সংলাপ লিখন । দশম শ্রেণি বাংলা

সংলাপ লিখন । দশম শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয় থেকে সংলাপ লিখন । দশম শ্রেণি বাংলা প্রদান করা হলো। এখানে দশম শ্রেণির শিক্ষার্থীরা কীভাবে সংলাপ লিখবে সেই আলোচনার পাশাপাশি তাদের জন্য বেশ কিছু সংলাপের নমুনাও প্রদান করা হলো। আশাকরি এই আলোচনা দ্বারা মাধ্যমিক বাংলা পরীক্ষায় শিক্ষার্থীরা উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

সংলাপ লিখন । দশম শ্রেণি বাংলাঃ 

সংলাপ কী ? 
উঃ সংলাপ হল দুজন বা তার বেশি মানুষের মধ্যে কথোপকথন। সংলাপের ইংরেজি প্রতিশব্দ হল Dialogue। মনের ভাব আদানপ্রদানের জন্যই আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কোনো একটি প্রসঙ্গে বা বিভিন্ন প্রসঙ্গে আমাদের মত বিনিময়কে কেন্দ্র করেই সংলাপ গড়ে ওঠে। তাই সংলাপে মানুষের চিন্তা, যুক্তি, আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটে। সাহিত্যে একমাত্র নাটক হল সম্পূর্ণ সংলাপ নির্ভর। তবে নাটকের সংলাপের সঙ্গে সাধারণ সংলাপ রচনার পার্থক্য আছে। বিশেষত এই স্তরে আমরা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে প্রাণবন্ত সংলাপ রচনার চর্চা করব।
তাই প্রথমে সংলাপ রচনার কৌশল বা বৈশিষ্ট্যগুলি জেনে নেওয়া যাক।
(১) নাটকের সংলাপ ঘটনা-চরিত্র-আবহ প্রভৃতি নানান বিষয়ের ঘাত প্রতিঘাতের ফসল। কিন্তু বিষয় কেন্দ্রিক সাধারণ সংলাপ কোনো একটি বিষয়কে ঘিরে দুই ব্যক্তির ভাবনার তাৎক্ষণিক আদানপ্রদানের প্রকাশ। এই ধরনের সংলাপে বিষয়টি যেমন গুরুত্ব পায় তেমনি খোলামেলা মতামত প্রকাশেরও সুযোগ থাকে।
(২) দুজন ব্যক্তির কথোপকথনের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব বা গভীরতা। বুঝে নিয়ে লিখতে হয়। যেমন: বাস কনডাক্টর ও যাত্রীর কথোপকথনের সুর, দুই বন্ধুর কোনো চলচ্চিত্র আলোচনার সুর, কোনো গল্পের বইয়ের বিষয় নিয়ে কথা কিংবা সামাজিক ভাবে স্পর্শকাতর কোনো বিষয়ে তাদের মতামতের সুর সর্বদাই পরস্পরের থেকে আলাদা হবে।
(৩) লেখার সময় মনে রাখবে সংলাপ যেন বক্তৃতাধর্মী না হয়। দীর্ঘ ভাষণ বা বক্তব্য সংলাপের পক্ষে ক্ষতিকর। কারণ মানুষের মুখের কথাবার্তার জীবন্ত গতিময় ভাষ্য হল সংলাপ। তাই সংলাপে যেন কখনোই একঘেয়েমি না আসে। পারস্পরিক মত বিনিময়ের সময় তর্কবিতর্ক সামান্য স্থান পেলেও লেখাটি যেন নিছক তর্কবিতর্কে পরিণত না হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে।
(৪) সংলাপের ভাষা হবে সাবলীল ও সহজ। আমরা যেভাবে দৈনন্দিন জীবনে কথা বলি, সেই স্বাচ্ছন্দ্যের ভাব কথাবার্তার মধ্যে বজায় রাখতে হবে। তাই সংলাপের শুরুতে ‘কেমন আছ’, ‘অনেক দিন পরে দেখা’, ‘কোথায় চললে’ কিংবা শেষে ‘বিদায়’, ‘আজ আসি’, ‘ভালো থেকো’-এ সমস্ত আনুষ্ঠানিক সম্ভাষণ বর্জন করে সরাসরি প্রাসঙ্গিক মতামত বিনিময়কেই সরসভাবে উপস্থাপিত করা উচিত।
(৫) একই বক্তব্য একাধিক বার ব্যবহার করার প্রবণতা সংলাপের পক্ষে ক্ষতিকারক। তাই সেই দিকে যেমন সজাগ দৃষ্টি রাখবে, ঠিক তেমনই অনাবশ্যক বিবরণধর্মীতা বা বর্ণনার পরিবর্তে বিষয় অনুসারে নিজস্ব মতামত এবং দৃষ্টিভঙ্গিকেই বেশি গুরুত্ব দেবে। তবে পারম্পর্য অনুযায়ী স্বল্পপরিসরে ও দৃঢ়তার সঙ্গে বক্তার মতামত প্রকাশ সংলাপ রচনায় একটি বিশেষ গুণ বলে বিবেচিত হয়।
(৬) উভয় বক্তার কথাবার্তার পরিমাণের মধ্যে যেন ভারসাম্য থাকে। কোনো একজন বক্তার একতরফা সংলাপ বা অতি সংক্ষিপ্ত কিংবা অতি দীর্ঘ সংলাপ লেখা চলবে না। এই সমস্ত দিকগুলি মাথায় রেখে কমবেশি ১৫০ শব্দের মধ্যে সংলাপটি লিখতে হবে।
সংলাপ রচনার নিয়মাবলীঃ 
  • সংলাপ রচনার সময় আমাদের যে বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকতে হবে সেগুলি নিম্নরূপ- 
  •  যে বিষয়ে সংলাপ রচনা করা হবে সে বিষয়টি সম্পর্কে প্রথমেই ভালোভাবে ভাবনা-চিন্তা করে নিয়ে তারপর রচনা কার্যে অগ্রসর হতে হবে।
  •  বিষয় কেন্দ্রিক সংলাপের বিষয়ে যথাযথ উপস্থাপনা থাকবে তাছাড়া সমস্ত সংলাপের মধ্যে থাকবে একটি সুসংহত সামঞ্জস্যবোধ।
  • বিষয় অনুযায়ী চরিত্র সৃষ্টি করে সংলাপ রচনা করতে হবে। সংলাপের মধ্য দিয়ে চরিত্রের প্রকৃতি প্রতিফলিত হয় আবার চরিত্রের স্বরূপ বুঝে নিয়ে সে অনুযায়ী সংলাপ রচনার প্রয়োজন আছে। একজন বৃদ্ধের মুখে ছেলেমানুষের মতো সংলাপ ব্যবহারে তাকে উন্মাদ বলে মনে হতে পারে  ঠিক সেরকমই শিশুর মুখে বৃদ্ধের মতো সংলাপ ব্যবহার হাস্যকর।
  •  দীর্ঘ বিবরণধর্মী সংলাপ রচনা পরিহার করতে হবে।
  •  সংলাপের ভাষা হবে সহজ,সরল,বোধগম্য, প্রাঞ্জল,সাবলীল ।
  •  বাক্য হবে সংক্ষিপ্ত এবং তাতে গতিময়তা থাকবে ।
  • আয়তনের দিক থেকে সংলাপকে দীর্ঘায়িত না করে যথাযথ। 
  • সংলাপ হবে আন্তরিক, বুদ্ধিদীপ্ত।
  • পূর্ববর্তী সংলাপের সঙ্গে পরবর্তী সংলাপের যোগসূত্র অবশ্যই রক্ষা করতে হবে।
  •  সংলাপ রচনার ক্ষেত্রে যথাযথ যতি ও ছেদ চিহ্ন ব্যবহার করতে হবে।

নিম্নে শিক্ষার্থীদের জন্য কিছু নমুনা সংলাপ প্রদান করা হলো- 

১) সংলাপ রচনা করোঃ 

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 

উঃ

রামঃ দেখলি, আমাদের স্কুলের সামনে এত বড়ো একটা বকুল গাছ কেটে ফেলা হল । শুনলাম ওখানে ফ্ল্যাট বানানো হবে ।

শ্যামঃ আর বলিস না ! মনটা এত খারাপ লাগছে, যে ওদিকে আর তাকাতেই পারছি না । সেই কোন ছোটবেলায় প্রথম স্কুলে আসার দিনটা থেকে গাছটার সঙ্গে বন্ধুত্ব, চেনাশোনা । মনে আছে, ছুটির পরে ওই বিশাল গাছটার নীচে বাঁধানো বেদিটায় চড়ে কত খেলেছি ।

রামঃ সভ্যতার গর্বে উন্মত্ত মানুষ যেন ভুলেই গিয়েছে গাছের অবদান । নগরায়ণের এই হামলে পড়া নেশায় তরাই থেকে সুন্দরবন— সর্বত্রই চলেছে অরণ্যনিধনের এই যজ্ঞ ।

শ্যামঃ কেউ একবার অন্তত এটাও ভেবে দেখবে যে, এতে ক্ষতি আখেরে নিজেদেরই । এই ভয়ানক লোভে তো মানুষের নিজের সভ্যতাকেই ধ্বংস করছে । পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, মেরুপ্রদেশের বরফ গলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে পৃথিবীর জল স্তর, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য— গাছপালা কমে যাওয়ায় অতিবেগুনি রশ্মিও নির্বিরোধে প্রভাব ফেলছে পরিবেশের ওপরে । সব মিলিয়ে নানান অসুখবিসুখের প্রকোপও বেড়েই চলেছে ।

রামঃ শুধু তাই নয়, তুই কি জানিস, বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের আয়তনের তুলনায় ভূভাগের পরিমাণ যখন ৩৫ শতাংশের নীচে নেমে যাবে, তখনই সেই দেশ বিপর্যয়ের মুখোমুখি হবে । ভারত-সহ পৃথিবীর বহু দেশই এখন এই সমস্যার সম্মুখীন ।

শ্যামঃ  আসলে কী বল তো, ‘একটি গাছ একটি প্রাণ’— এই বাক্যটিকে নিছক স্লোগান নয়, জীবনযাপনের অনিবার্য শর্ত করে তুলতে হবে । না ইলে এই ভয়ানক ধ্বংসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না ।

 

২) সংলাপ রচনা করোঃ 

মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

রামঃ কী রে পরেশ, এইতো মাধ্যমিক পরীক্ষা দিলি, বই-খাতা নিয়ে কোথায় চললি?

শ্যামঃ টিউশনে যাচ্ছি। অঙ্কটা পড়তে শুরু করলাম।

রামঃ ও,তার মানে তুই সাইন্স নিয়ে পড়বি ?

শ্যামঃ হ্যাঁ, আমি যেহেতু ডাক্তার হতে চাই তাই সায়েন্স নিয়েই পড়তে হবে। তুই কী নিয়ে পড়তে চাস?

রামঃ আমি আর্টস নিয়ে পড়বো। তুই তো জানিস আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে।

শ্যামঃ তাছাড়া তুই তো শিক্ষকতা করতে চাস? স্কুল টিচার না কলেজের অধ্যাপক কী হতে চাস?

রামঃ ইতিহাস অনার্স এবং মাস্টার ডিগ্রি করার ইচ্ছে আছে। তারপর  এসএসসি ,সিএসসি দুটোই দেব। যেকোনো একটা পেলেই হবে।

শ্যামঃ ঠিক আছে ,এই নিয়ে পরে কথা হবে এখন পড়ে আসি।

রামঃ হ্যাঁ, আরেকদিন সময় করে আলোচনা করা যাবে। 

 

৩) সংলাপ রচনা করোঃ

বইমেলার অভিজ্ঞতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

রামঃ কী খবর রাহুল , কেমন আছিস?

শ্যামঃ এই তো ভালো, তোর খবর কী? কাল নাকি  বইমেলায় গিয়েছিলি?

রামঃ হ্যাঁ, গিয়েছিলাম। আমি তো সারা বছরই এই মেলার অপেক্ষায় থাকি।

শ্যামঃ হস্তশিল্প  মেলায় যেতে বললাম গেলি না। এখন একা একাই বইমেলায় চলে গেলি।

রামঃ তুই তো জানিস, আমি শৈশব থেকেই বইপাগল, বইয়ে ডুব দিয়ে আমি পার করতে পারি ঘণ্টার পর ঘণ্টা। 

শ্যামঃ বর্তমানে দেশের এরূপ অসহিষ্ণু ও অস্থিতিশীল পরিস্থিতিতে বইমেলা আয়োজনের যৌক্তিকতা কতটুকু?

রামঃ আসলে আমাদের এরূপ অবস্থা থেকে উত্তরণে একমাত্র সহায়ক হতে পারে বই। কারণ বই মানুষকে সুপথে চালিত করে, মানুষের চিন্তার প্রসার ঘটায়।

শ্যামঃ বইমেলায় বই বিক্রি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় কী?

রামঃ মেলায় বই বিক্রির পাশাপাশি  বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন গান, কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, ক্যুইজ,বক্তৃতা, নতুন বই প্রকাশ প্রভৃতি। 

শ্যামঃ মেলা থেকে কী কী বই কিনলি?

রামঃ জয় গোস্বামী,সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের বেশ কয়েকটি বই কিনেছি। ।

শ্যামঃ এরপর গেলে আমাকেও নিয়ে যাস।

রামঃ অবশ্যই নিয়ে যাবো। আমরা দুই বন্ধু একসঙ্গে বইমেলায় গেলে অনেক মজা হবে। 

 

৪) মোবাইল ফোন ব্যবহার ভালো না খারাপ – সংলাপ- Click Here to view the answer

…… এখানে আরো সংলাপ প্রদান করা হবে। শিক্ষালয় ওয়েবসাইটের সকল আপডেট দেখতে নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইটটি।

মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-history-suggestion-2025

মাধ্যমিক ২০২৫ ভূগোল সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

madhyamik-geography-suggestion-2025

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-2025-bengali-suggestion

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?