মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ছোট প্রশ্নের সেট এই মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর :
১) নিত্য সমাসের উদাহরণ কোনটি?
- দুর্ভিক্ষ
- যুগান্তর
- পঙ্কজ
- উপবন
উঃ যুগান্তর
২) বাড়িতে তপনের নাম হয়েছে-
- কবি,সাহিত্যিক,কথাশিল্পী
- কথাশিল্পী
- কবি
- গল্পকার, লেখক
উঃ কবি,সাহিত্যিক,কথাশিল্পী
৩) সন্ন্যাসীবেশে হরিদার ঝুলিতে ছিল-
- গীতা
- প্রচুর অর্থ
- একটি সাদা উত্তরীয়
- কমণ্ডলু
উঃ গীতা
৪) ‘সে হাসিয়া বলে, ও নিয়ম …….জন্য’।
- ইংরেজ সাহেবদের
- রেলের কর্মচারীদের
- ফিরিঙ্গিদের
- নিজের
উঃ রেলের কর্মচারীদের
৫) ‘ছড়ানো রয়েছে কাছে দূরে……’। কি ছড়ানো রয়েছে?
- সোনা
- কালো রক্তের দাগ
- দোমড়ানো লোহা
- আমাদের শিশুদের শব
উঃ আমাদের শিশুদের শব
৬) ‘সপ্ত মহাসিন্ধু দোলে’- কোথায় দোলে?
- ভূপৃষ্ঠে
- মহাশুন্যে
- কপোলতলে
- কপালে
উঃ কপোলতলে
৭) ‘ঝরনা কলম’ নামটি কে দিয়ে থাকতে পারেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বিদ্যাসাগর
- রাজশেখর বসু
- মধুসুধন দত্ত
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৮) কে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- সত্যজিৎ রায়
- অন্নদাশঙ্কর রায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ সত্যজিৎ রায়
৯) অষ্টাদশ শতকে চারখন্ড রামায়ণ কপি করার পারিশ্রমিক কত ছিল?
- মিঠাই
- কয়েকটি কাপড়
- সাত টাকা
- উপরের সবগুলোই ঠিক
উঃ সাত টাকা
১০) ধাতু বিভক্তির আর একটি নাম কি?
- ক্রিয়া বিভক্তি
- নির্দেশক
- অনুসর্গ
- শব্দ বিভক্তি
উঃ ক্রিয়া বিভক্তি
১১) বাক্যের ক্রিয়া পদের সাথে আর যে পদের কোনো সম্পর্ক থাকে না, তাকে কি বলে?
- কারক
- বিভক্তি
- অকারক
- সম্প্রসারক
উঃ অকারক
১২) শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে শিক্ষক হলেন-
- প্রযোজক কর্তা
- প্রযোজ্য কর্তা
- সহযোগী কর্তা
- বাক্যাংশ কর্তা
উঃ প্রযোজক কর্তা
১৩) পথে পড়েছিল- ‘পথে’ কারক নির্ণয় করো।
- অপাদান কারক
- নিমিত্ত কারক
- অধিকারণ কারক
- করণ কারক
উঃ অধিকরণ কারক
১৪) তোমরা সবাই জয়োধ্বনি করো- ‘জয়ধ্বনি’ পদের কারক নির্ণয় করো।
- দ্বন্দ্ব সমাস
- তৎপুরুষ সমাস
- বহুব্রীহি সমাস
- মধ্যপদলোপী কর্মধারয় সমাস
উঃ মধ্যপদলোপী কর্মধারয় সমাস
১৫) যে সমাসে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায় না। তা হলো-
- অলোপ সমাস
- বহুব্রীহি সমাস
- কর্মধারয় সমাস
- দ্বন্দ্ব সমাস
উঃ অল্প সমাস
১৬) ব্যাকরণ অনুসারে সমাস শব্দটির অর্থ কি ?
- সম্মেলন
- সংক্ষেপ
- সাধারণ
- সমান
উঃ সংক্ষেপ
১৭) কোনটি উপপদ তৎপুরুষ ?
- বীণাপানি
- জলাতঙ্ক
- নিশাচর
- তুষার ধবল
উঃ নিশাচর
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো
- জ্ঞানচক্ষু
- অসুখী একজন
- আয় আরো বেঁধে বেঁধে থাকি
- আফ্রিকা
- হারিয়ে যাওয়া কালি কলম
- বহুরুপী
- সিরাজদ্দৌলা
- অভিষেক
- পথের দাবী
- প্রলয়োল্লাস
- সিন্ধুতীরে
- অদল বদল
- অস্ত্রের বিরুদ্ধে গান
- বাংলা ভাষায় বিজ্ঞান
- নদীর বিদ্রোহ
- কোনি
- বাংলা ব্যাকরণ
মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক ২০২৫ ভূগোল সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ