছে।
২) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ৫*১=৫
২.১) বাংলা ভাষায় স্বর ও ব্যঞ্জনধ্বনি এসেছে কোথা থেকে? – ক) হিন্দি থেকে……
নবম শ্রেণি বাংলা প্রথম ইউনিষ্ট টেষ্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের অধায়ভিত্তিক লিঙ্কঃ
- কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
- ইলিয়াস
- ধীবর বৃত্তান্ত
- দাম
- নব নব সৃষ্টি
- হিমালয় দর্শন
- নোঙর
- আকাশে সাতটি তারা
- খেয়া
- আবহমান
- চিঠি
- ভাঙার গান
- আমরা
- নিরুদ্দেশ
- রাধারাণী
- চন্দ্রনাথ
- প্রফেসর শঙ্কুর ডায়রি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ