প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ভূগোল প্রশ্ন

প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ভূগোল প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতির লক্ষ্যে প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ভূগোল প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ভূগোল প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্ট পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ভূগোল প্রশ্নঃ 

শিক্ষালয়, অনুপম ধর

www.sikkhalaya.in

শ্রেণিঃ দশম      বিষয়ঃ ভূগোল

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

 

বিভাগ- ক

ক) বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১*৮=৮

১) ভূমিরূপ পরিবর্তনে অংশগ্রহণকারী অন্যতম প্রধান গতিশীল শক্তি হল- ক) অধঃক্ষেপন খ) সুনামি গ) বায়ুর আর্দ্রতা ঘ) মেঘ

২) গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে- ক) আমাজন নদীতে খ) কলোরাডো নদীতে গ) নীল নদে ঘ) ব্রহ্মপুত্র নদে

৩) ‘পঞ্চনদের দেশ’ নামে পরিচিত ভারতের যে রাজ্য- ক) পশ্চিমবঙ্গ খ) পাঞ্জাব গ) গুজরাট ঘ) মধ্যপ্রদেশ

৪) পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ- ক) ল্যাম্বার্ট খ) হুবার্ড গ) মালাসপিনা ঘ) ওয়ালকট

৫) ভারতের বৃহত্তম কয়াল- ক) ভেনবানাদ খ) চিল্কা গ) অষ্টমুদি ঘ) সম্বর

৬) ‘রেগুর মৃত্তিকা’ যে নামে পরিচিত- ক) কৃষ্ণ বা কালো মৃত্তিকা খ) পলল মৃত্তিকা গ) লাল মৃত্তিকা ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা

৭) সমুদ্রে ভাসমান বিশালাকৃতির হিমবাহকে বলা হয়- ক) হিমপ্রাচীর খ) হিমদ্রোণী গ) হিমস্তুপ ঘ) হিমশৈল

৮) SAARC এর সদর দপ্তর অবস্থিত যেখানে- ক) কাঠমান্ডু খ) পোখরা গ) ঢাকা ঘ) পারো

 

বিভাগ- খ

খ) একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ (যে-কোনো ৮টি) ১*৮=৮

১) ভূমিরূপ পরিবর্তঙ্কারী শক্তিগুলির উৎস কী?

২) দুন কাকে বলে?

৩) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?

৪) ভারতে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?

৫) পশ্চিমঘাট পর্বতের কোন ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল নামে পরিচিত?

৬) ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কোন ঋতুতে পড়ে?

৭) নদীর কোন গতিতে পলির পরিমাণ সর্বাধিক হয়?

৮) কোন ধরণের উদ্ভিদে ঠেসমূল দেখা যায়?

৯) ভারতের দক্ষিণতম স্থল বিন্দুটির নাম কী?

১০) ভারতের উচ্চতম হ্রদের নাম কী?

 

বিভাগ- গ

গ) নিম্নের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ২*৪=৮

১) জলচক্র কাকে বলে?

অথবা, ফিয়র্ড কাকে বলে?

২) বাজাদা কী?

অথবা, হামাদা কী?

৩) তরাই কাকে বলে?

অথবা, মরুদ্যান কী?

৪) বরদৈছলা কী?

অথবা, মৌসুমি বিষ্ফোরণ বলতে কী বোঝো? 

 

বিভাগ- ঘ 

ঘ) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ৩*২=৬ 

১) মরু অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় কেন?

অথবা, ইয়ার্দাং ও জিউগেন এর পার্থক্য লেখো। 

২) পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো।

অথবা, মালনাদ ও ময়দান কাকে বলে? 

 

বিভাগ- ঙ 

ঙ) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) ৫*২=১০ 

১) নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 

অথবা, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 

২) দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণিবিভাগ করে যে-কোনো একটি বিভাগ আলোচনা করো। 

অথবা, উত্তর ভারতের নদ-নদী ও দক্ষিণ ভারতের নদ-নদীর পার্থক্য লেখো। 

VIEW PDF

PDF DOWNLOAD

দশম শ্রেণি বাংলা প্রথম ইউনিষ্ট টেষ্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দশম শ্রেণি বাংলা নোটঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?