আকাশে সাতটি তারা কবিতা ।। নবম শ্রেণি বাংলা

আকাশে সাতটি তারা কবিতা ।। নবম শ্রেণি বাংলা 

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আকাশে সাতটি তারা কবিতা ।। নবম শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তরের লিঙ্ক প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই আকাশে সাতটি তারা কবিতা ।। নবম শ্রেণি বাংলা প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে তাদের পাঠ্য আকাশে সাতটি তারা কবিতাটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। আকাশে সাতটি তারা কবিতা ।। নবম শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর পাঠ করে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

আকাশে সাতটি তারা কবিতা ।। নবম শ্রেণি বাংলাঃ 

প্রশ্নমানঃ ১

১) কোন কাব্যগ্রন্থ থেকে “আকাশে সাতটি তারা” কবিতাটি সংকলিত হয়েছে?

২) আকাশে সাতটি তারার কথা কবি উল্লেখ করেছেন কেন?

৩) কাকে “মৃত মনিয়ার” মতো মনে হয়েছে?

৪) কবি বাংলার সন্ধ্যাকে “নীল” বলে মনে করেছেন কেন?

৫) বাংলার সন্ধ্যাকে কবি “শান্ত অনুগত” বলেছেন কেন?

৬) পৃথবীর কোন পথে কী নেই বলে কবি মনে করেছেন?

৭) “কলমী” কী?

৮) “শীত হাতখান” বলতে কবি কী বুঝিয়েছেন?

৯) “কিশোরের পায়ে দলা মুথা ঘাস” বলতে কবি কী বুঝিয়েছেন?

১০) “ব্যথিত গন্ধ্যের ক্লান্ত নীরবতা”- কার ব্যাথিত গন্ধের কথা বলা হয়েছে?

১১) “এরই মাঝে বাংলার প্রাণ”- কবি কোথায় বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন?

১২) “আকাশে সাতটি তারা” কবিতাটি কী ধরণের কবিতা?

১৩) “আকাশে সাতটি তারা” কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ করা হয়েছে?

১৪) “আকাশে সাতটি তারা” কবিতায় কোন কোন মাছের কথ উল্লেখ করা হয়েছে?

১৫) “আকাশে সাতটি তারা” কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কী কী বিশেষণ ব্যবহার করেছেন?

 

প্রশ্নমানঃ ৩

১) “আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে”- কবির চোখে বাংলার সন্ধ্যার প্রকৃতিগত রূপটি কেমন? এই সৌন্দর্যকে কবি কার সাথে তুলনা করেছেন? ২+১ 

২) “কামরাঙ্গা লাল মেঘ”- কবি এরূপ উপমা ব্যবহার করেছেন কেন? ৩ 

৩) “কেশবতী কন্যা যেন এসেছে আকাশে”- “কেশবতী কন্যা” বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে “কেশবতী কন্যা” বলা হয়েছে কেন? ১+২ 

৪) “পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখে নি কো”-কাকে পৃথিবীর অন্য কোনো পথ দেখেনি?চুলের চুমা ও চুলের স্নিগ্ধ গন্ধ কবি কোথায় কোথায় ঝরতে দেখেছেন? ১+২

৫) “লাল লাল বটের ফলের/ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা”- উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৩

৬) “এরই মাঝে বাংলার প্রাণ”-কবি কোথায় বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন? ৩ 

 

প্রশ্নমানঃ ৫

১) ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবি বাংলার সান্ধ্য প্রকৃতির যে রূপছবি তুলে ধরেছেন তা বর্ণনা করো। ৫ 

২) “এরই মাঝে বাংলার প্রাণ”-‘আকাশে সাতটি তারা’ কবিতায় গ্রামবাংলার প্রাণময়তার অনুভূতি কীভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। ৫ 

৩) “আমি পাই টের”- ‘আমি’ কে? উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে কবির মনোভাব ব্যক্ত করো। ১+৪ 

উপরের প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে 

নবম শ্রেণি বাংলা নোটঃ 

এই ওয়েবসাইটে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত পাঠ্য বিষয়ের সাথে সাথে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সাহিত্যের ইতিহাস, ভাষা, ভাষাবিজ্ঞান, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রভৃতি বিবিধ বিষয়ে বাংলা নোট প্রদান করা হয়েছে। নির্দিষ্ট শ্রেণি নির্বাচন করে সেই শ্রেণির অন্তর্গত বিষয়গুলি দেখা যাবে।

এছাড়াও শিক্ষালয় ওয়েবসাইটে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে বাংলা, ইতিহাস, ভূগোল ও রাষ্টবিজ্ঞান বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদানের ব্যবস্থা, বাংলা বিষয়ের সাজেশন, ভিডিও আলোচনা, গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট, অনলাইন কুইজ, বিবিধ বিভাগ ও আরো অনেক কিছু। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মেনু অপশন থেকে এই সকল বিভাগগুলি দেখতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page