ধাতু ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণ থেকে ধাতু ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ পোষ্টে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ধাতু ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ আলোচনার মধ্য দিয়ে ধাতু সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ধাতু ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণঃ
১) ধাতু কাকে বলে?
উঃ ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ হল ধাতু। ধাতুর মধ্যে ক্রিয়ার মূল অর্থটি থেকে যায়।
যেমন- চলা, চলছে এই ক্রিয়াপদগুলির মূল অংশ ‘চল্’ ধাতু।
২) মৌলিক ধাতু কী?
উঃ যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক ধাতু বলে।
যেমন- দেখ্, বল্ ইত্যাদি।
৩) মৌলিক ধাতুর অপর নাম কী?
উঃ মৌলিক ধাতুর অপর নাম সিদ্ধ ধাতু।
৪) সাধিত ধাতু কাকে বলে?
উঃ যে ধাতু একাধিক দল নিয়ে গঠিত বা যাকে বিশ্লেষণ করলে একটি ধাতু এবং এক বা একাধিক প্রত্যয় পাওয়া যায়, তাকে সাধিত ধাতু বলে।
যেমন- কর্+আ= করা
৫) নামধাতু কাকে বলে?
উঃ বিশেষ্য বা বিশেষণ অর্থাৎ নামপদের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয়, তাকে নামধাতু বলে।
যেমন- হাত্+আ= হাতা
৬) প্রযোজক ধাতু কাকে বলে?
উঃ কর্তা যে ধাতুর দ্বারা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্রিয়াপদ গঠন করতে পারে, তাকে প্রযোজক ধাতু বলে।
যেমন- দেখা> দেখানো
৭) পঙ্গু ধাতু কাকে বলে?
উঃ যে সকল মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হলে, সেই ক্রিয়াপদের সর্বকালের রূপ পাওয়া যায় না, তাদের পঙ্গু ধাতু বলে।
যেমন- আছ্, বট্, থাক্ ইত্যাদি।
৮) বাংলা ভাষায় ধাতু কত প্রকার ও কী কী?
উঃ বাংলা ভাষায় ধাতু চার প্রকার। যথা- ক) মৌলিক ধাতু খ) সাধিত ধাতু গ) সংযোগমূলক ধাতু ঘ) যৌগিক ধাতু।
৯) সংযোগমূলক ধাতু কাকে বলে?
উঃ বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ, দি, পা, কাট্, খা ইত্যাদি মৌলিক ধাতুর সংযোগে যে ধাতু গঠিত হয়, তাকে সংযোগমূলক ধাতু বলে।
যেমন- পড়তে বস।
১০) নিজন্ত ক্রিয়া কী?
উঃ ‘নিচ্’ প্রত্যয়যোগে সংস্কৃত প্রযোজক ক্রিয়া তৈরি হলে, তাকে নিজন্ত ক্রিয়া বলা হয়।
১১) উপসর্গ কাকে বলে?
উঃ উপসর্গ বিষয়ে আলোচনা পড়তে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে।
১২) অনুসর্গ কাকে বলে?
উঃ অনুসর্গ বিষয়ে আলোচনা পড়তে হলে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে।
প্রথম ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে
নবম শ্রেণি বাংলা নোটঃ
- কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
- ইলিয়াস
- ধীবর বৃত্তান্ত
- দাম
- নব নব সৃষ্টি
- হিমালয় দর্শন
- নোঙর
- আকাশে সাতটি তারা
- খেয়া
- আবহমান
- চিঠি
- ভাঙার গান
- আমরা
- নিরুদ্দেশ
- রাধারাণী
- চন্দ্রনাথ
- প্রফেসর শঙ্কুর ডায়রি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ